শিরোনাম :
Logo ১২০০ আহতকে সেবা দিলেন বাংলাদেশের চিকিৎসকরা Logo নির্বাচনব্যবস্থা সংস্কারে কয়েকটি প্রস্তাব Logo সমালোচনা ও আত্মসমালোচনা Logo দীপ্ত টিভির সংবাদ বন্ধ করতে বলেনি সরকার, বললেন তথ্য উপদেষ্টা Logo মাওলানা রইস উদ্দিনের নির্মম হত্যার প্রতিবাদ ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানবববন্ধন Logo ইসির সঙ্গে বৈঠক শেষে নির্বাচন নিয়ে যা বললো জামায়াত Logo রাজনৈতিক চাপে জুলাই চার্টার দ্রুত করে নির্বাচনের দিকে যাচ্ছে সরকার Logo প্রবাসীদের জন্য সবচেয়ে সহজলভ্য ভোটাধিকার প্রস্তাব চায় বিএনপি Logo আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে কয়রায় মানববন্ধন Logo ‘নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথায় আস্থা রাখতে চায় জামায়াত’

সাবেক পানি সম্পদমন্ত্রী রমেশ চন্দ্র আটক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:০১:৫৫ পূর্বাহ্ণ, শনিবার, ১৭ আগস্ট ২০২৪
  • ৭২৪ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবন থেকে আওয়ামী লীগের সাবেক এমপি ও সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন আটক হয়েছেন বলে জানা গেছে। যদিও পুলিশ সূত্রের দাবি নিরাপত্তার খাতিরেই তাকে আইনশৃঙ্খলা বাহিনী হেপাজতে নিয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) রাত ১১টার দিকে সদর উপজেলা রুহিয়ায় নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। আটকের পর তাকে ঢাকা হেডকোয়ার্টারে নেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

জেলা ও উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানান, সাবেক এমপির রুহিয়ার নিজ বাসভবন থেকে ডিবির কিছু সংখ্যক সদস্য তাকে ঠাকুরগাঁও নিয়ে গেছেন। সঙ্গে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মণ্ডলও সঙ্গে ছিলেন।

রমেশ চন্দ্র সেনের স্ত্রী অঞ্জলি রানী সেন জানান, কিছু লোক এসে জানাল তারা ঢাকা থেকে এসেছে। সাবেক এমপি বাসায় আছে কি না জিজ্ঞাসা করে তারা। পরে রুমে ঢুকে রমেশ চন্দ্র সেনকে তারা গাড়িতে তুলে নিয়ে যায়। সাবেক এমপি শারীরিকভাবে অসুস্থ বলার পরেও তারা কোনো কথা শোনেননি বলে অভিযোগ করেন তিনি।

ঠাকুরগাঁও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম কিছু জানেন না বলে কে জানান।

তবে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মণ্ডল রমেশ চন্দ্রকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকার হেডকোয়ার্টার থেকে কয়েকটি গাড়িযোগে সাদা পোশাকে ডিবির সদস্যরা এসে তাকে নিয়ে গেছেন। আমরা তাদের সহযোগিতা করেছি।

সাবেক এমপির নিরাপত্তার জন্যই তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি পুলিশ সূত্রের। শেষ খবর পাওয়া পর্যন্ত রমেশ চন্দ্র সেনকে ঢাকার উদ্দেশ্য নেয়া হচ্ছে বলে জানা গেছে।

রমেশ চন্দ্র সেন বিভিন্ন সময়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টামণ্ডলীর সদস্যসহ সর্বশেষ কেন্দ্রীয় নির্বাচনি বোর্ডের সদস্য ছিলেন। তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনি এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পাঁচ বার সংসদ সদস্য হলেও শেষ তিনটি নির্বাচনই বিতর্কিত ও ভোটারবিহীন হিসেবে বহুল আলোচিত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১২০০ আহতকে সেবা দিলেন বাংলাদেশের চিকিৎসকরা

সাবেক পানি সম্পদমন্ত্রী রমেশ চন্দ্র আটক

আপডেট সময় : ০৯:০১:৫৫ পূর্বাহ্ণ, শনিবার, ১৭ আগস্ট ২০২৪

ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবন থেকে আওয়ামী লীগের সাবেক এমপি ও সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন আটক হয়েছেন বলে জানা গেছে। যদিও পুলিশ সূত্রের দাবি নিরাপত্তার খাতিরেই তাকে আইনশৃঙ্খলা বাহিনী হেপাজতে নিয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) রাত ১১টার দিকে সদর উপজেলা রুহিয়ায় নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। আটকের পর তাকে ঢাকা হেডকোয়ার্টারে নেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

জেলা ও উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানান, সাবেক এমপির রুহিয়ার নিজ বাসভবন থেকে ডিবির কিছু সংখ্যক সদস্য তাকে ঠাকুরগাঁও নিয়ে গেছেন। সঙ্গে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মণ্ডলও সঙ্গে ছিলেন।

রমেশ চন্দ্র সেনের স্ত্রী অঞ্জলি রানী সেন জানান, কিছু লোক এসে জানাল তারা ঢাকা থেকে এসেছে। সাবেক এমপি বাসায় আছে কি না জিজ্ঞাসা করে তারা। পরে রুমে ঢুকে রমেশ চন্দ্র সেনকে তারা গাড়িতে তুলে নিয়ে যায়। সাবেক এমপি শারীরিকভাবে অসুস্থ বলার পরেও তারা কোনো কথা শোনেননি বলে অভিযোগ করেন তিনি।

ঠাকুরগাঁও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম কিছু জানেন না বলে কে জানান।

তবে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মণ্ডল রমেশ চন্দ্রকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকার হেডকোয়ার্টার থেকে কয়েকটি গাড়িযোগে সাদা পোশাকে ডিবির সদস্যরা এসে তাকে নিয়ে গেছেন। আমরা তাদের সহযোগিতা করেছি।

সাবেক এমপির নিরাপত্তার জন্যই তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি পুলিশ সূত্রের। শেষ খবর পাওয়া পর্যন্ত রমেশ চন্দ্র সেনকে ঢাকার উদ্দেশ্য নেয়া হচ্ছে বলে জানা গেছে।

রমেশ চন্দ্র সেন বিভিন্ন সময়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টামণ্ডলীর সদস্যসহ সর্বশেষ কেন্দ্রীয় নির্বাচনি বোর্ডের সদস্য ছিলেন। তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনি এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পাঁচ বার সংসদ সদস্য হলেও শেষ তিনটি নির্বাচনই বিতর্কিত ও ভোটারবিহীন হিসেবে বহুল আলোচিত।