ট্রাম্প আসতেই ফিলিস্তিন দখলের তোড়জোড় ইসরাইলের !

  • amzad khan
  • আপডেট সময় : ০৮:১৭:৩৩ অপরাহ্ণ, বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিতে না নিতেই গোটা ফিলিস্তিন দখলের তোড়জোড় শুরু করেছে ইসরাইল। মঙ্গলবার দখলকৃত পশ্চিমতীরে নতুন করে ২ হাজার ৫০০ বসতি স্থাপনের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরাইল। ট্রাম্প দায়িত্ব নেয়ার পর ইসরাইল বড় পরিসরে এই বসতি স্থাপনের ঘোষণা দিল। খবর আলজাজিরা’র।

এর আগে রবিবার দখলকৃত পূর্ব জেরুজালেমে ৫৬৬টি বসতির নির্মাণকাজ শুরুর অনুমোদন দেয় ইসরাইলি কর্তৃপক্ষ।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী আভিগদোর লিবারম্যান মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ‘বসতি চাহিদা মেটাতে আমি এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অনুমোদন দিয়েছি। ‘ তার ওই ঘোষণার পর টুইটে নেতানিয়াহু বলেন, ‘আমরা বসতি স্থাপন করবো এবং বসতিস্থাপন অব্যাহত রাখবো। ‘

জেরুজালেমের ডেপুটি মেয়র মায়ের তুর্গম্যান বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্বগ্রহণ খেলার নিয়ম পরিবর্তন করে দিয়েছে। বারাক ওবামার আমলের মতো এখন আর আমাদের হাত বাঁধা নেই। অবশেষে আমরা বসতি স্থাপন করতে পারছি। ‘

প্রসঙ্গত, সদ্যবিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বসতি স্থাপনের মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের সমালোচক ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ট্রাম্প আসতেই ফিলিস্তিন দখলের তোড়জোড় ইসরাইলের !

আপডেট সময় : ০৮:১৭:৩৩ অপরাহ্ণ, বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিতে না নিতেই গোটা ফিলিস্তিন দখলের তোড়জোড় শুরু করেছে ইসরাইল। মঙ্গলবার দখলকৃত পশ্চিমতীরে নতুন করে ২ হাজার ৫০০ বসতি স্থাপনের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরাইল। ট্রাম্প দায়িত্ব নেয়ার পর ইসরাইল বড় পরিসরে এই বসতি স্থাপনের ঘোষণা দিল। খবর আলজাজিরা’র।

এর আগে রবিবার দখলকৃত পূর্ব জেরুজালেমে ৫৬৬টি বসতির নির্মাণকাজ শুরুর অনুমোদন দেয় ইসরাইলি কর্তৃপক্ষ।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী আভিগদোর লিবারম্যান মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ‘বসতি চাহিদা মেটাতে আমি এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অনুমোদন দিয়েছি। ‘ তার ওই ঘোষণার পর টুইটে নেতানিয়াহু বলেন, ‘আমরা বসতি স্থাপন করবো এবং বসতিস্থাপন অব্যাহত রাখবো। ‘

জেরুজালেমের ডেপুটি মেয়র মায়ের তুর্গম্যান বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্বগ্রহণ খেলার নিয়ম পরিবর্তন করে দিয়েছে। বারাক ওবামার আমলের মতো এখন আর আমাদের হাত বাঁধা নেই। অবশেষে আমরা বসতি স্থাপন করতে পারছি। ‘

প্রসঙ্গত, সদ্যবিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বসতি স্থাপনের মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের সমালোচক ছিলেন।