চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের হাতে ফেনসিডিলসহ আটক-২

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৪১:৩৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯
  • ৭৩৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দু’জনকে আটক করেছে। গতকাল সোমবার পৃথক সময়ে বুজরুকগড়গড়ি কবরস্থান ও আকন্দবাড়ীয়া তমালতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আটককৃতরা হলো- ইসলামপাড়ার খাইরুল ইসলাম (২৮) ও তমাল তলার আনারুল ইসলাম (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে, চুয়াডাঙ্গা পৌর শহরের বুজরুকগড়গড়ি কবরস্থান এলাকায় একজন ফেনসিডিলসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আবু বক্কর সিদ্দিকসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ইসলামপাড়ার রবিউল ইসলামের ছেলে খাইরুল ইসলামকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশী করে ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
অপরদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়া তমালতলা এলাকায় অভিযান চালিয়ে মৃত আবু বক্করের ছেলে আনারুল ইসলামকে আটক করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃত এসকল আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের হাতে ফেনসিডিলসহ আটক-২

আপডেট সময় : ১১:৪১:৩৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দু’জনকে আটক করেছে। গতকাল সোমবার পৃথক সময়ে বুজরুকগড়গড়ি কবরস্থান ও আকন্দবাড়ীয়া তমালতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আটককৃতরা হলো- ইসলামপাড়ার খাইরুল ইসলাম (২৮) ও তমাল তলার আনারুল ইসলাম (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে, চুয়াডাঙ্গা পৌর শহরের বুজরুকগড়গড়ি কবরস্থান এলাকায় একজন ফেনসিডিলসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আবু বক্কর সিদ্দিকসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ইসলামপাড়ার রবিউল ইসলামের ছেলে খাইরুল ইসলামকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশী করে ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
অপরদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়া তমালতলা এলাকায় অভিযান চালিয়ে মৃত আবু বক্করের ছেলে আনারুল ইসলামকে আটক করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃত এসকল আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।