শিরোনাম :
Logo রাবি ভর্তিচ্ছু শিক্ষার্থীর স্বপ্ন বাচিঁয়ে রাখলেন ছাত্রদল নেতা রাবিত Logo কয়রা ৬ সাংবাদিকের নামে এক যুগ আগের ঘটনায় হত্যা মামলা Logo চকবাজারে খালে নিখোঁজ শিশুর মরদেহ চাক্তাই খালে উদ্ধার Logo আ.লীগের মিছিল বন্ধ করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর Logo জীবননগরে ৯০ বোতল ফেন্সিডিলসহ নারী আটক Logo রাবি ভর্তি পরীক্ষায় শহীদ আবু সাঈদ ও জেন-জি নিয়ে প্রশ্ন Logo শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন Logo রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসন প্রতি লড়ছেন ৫১ ভর্তিচ্ছু Logo রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত

আরাফাত সানীর জামিন শুনানি দুপুরে !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫২:০৯ অপরাহ্ণ, বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ক্রিকেটার আরাফাত সানীর বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে করা মামলায় জামিন শুনানি হবে আজ (বুধবার) দুপুরে।
বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কেএম শামসুল আলমের আদালতে দুপুর ২টায় জামিন শুনানি হবে।

সানীর আইনজীবী এম জুয়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জুয়েল আহমেদ বলেন, দুপুর ২টায় আরাফাত সানীর জামিন শুনানি হবে। জামিন শুনানি উপলক্ষে সানীকে আদালতে হাজির করা হবে।
এই মামলায় গত ২৬ জানুয়ারি আরাফাত সানীর জামিনের আবেদন করা হলে বিচারক জামিন শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, আসামির সাথে নাসরিন সুলতানা প্রায় ৭ বছর আগে পরিচয়ের সূত্রে উভয়ের ঘনিষ্টতা হয়। একপর্যায়ে তারা অভিভাবককে না জানিয়ে ২০১৪ সালের ৪ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নাসরিন বিভিন্ন সময়ে বিয়ের বিষয়টি অভিভাবকদের অবহিত করে আনুষ্ঠানিকভাবে তাকে তুলে নেওয়ার জন্য বলেন। কিন্তু সানী তার কথা না ‍শুনে ভয়ভীতি দেখায়। গত বছর ১২ জুন রাতে সানী নাসরিনের নাম এবং মোবাইল নাম্বার ব্যবহার করে ফেসবুকে ফেক আইডি খুলে ওই আইডি থেকে নাসরিনের খোলা আইডিতে অন্তরঙ্গ অশ্লীল ছবি ফেসবুক মেসেঞ্জারে পাঠায়। এ ছাড়া নানা রকম হুমকি দিতে থাকে। এরপর গত ২৫ নভেম্বর রাতে আসামি ভিকটিমের নগ্ন ছবি তার ফেসবুকে পাঠিয়ে আরো ভয়াবহ অবস্থা দেখার জন্য অপেক্ষা করতে বলে হুমকি দেয়।

প্রসঙ্গত, ২২ জানুয়ারি সকালে আমিনবাজারের বাসা থেকে সানীকে গ্রেপ্তার করে পুলিশ। গত ৫ জানুয়ারি তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন নাসরিন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে আরাফাত সানীর বিরুদ্ধে যৌতুকের অভিযোগে ২৩ জানুয়ারি আদালতে একটি মামলা দায়ের করেছেন নাসরিন সুলতানা। ওই মামলায় সানীর বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। তাকে ৫ এপ্রিল আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাবি ভর্তিচ্ছু শিক্ষার্থীর স্বপ্ন বাচিঁয়ে রাখলেন ছাত্রদল নেতা রাবিত

আরাফাত সানীর জামিন শুনানি দুপুরে !

আপডেট সময় : ১২:৫২:০৯ অপরাহ্ণ, বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

ক্রিকেটার আরাফাত সানীর বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে করা মামলায় জামিন শুনানি হবে আজ (বুধবার) দুপুরে।
বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কেএম শামসুল আলমের আদালতে দুপুর ২টায় জামিন শুনানি হবে।

সানীর আইনজীবী এম জুয়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জুয়েল আহমেদ বলেন, দুপুর ২টায় আরাফাত সানীর জামিন শুনানি হবে। জামিন শুনানি উপলক্ষে সানীকে আদালতে হাজির করা হবে।
এই মামলায় গত ২৬ জানুয়ারি আরাফাত সানীর জামিনের আবেদন করা হলে বিচারক জামিন শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, আসামির সাথে নাসরিন সুলতানা প্রায় ৭ বছর আগে পরিচয়ের সূত্রে উভয়ের ঘনিষ্টতা হয়। একপর্যায়ে তারা অভিভাবককে না জানিয়ে ২০১৪ সালের ৪ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নাসরিন বিভিন্ন সময়ে বিয়ের বিষয়টি অভিভাবকদের অবহিত করে আনুষ্ঠানিকভাবে তাকে তুলে নেওয়ার জন্য বলেন। কিন্তু সানী তার কথা না ‍শুনে ভয়ভীতি দেখায়। গত বছর ১২ জুন রাতে সানী নাসরিনের নাম এবং মোবাইল নাম্বার ব্যবহার করে ফেসবুকে ফেক আইডি খুলে ওই আইডি থেকে নাসরিনের খোলা আইডিতে অন্তরঙ্গ অশ্লীল ছবি ফেসবুক মেসেঞ্জারে পাঠায়। এ ছাড়া নানা রকম হুমকি দিতে থাকে। এরপর গত ২৫ নভেম্বর রাতে আসামি ভিকটিমের নগ্ন ছবি তার ফেসবুকে পাঠিয়ে আরো ভয়াবহ অবস্থা দেখার জন্য অপেক্ষা করতে বলে হুমকি দেয়।

প্রসঙ্গত, ২২ জানুয়ারি সকালে আমিনবাজারের বাসা থেকে সানীকে গ্রেপ্তার করে পুলিশ। গত ৫ জানুয়ারি তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন নাসরিন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে আরাফাত সানীর বিরুদ্ধে যৌতুকের অভিযোগে ২৩ জানুয়ারি আদালতে একটি মামলা দায়ের করেছেন নাসরিন সুলতানা। ওই মামলায় সানীর বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। তাকে ৫ এপ্রিল আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।