ভাষা শহীদদের স্মরণে শিক্ষার্থীরা গড়ল মানব শহীদ মিনার !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:৩৬:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

একটি ভাষা, যে ভাষার মধ্যে লুকিয়ে আছে, রক্ত, হাসি, কান্না, ভালোবাসা, অহংকার। সেই ভাষাই বাংলা ভাষা। বিশ্বের কোন জাতি মায়ের ভাষার জন্য রক্তক্ষয়ি আন্দোলন করেনি। বাঙালি জাতি একমাত্র জাতি, যারা মায়ের ভাষার জন্য বুকের তাজা রক্ত দিয়েছে।

তাইতো এই জাতি তার মনের ভেতরের লুকানো ভালোবাসা একেক সময় একেক ভাবে প্রকাশ করে। কখনও মানব পতাকা আবার কখনও মানব শহীদ মিনার। তেমনি মঙ্গলবার সকালে রাজশাহী কলেজ মাঠে মানব শহীদ মিনার তৈরি করে ৬০০ শিক্ষার্থী। মানব শহীদ মিনারের স্থায়ীত্ব ছিল ১৫ মিনিট।

মানব শহীদ মিনারে অংশ নেওয়া শিক্ষার্থী আহনাফ, তামহীদ, নাবিল ও অরনী কর্মকার বলেন, ‘আমরা গত ১৪ দিন ধরে পরিকল্পনা করছিলাম। এর আগে বড় ভাইয়েরা মানব পতাকা করে। এবার আমরা মানব শহীদ মিনার তৈরি করলাম। খুব ভালো ভাগছে। ’

রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান বলেন, ‘রাজশাহী কলেজ সৃজনশীলতার প্রতীক। শিক্ষার্থীরা নিজেই এসে বলে, তারা শহীদ মিনার তৈরি করবে। গত বছর আমরা মানব পতাকা তৈরি করেছি। এবার শিক্ষার্থীরা মানব শহীদ মিনার তৈরি করলো !

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভাষা শহীদদের স্মরণে শিক্ষার্থীরা গড়ল মানব শহীদ মিনার !

আপডেট সময় : ০৭:৩৬:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

একটি ভাষা, যে ভাষার মধ্যে লুকিয়ে আছে, রক্ত, হাসি, কান্না, ভালোবাসা, অহংকার। সেই ভাষাই বাংলা ভাষা। বিশ্বের কোন জাতি মায়ের ভাষার জন্য রক্তক্ষয়ি আন্দোলন করেনি। বাঙালি জাতি একমাত্র জাতি, যারা মায়ের ভাষার জন্য বুকের তাজা রক্ত দিয়েছে।

তাইতো এই জাতি তার মনের ভেতরের লুকানো ভালোবাসা একেক সময় একেক ভাবে প্রকাশ করে। কখনও মানব পতাকা আবার কখনও মানব শহীদ মিনার। তেমনি মঙ্গলবার সকালে রাজশাহী কলেজ মাঠে মানব শহীদ মিনার তৈরি করে ৬০০ শিক্ষার্থী। মানব শহীদ মিনারের স্থায়ীত্ব ছিল ১৫ মিনিট।

মানব শহীদ মিনারে অংশ নেওয়া শিক্ষার্থী আহনাফ, তামহীদ, নাবিল ও অরনী কর্মকার বলেন, ‘আমরা গত ১৪ দিন ধরে পরিকল্পনা করছিলাম। এর আগে বড় ভাইয়েরা মানব পতাকা করে। এবার আমরা মানব শহীদ মিনার তৈরি করলাম। খুব ভালো ভাগছে। ’

রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান বলেন, ‘রাজশাহী কলেজ সৃজনশীলতার প্রতীক। শিক্ষার্থীরা নিজেই এসে বলে, তারা শহীদ মিনার তৈরি করবে। গত বছর আমরা মানব পতাকা তৈরি করেছি। এবার শিক্ষার্থীরা মানব শহীদ মিনার তৈরি করলো !