ট্রাক্টর উল্টে আলমডাঙ্গার নাঈম নিহত

  • rahul raj
  • আপডেট সময় : ০৩:২৩:০১ অপরাহ্ণ, বুধবার, ১০ এপ্রিল ২০১৯
  • ৭৩৩ বার পড়া হয়েছে

গাংনীতে চাষের কাজ শেষে বাড়ি ফেরার পথে বিপত্তি
নিউজ ডেস্ক:আকাশে কালো মেঘ দেখে দ্রুত মাঠ থেকে চাষের ট্রাক্টর নিয়ে বাড়ি ফেরার সময় ট্রাক্টর উল্টে খাদে পড়ে নাঈম (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টার দিকে গাংনী থানার ইকুইরি মাঠের নিকট দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় চাপা পড়া ট্রাক্টরের নিচ থেকে নাঈমকে উদ্ধার করে আলমডাঙ্গার হারদী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত নাইম আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের বড় বোয়ালিয়া গ্রামের নাসির উদ্দীনের ছেলে। নাঈমের অকাল মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের বড় বোয়ালিয়া গ্রামের নাসির উদ্দীনের ছেলে নাঈম মঙ্গলবার বিকালে চাষের জন্য গাংনী থানার হেমায়েতপুর ইকুইরি মাঠে যায়। বিকাল গড়াতেই আকাশে কালো মেঘ দেখে দ্রুত কাজ শেষে বাড়ি ফিরে যাওয়ার যাত্রা করে। ইকুইরি মাঠের মধ্যে রাস্তাবিহীন, অপরদিকের উচু স্থান দিয়ে ট্রাক্টর মেইন সড়কে তোলার চেষ্টা করলে নাঈম ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে ট্রাক্টর উল্টে গেলে নাঈম নিজের ট্রাক্টরের নিচে চাপা পড়ে। এসময় স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে নাঈমকে উদ্ধারের চেষ্টা চালালেও তারা ব্যর্থ হয়। পরে এলাকার একাধিক লোকজন ডেকে একত্র করে দানব ট্রাক্টর সরিয়ে নাঈমকে উদ্ধার করে। ট্রাক্টরের চাপায় নাইমের শরীরের অর্ধেক অংশ ভেঙ্গে গুড়ো হয়ে যায়। পরে লোকজন দ্রুত নাইমকে আলমডাঙ্গার হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অল্প বয়সে নাঈমের চলে যাওয়ায় তার বাবা-মা মেনে নিতে পারছে না। ছেলেকে হারিয়ে নাঈমের মা একাধিকবার মোর্চা যাচ্ছে বলে জানা যায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ট্রাক্টর উল্টে আলমডাঙ্গার নাঈম নিহত

আপডেট সময় : ০৩:২৩:০১ অপরাহ্ণ, বুধবার, ১০ এপ্রিল ২০১৯

গাংনীতে চাষের কাজ শেষে বাড়ি ফেরার পথে বিপত্তি
নিউজ ডেস্ক:আকাশে কালো মেঘ দেখে দ্রুত মাঠ থেকে চাষের ট্রাক্টর নিয়ে বাড়ি ফেরার সময় ট্রাক্টর উল্টে খাদে পড়ে নাঈম (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টার দিকে গাংনী থানার ইকুইরি মাঠের নিকট দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় চাপা পড়া ট্রাক্টরের নিচ থেকে নাঈমকে উদ্ধার করে আলমডাঙ্গার হারদী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত নাইম আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের বড় বোয়ালিয়া গ্রামের নাসির উদ্দীনের ছেলে। নাঈমের অকাল মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের বড় বোয়ালিয়া গ্রামের নাসির উদ্দীনের ছেলে নাঈম মঙ্গলবার বিকালে চাষের জন্য গাংনী থানার হেমায়েতপুর ইকুইরি মাঠে যায়। বিকাল গড়াতেই আকাশে কালো মেঘ দেখে দ্রুত কাজ শেষে বাড়ি ফিরে যাওয়ার যাত্রা করে। ইকুইরি মাঠের মধ্যে রাস্তাবিহীন, অপরদিকের উচু স্থান দিয়ে ট্রাক্টর মেইন সড়কে তোলার চেষ্টা করলে নাঈম ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে ট্রাক্টর উল্টে গেলে নাঈম নিজের ট্রাক্টরের নিচে চাপা পড়ে। এসময় স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে নাঈমকে উদ্ধারের চেষ্টা চালালেও তারা ব্যর্থ হয়। পরে এলাকার একাধিক লোকজন ডেকে একত্র করে দানব ট্রাক্টর সরিয়ে নাঈমকে উদ্ধার করে। ট্রাক্টরের চাপায় নাইমের শরীরের অর্ধেক অংশ ভেঙ্গে গুড়ো হয়ে যায়। পরে লোকজন দ্রুত নাইমকে আলমডাঙ্গার হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অল্প বয়সে নাঈমের চলে যাওয়ায় তার বাবা-মা মেনে নিতে পারছে না। ছেলেকে হারিয়ে নাঈমের মা একাধিকবার মোর্চা যাচ্ছে বলে জানা যায়।