শিরোনাম :
Logo রেজিস্ট্রারের কাছে অভিযোগ দিতে যেয়ে হেনস্তার শিকার জবি শিক্ষার্থী Logo ইবিতে রিপোর্টার্স ইউনিটির কমিটিতে নতুন নেতৃত্ব Logo অন্যায়ের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স ;বেরোবি উপাচার্য Logo কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের মানববন্ধন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি নির্বাচন ২০২৫ এর কমিশন গঠন ও তফসিল ঘোষণা Logo কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে রাবি শিক্ষার্থীদের অনশন Logo কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশন—ইবি শিক্ষার্থীদের একাত্মতা Logo জাবিতে “সংগ্রামের শত রঙ” নামে জুলাই-বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী Logo শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদল Logo আমরণ অনশনে বসেছেন হাবিপ্রবি শিক্ষার্থী কুয়েট ভিসির পদত্যাগের দাবি

ম্যানইউর সঙ্গে ড্র করল আর্সেনাল !

  • আপডেট সময় : ০১:০৯:১৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দুবার এগিয়ে গিয়েও ওল্ড ট্র্যাফোর্ডে লিগ ম্যাচে জয়খরা কাটাতে পারেনি আর্সেনাল। দারুণ রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে উনাই এমেরির দল।ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার রাতে শুরুর দিকে কোনো দলই গোলরক্ষকের তেমন কোনো পরীক্ষা নিতে পারছিল না। ৫ম মিনিটে ইউনাইটেডের মারকাস র‌্যাশফোর্ড, ১২ মিনিটে অ্যাতনি মার্সিয়ালের প্রচেষ্টা ব্যর্থ হয়।

২৬তম মিনিটে দাভিদ দে হেয়ার ভুলে এগিয়ে যায় আর্সেনাল। লুকাস তোরেইরার কর্নারে জার্মান ডিফেন্ডার মুস্তাফির হেড এক ড্রপ খেয়ে দে হেয়ার গ্লাভস গলে বেরিয়ে যাওয়ার পর আন্দের এররেরা ফেরান। কিন্তু বল তার আগেই গোললাইন পেরিয়ে যায়। ৪ মিনিট পর মার্সিয়াল সমতার হাসি ফেরান ইউনাইটেড সমর্থকদের মুখে। মার্কোস রোহোর ফ্রি কিক গোলরক্ষক বার্নড লেনো ফিস্ট করে ফেরানোর পর দ্রুত দৌড়ে গিয়ে এররেরা আড়াআড়ি বল বাড়ান। দ্রুত টোকায় জাল খুঁজে নেন এই দিনে ২৩ বছর পূর্ণ করা ফরাসি ফরোয়ার্ড মার্সিয়াল।

তবে গোলটি নিয়ে বিতর্ক উঠতে পারে। টিভি রিপ্লেতে দেখা যায় অফসাইডে ছিলেন এররেরা। এমনকি গোলটির উৎস যে ফ্রি-কিকে, সেটাও বিতর্কিত সিদ্ধান্ত। বলের নিয়ন্ত্রণ নেওয়ার লড়াইয়ে মাতেও গেনদুজি ফাউল না করলেও পড়ে গিয়ে ফ্রি কিক আদায় করেন মার্সিয়াল।

৬৮তম মিনিটে ফের এগিয়ে যায় আর্সেনাল। আলেকসঁদ লাকাজেত লক্ষ্যে ঠিকমতো শট নিতে পারেননি; তবে রোহোর শেষ মুহূর্তে বিপদমুক্ত করার প্রচেষ্টা সফল হয়নি, উল্টো বল তার পা হয়ে জালে জড়ায়।পরের মিনিটেই সেয়াদ কেলাশিনাচের সঙ্গে গোলরক্ষক লেনোর ভুল বোঝাবুঝির সুযোগ কাজে লাগিয়ে সমতা ফেরান জেসি লিনগার্ড।

শেষ দিকে আর্সেনালের পিয়েরে এমেরিক-আউবামেয়াংয়ের প্রচেষ্টা দে হেয়া ফেরালে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ৫ম স্থানে আছে আর্সেনাল। ২৩ পয়েন্ট নিয়ে ৮ম স্থানে আছে জোসে মরিনিয়োর ইউনাইটেড। ম্যানচেস্টার সিটি ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম হটস্পার। ৩১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেজিস্ট্রারের কাছে অভিযোগ দিতে যেয়ে হেনস্তার শিকার জবি শিক্ষার্থী

ম্যানইউর সঙ্গে ড্র করল আর্সেনাল !

আপডেট সময় : ০১:০৯:১৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮

নিউজ ডেস্ক:

দুবার এগিয়ে গিয়েও ওল্ড ট্র্যাফোর্ডে লিগ ম্যাচে জয়খরা কাটাতে পারেনি আর্সেনাল। দারুণ রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে উনাই এমেরির দল।ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার রাতে শুরুর দিকে কোনো দলই গোলরক্ষকের তেমন কোনো পরীক্ষা নিতে পারছিল না। ৫ম মিনিটে ইউনাইটেডের মারকাস র‌্যাশফোর্ড, ১২ মিনিটে অ্যাতনি মার্সিয়ালের প্রচেষ্টা ব্যর্থ হয়।

২৬তম মিনিটে দাভিদ দে হেয়ার ভুলে এগিয়ে যায় আর্সেনাল। লুকাস তোরেইরার কর্নারে জার্মান ডিফেন্ডার মুস্তাফির হেড এক ড্রপ খেয়ে দে হেয়ার গ্লাভস গলে বেরিয়ে যাওয়ার পর আন্দের এররেরা ফেরান। কিন্তু বল তার আগেই গোললাইন পেরিয়ে যায়। ৪ মিনিট পর মার্সিয়াল সমতার হাসি ফেরান ইউনাইটেড সমর্থকদের মুখে। মার্কোস রোহোর ফ্রি কিক গোলরক্ষক বার্নড লেনো ফিস্ট করে ফেরানোর পর দ্রুত দৌড়ে গিয়ে এররেরা আড়াআড়ি বল বাড়ান। দ্রুত টোকায় জাল খুঁজে নেন এই দিনে ২৩ বছর পূর্ণ করা ফরাসি ফরোয়ার্ড মার্সিয়াল।

তবে গোলটি নিয়ে বিতর্ক উঠতে পারে। টিভি রিপ্লেতে দেখা যায় অফসাইডে ছিলেন এররেরা। এমনকি গোলটির উৎস যে ফ্রি-কিকে, সেটাও বিতর্কিত সিদ্ধান্ত। বলের নিয়ন্ত্রণ নেওয়ার লড়াইয়ে মাতেও গেনদুজি ফাউল না করলেও পড়ে গিয়ে ফ্রি কিক আদায় করেন মার্সিয়াল।

৬৮তম মিনিটে ফের এগিয়ে যায় আর্সেনাল। আলেকসঁদ লাকাজেত লক্ষ্যে ঠিকমতো শট নিতে পারেননি; তবে রোহোর শেষ মুহূর্তে বিপদমুক্ত করার প্রচেষ্টা সফল হয়নি, উল্টো বল তার পা হয়ে জালে জড়ায়।পরের মিনিটেই সেয়াদ কেলাশিনাচের সঙ্গে গোলরক্ষক লেনোর ভুল বোঝাবুঝির সুযোগ কাজে লাগিয়ে সমতা ফেরান জেসি লিনগার্ড।

শেষ দিকে আর্সেনালের পিয়েরে এমেরিক-আউবামেয়াংয়ের প্রচেষ্টা দে হেয়া ফেরালে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ৫ম স্থানে আছে আর্সেনাল। ২৩ পয়েন্ট নিয়ে ৮ম স্থানে আছে জোসে মরিনিয়োর ইউনাইটেড। ম্যানচেস্টার সিটি ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম হটস্পার। ৩১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি।