মেসিকে সর্বকালের সেরার পুরস্কার দিলো মার্কা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:১২:২২ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
  • ৭১৭ বার পড়া হয়েছে

এবার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির হাতে সর্বকালের সেরা ফুটবলারের পুরস্কার ‘মার্কা আমেরিকা’ অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন মার্কা’র পরিচালক হুয়ান ইগনাসিও গ্যালার্দো। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের চেজ স্টেডিয়ামে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা‘র এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

মার্কা’র পাশাপাশি ইতালির স্বনামধন্য ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছেন।

মূলত শিরোপা জয়ের সংখ্যার  দিক দিয়ে আর্জেন্টাইন তারকা মেসি সকলের রেকর্ড ছাড়িয়ে গেছে উল্লেখ করে তাকে সর্বোচ্চ এই সম্মাননা দিয়েছে মার্কা।

এই তালিকায় মেসির ঠিক পরেই নাম রয়েছে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। এছাড়াও ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে, আর্জেন্টাইন তারকা আলফ্রেদো দি স্তেফানো, আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা এবং জার্মান তারকা হেনড্রিক ইয়ুহানেস ক্রুইফ রয়েছেন যথাক্রমে ৩, ৪, ৫ এবং ৬ষ্ঠ স্থানে।

এদিকে এই পুরস্কার গ্রহণের পর আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন মেসি।

মেসি জানান, আমি ছোটবেলায় যতোগুলো স্বপ্ন দেখেছি তার চেয়ে বেশি সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন। একজন খেলোয়াড়ের জীবনে সবথেকে বড় খেতাব বিশ্বকাপ জয় করেছি আমি যেটি আমার কাছে আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মেসিকে সর্বকালের সেরার পুরস্কার দিলো মার্কা

আপডেট সময় : ০৩:১২:২২ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

এবার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির হাতে সর্বকালের সেরা ফুটবলারের পুরস্কার ‘মার্কা আমেরিকা’ অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন মার্কা’র পরিচালক হুয়ান ইগনাসিও গ্যালার্দো। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের চেজ স্টেডিয়ামে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা‘র এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

মার্কা’র পাশাপাশি ইতালির স্বনামধন্য ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছেন।

মূলত শিরোপা জয়ের সংখ্যার  দিক দিয়ে আর্জেন্টাইন তারকা মেসি সকলের রেকর্ড ছাড়িয়ে গেছে উল্লেখ করে তাকে সর্বোচ্চ এই সম্মাননা দিয়েছে মার্কা।

এই তালিকায় মেসির ঠিক পরেই নাম রয়েছে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। এছাড়াও ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে, আর্জেন্টাইন তারকা আলফ্রেদো দি স্তেফানো, আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা এবং জার্মান তারকা হেনড্রিক ইয়ুহানেস ক্রুইফ রয়েছেন যথাক্রমে ৩, ৪, ৫ এবং ৬ষ্ঠ স্থানে।

এদিকে এই পুরস্কার গ্রহণের পর আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন মেসি।

মেসি জানান, আমি ছোটবেলায় যতোগুলো স্বপ্ন দেখেছি তার চেয়ে বেশি সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন। একজন খেলোয়াড়ের জীবনে সবথেকে বড় খেতাব বিশ্বকাপ জয় করেছি আমি যেটি আমার কাছে আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন।