শিরোনাম :
Logo জামালপুর জেলা ছাত্রদল সভাপতির বিরুদ্ধে কলেজ আহ্বায়ককে মারধরের অভিযোগ Logo পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপি নেতা বিদ্যালয়ের খেলার মাঠ ট্রাক্টর দিয়ে হালচাষ করলেন Logo অর্থের অভাবে যেন থেমে না যায় স্বপ্ন-শিক্ষার্থীদের পাশে ছাত্রদল নেতা রবিউল আউয়াল Logo বাজেট বৃদ্ধি না হলে ‘লং মার্চ টু যমুনা’র হুঁশিয়ারি জবি ছাত্র-শিক্ষকদের Logo সেভেন সিস্টার্সসহ নেপাল-ভুটানের সঙ্গে যৌথ উন্নয়ন কৌশলের আহ্বান Logo নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন বিষয়ে জরুরি বৈঠকে ইসি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি Logo ববি উপাচার্যকে মঙ্গলবার দুপুর ২টার মধ্যে পদত্যাগ করতে আলটিমেটাম Logo চিকিৎসাখাতে শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রয়োজন, বললেন প্রধান উপদেষ্টা Logo জাতীয় সঙ্গীত অবমাননার প্রতিবাদে সমবেত কন্ঠে গাইলেন রাবি শিক্ষার্থীরা

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৮:২৪:৫১ অপরাহ্ণ, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ৭২৮ বার পড়া হয়েছে
চলতি বছরের শেষ দিকে ভারতে অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে ভারত সফরে যাবে না পাকিস্তান নারী ক্রিকেট দল। এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি। ২০২৩ সালের এশিয়া কাপ এবং চলতি বছরের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও এই দুই টুর্নামেন্ট খেলতে দেশটিতে যায়নি ভারত। নিরপেক্ষ ভেন্যুতে হাইব্রিড মডেলে আয়োজন করা হয়েছিল ভারতের ম্যাচগুলো। এবার একই কারণে পাকিস্তানও যাচ্ছে না ভারতে।

নাকভি জানান, আগে থেকেই নির্ধারিত হাইব্রিড মডেল অনুযায়ী নিরপেক্ষ ভেন্যুতে খেলার সিদ্ধান্তে অটল রয়েছে পিসিবি। তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির সময় যেমন ভারত পাকিস্তানে না এসে নিরপেক্ষ ভেন্যুতে খেলেছিল, এখানেও আমরা সেই চুক্তির ধারাবাহিকতায় খেলতে আগ্রহী। নিরপেক্ষ ভেন্যু নির্ধারণ করবে আইসিসি ও বিসিসিআই।’

এর আগে, ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়নি ভারত। তারা নিরপেক্ষ ভেন্যু হিসেবে বেছে নেয় দুবাইকে। এরপর আইসিসি, পিসিবি ও বিসিসিআই-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে ২০২৭ সাল পর্যন্ত কোনো দল আইসিসি টুর্নামেন্ট আয়োজক হলে বিরোধী দল নিরপেক্ষ ভেন্যুতে খেলার সুযোগ পাবে।

পাকিস্তান ভারতে খেলতে আপত্তি জানানোয় ফাতিমা সানাদের ম্যাচগুলো আয়োজিত হতে পারে দুবাই কিংবা শ্রীলঙ্কায়। সেক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ খেলতে দেশের বাইরে যেতে হতে পারে ভারতীয় দলকে। এক্ষেত্রে কিছুটা আর্থিক ক্ষতির মুখেও পড়তে হতে পারে বিসিসিআইকে।

নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ২৯ সেপ্টেম্বর, চলবে ২৬ অক্টোবর পর্যন্ত। ৮ দলের টুর্নামেন্টে ৬টি দল র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে আগেই সুযোগ পেয়ে গেছে। বাছাইয়ের মাধ্যমে সুযোগ পেয়েছে পাকিস্তান এবং বাংলাদেশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জামালপুর জেলা ছাত্রদল সভাপতির বিরুদ্ধে কলেজ আহ্বায়ককে মারধরের অভিযোগ

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান

আপডেট সময় : ০৮:২৪:৫১ অপরাহ্ণ, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
চলতি বছরের শেষ দিকে ভারতে অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে ভারত সফরে যাবে না পাকিস্তান নারী ক্রিকেট দল। এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি। ২০২৩ সালের এশিয়া কাপ এবং চলতি বছরের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও এই দুই টুর্নামেন্ট খেলতে দেশটিতে যায়নি ভারত। নিরপেক্ষ ভেন্যুতে হাইব্রিড মডেলে আয়োজন করা হয়েছিল ভারতের ম্যাচগুলো। এবার একই কারণে পাকিস্তানও যাচ্ছে না ভারতে।

নাকভি জানান, আগে থেকেই নির্ধারিত হাইব্রিড মডেল অনুযায়ী নিরপেক্ষ ভেন্যুতে খেলার সিদ্ধান্তে অটল রয়েছে পিসিবি। তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির সময় যেমন ভারত পাকিস্তানে না এসে নিরপেক্ষ ভেন্যুতে খেলেছিল, এখানেও আমরা সেই চুক্তির ধারাবাহিকতায় খেলতে আগ্রহী। নিরপেক্ষ ভেন্যু নির্ধারণ করবে আইসিসি ও বিসিসিআই।’

এর আগে, ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়নি ভারত। তারা নিরপেক্ষ ভেন্যু হিসেবে বেছে নেয় দুবাইকে। এরপর আইসিসি, পিসিবি ও বিসিসিআই-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে ২০২৭ সাল পর্যন্ত কোনো দল আইসিসি টুর্নামেন্ট আয়োজক হলে বিরোধী দল নিরপেক্ষ ভেন্যুতে খেলার সুযোগ পাবে।

পাকিস্তান ভারতে খেলতে আপত্তি জানানোয় ফাতিমা সানাদের ম্যাচগুলো আয়োজিত হতে পারে দুবাই কিংবা শ্রীলঙ্কায়। সেক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ খেলতে দেশের বাইরে যেতে হতে পারে ভারতীয় দলকে। এক্ষেত্রে কিছুটা আর্থিক ক্ষতির মুখেও পড়তে হতে পারে বিসিসিআইকে।

নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ২৯ সেপ্টেম্বর, চলবে ২৬ অক্টোবর পর্যন্ত। ৮ দলের টুর্নামেন্টে ৬টি দল র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে আগেই সুযোগ পেয়ে গেছে। বাছাইয়ের মাধ্যমে সুযোগ পেয়েছে পাকিস্তান এবং বাংলাদেশ।