তারেক রহমানের সব মামলা প্রত্যাহারের দাবি আইনজীবী ফোরামের

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৫১:০২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • ৭৩২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলাই রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের দাবি করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এসব মামলা প্রত্যাহার না হলে আইনজীবী সমাজ আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন এ হুঁশিয়ারি দেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীরা দাবি করেন, তারেক রহমানের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে কয়েকটি মিথ্যা মামলার ফরমায়েশী রায় ঘোষণা করা হয়েছে।

জয়নুল আবেদীন বলেন, ‘অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। অন্যথায় আইনজীবী সমাজ আবারও রাস্তায় নামতে বাধ্য হবে।’

বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কাসার কামালের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে জয়নুল আবেদীন আরো বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের দায়েরকৃত মামলাগুলোর ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। এটা খুবই দুঃখজনক। আমরা অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত এসব মিথ্যা মামলা প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিরি সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও বিএনপি নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলীসহ ফোরামের নেতাসহ শতাধিক আইনজীবী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের সব মামলা প্রত্যাহারের দাবি আইনজীবী ফোরামের

আপডেট সময় : ০৯:৫১:০২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলাই রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের দাবি করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এসব মামলা প্রত্যাহার না হলে আইনজীবী সমাজ আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন এ হুঁশিয়ারি দেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীরা দাবি করেন, তারেক রহমানের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে কয়েকটি মিথ্যা মামলার ফরমায়েশী রায় ঘোষণা করা হয়েছে।

জয়নুল আবেদীন বলেন, ‘অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। অন্যথায় আইনজীবী সমাজ আবারও রাস্তায় নামতে বাধ্য হবে।’

বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কাসার কামালের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে জয়নুল আবেদীন আরো বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের দায়েরকৃত মামলাগুলোর ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। এটা খুবই দুঃখজনক। আমরা অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত এসব মিথ্যা মামলা প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিরি সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও বিএনপি নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলীসহ ফোরামের নেতাসহ শতাধিক আইনজীবী।