শিরোনাম :
Logo রেজিস্ট্রারের কাছে অভিযোগ দিতে যেয়ে হেনস্তার শিকার জবি শিক্ষার্থী Logo ইবিতে রিপোর্টার্স ইউনিটির কমিটিতে নতুন নেতৃত্ব Logo অন্যায়ের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স ;বেরোবি উপাচার্য Logo কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের মানববন্ধন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি নির্বাচন ২০২৫ এর কমিশন গঠন ও তফসিল ঘোষণা Logo কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে রাবি শিক্ষার্থীদের অনশন Logo কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশন—ইবি শিক্ষার্থীদের একাত্মতা Logo জাবিতে “সংগ্রামের শত রঙ” নামে জুলাই-বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী Logo শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদল Logo আমরণ অনশনে বসেছেন হাবিপ্রবি শিক্ষার্থী কুয়েট ভিসির পদত্যাগের দাবি

লিওনেসারকে উড়িয়ে শেষ ষোলোতে বার্সা !

  • আপডেট সময় : ০১:০৬:৪৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

স্প্যানিশ কোপা ডেল রের রাউন্ড অব ৩২-এর ফিরতি লেগে বুধবার রাতে কালচারাল লিওনেসার মুখোমুখি হয় বার্সেলোনা। প্রথম লেগে ১-০ গোলে জয় তুলে রাখা বার্সা ফিরতি লেগে ঘরের মাঠে এবার ৪-১ গোলে জিতেছে। এমন জয়ে জোড়া গোল করেছেন ডেনিস সুয়ারেজ। গোল করেছেন মুনির আল হাদ্দাদি ও ম্যালকম। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানের জয়ে কোপা ডেল রের শেষ ষোলো নিশ্চিত করেছে আর্নেস্ত ভালভার্দের শিষ্যরা।

ঘরের মাঠে লিওনেল মেসিসহ নিয়মিত একাদশের অনেককেই বিশ্রামে রেখে খেলতে নামা দলটির অপেক্ষা অবশ্য দীর্ঘ হয়নি। ১৮তম মিনিটে ডি-বক্সে ইভান রাকিতিচের পাস পেয়ে শরীরটাকে ঘুরিয়ে ডান পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন মুনির এল হাদ্দাদি।

২৬তম মিনিটে মাঝমাঠের কাছে রাকিতিচের বাড়ানো বল ধরে অনেকখানি এগিয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে দূরের পোস্ট দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ মিডফিল্ডার ডেনিস সুয়ারেস। আর ৪৩তম মিনিটে হেডে ব্যবধান আরও বাড়িয়ে পরের রাউন্ডের টিকেট প্রায় নিশ্চিত করে ফেলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মালকম। এ গোলেও অবদান ছিল বিশ্বকাপজয়ী ক্রোয়াট মিডফিল্ডার রাকিতিচের।’

দ্বিতীয়ার্ধের ৯ম মিনিটে ব্যবধান কমিয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার ইয়োসেপ সেনে। তবে ৭০তম মিনিটে ডি-বক্সে বল পেয়ে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে কোনো সুযোগ না দিয়ে ডান পায়ের কোনাকুনি শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ডেনিস সুয়ারেস।শেষ ষোলোয় আরও উঠেছে আতলেতিকো মাদ্রিদ, সেভিয়া, ভিয়ারিয়াল। তবে জিরোনার কাছে হেরে ছিটকে গেছে লা লিগায় দারুণ ছন্দে থাকা দেপোর্তিভো আলাভেস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেজিস্ট্রারের কাছে অভিযোগ দিতে যেয়ে হেনস্তার শিকার জবি শিক্ষার্থী

লিওনেসারকে উড়িয়ে শেষ ষোলোতে বার্সা !

আপডেট সময় : ০১:০৬:৪৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮

নিউজ ডেস্ক:

স্প্যানিশ কোপা ডেল রের রাউন্ড অব ৩২-এর ফিরতি লেগে বুধবার রাতে কালচারাল লিওনেসার মুখোমুখি হয় বার্সেলোনা। প্রথম লেগে ১-০ গোলে জয় তুলে রাখা বার্সা ফিরতি লেগে ঘরের মাঠে এবার ৪-১ গোলে জিতেছে। এমন জয়ে জোড়া গোল করেছেন ডেনিস সুয়ারেজ। গোল করেছেন মুনির আল হাদ্দাদি ও ম্যালকম। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানের জয়ে কোপা ডেল রের শেষ ষোলো নিশ্চিত করেছে আর্নেস্ত ভালভার্দের শিষ্যরা।

ঘরের মাঠে লিওনেল মেসিসহ নিয়মিত একাদশের অনেককেই বিশ্রামে রেখে খেলতে নামা দলটির অপেক্ষা অবশ্য দীর্ঘ হয়নি। ১৮তম মিনিটে ডি-বক্সে ইভান রাকিতিচের পাস পেয়ে শরীরটাকে ঘুরিয়ে ডান পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন মুনির এল হাদ্দাদি।

২৬তম মিনিটে মাঝমাঠের কাছে রাকিতিচের বাড়ানো বল ধরে অনেকখানি এগিয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে দূরের পোস্ট দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ মিডফিল্ডার ডেনিস সুয়ারেস। আর ৪৩তম মিনিটে হেডে ব্যবধান আরও বাড়িয়ে পরের রাউন্ডের টিকেট প্রায় নিশ্চিত করে ফেলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মালকম। এ গোলেও অবদান ছিল বিশ্বকাপজয়ী ক্রোয়াট মিডফিল্ডার রাকিতিচের।’

দ্বিতীয়ার্ধের ৯ম মিনিটে ব্যবধান কমিয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার ইয়োসেপ সেনে। তবে ৭০তম মিনিটে ডি-বক্সে বল পেয়ে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে কোনো সুযোগ না দিয়ে ডান পায়ের কোনাকুনি শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ডেনিস সুয়ারেস।শেষ ষোলোয় আরও উঠেছে আতলেতিকো মাদ্রিদ, সেভিয়া, ভিয়ারিয়াল। তবে জিরোনার কাছে হেরে ছিটকে গেছে লা লিগায় দারুণ ছন্দে থাকা দেপোর্তিভো আলাভেস।