আড়ং বৈশাখ কালেকশন প্রিভিউ অনুষ্ঠান

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৫:৩৬:১৬ অপরাহ্ণ, সোমবার, ১৯ মার্চ ২০১৮
  • ৭৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: ঢাকায় হয়ে গেল আড়ংয়ের বৈশাখ কালেকশনের বিশেষ আয়োজন। শুক্রবার আড়ংয়ের বসুন্ধরা সিটির শাখায় এক বিশেষ প্রিভিউ অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখ ১৪২৫ এর কালেকশনের প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে আড়ংয়ের ‘মাই আড়ং রিওয়ার্ডস’ এর সদস্যবৃন্দ এবং গণমাধ্যমে কর্মীরা উপস্থিত ছিলেন।

আড়ংয়ে এবারের বৈশাখ কালেকশনে সেলোয়ার কামিজ, শাড়ি, পাঞ্জাবি ও বাচ্চাদের নানা ধরনের পোশাকে উজ্জ্বল রঙের সমাবেশে থাকছে বৈশাখের আমেজ।

বিভিন্ন ধরনের হাতার কাট নিয়ে আরামদায়ক সুতি, ক্যাসমিলন, সিল্ক কিংবা মসলিনের সেলোয়ার কামিজ পাচ্ছেন উৎসবের রঙ্গে। সমসাময়িক লুক নিয়ে ছেলেদের জন্য পাওয়া যাচ্ছে হাতের কাজ এবং জ্যামিতি প্রিন্টের পাঞ্চাবি এবং কোটি সেট।

চলমান ট্রেন্ডের ফ্লোরাল কাজ এবং গ্রীষ্মের নানান রঙ ফুটে ওঠা কটন, সিল্ক ও মসলিনের শাড়িও পাওয়া যাচ্ছে আড়ংয়ের শো-রুমগুলোতে। পাশাপাশি এইওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে নতুন এ কালেকশন।

ট্যাগস :

আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক সম্রজ্ঞী মিনি বেগম মাদক বিক্রয়কালে হাতেনাতে গ্রেফতার

আড়ং বৈশাখ কালেকশন প্রিভিউ অনুষ্ঠান

আপডেট সময় : ০৫:৩৬:১৬ অপরাহ্ণ, সোমবার, ১৯ মার্চ ২০১৮

নিউজ ডেস্ক: ঢাকায় হয়ে গেল আড়ংয়ের বৈশাখ কালেকশনের বিশেষ আয়োজন। শুক্রবার আড়ংয়ের বসুন্ধরা সিটির শাখায় এক বিশেষ প্রিভিউ অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখ ১৪২৫ এর কালেকশনের প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে আড়ংয়ের ‘মাই আড়ং রিওয়ার্ডস’ এর সদস্যবৃন্দ এবং গণমাধ্যমে কর্মীরা উপস্থিত ছিলেন।

আড়ংয়ে এবারের বৈশাখ কালেকশনে সেলোয়ার কামিজ, শাড়ি, পাঞ্জাবি ও বাচ্চাদের নানা ধরনের পোশাকে উজ্জ্বল রঙের সমাবেশে থাকছে বৈশাখের আমেজ।

বিভিন্ন ধরনের হাতার কাট নিয়ে আরামদায়ক সুতি, ক্যাসমিলন, সিল্ক কিংবা মসলিনের সেলোয়ার কামিজ পাচ্ছেন উৎসবের রঙ্গে। সমসাময়িক লুক নিয়ে ছেলেদের জন্য পাওয়া যাচ্ছে হাতের কাজ এবং জ্যামিতি প্রিন্টের পাঞ্চাবি এবং কোটি সেট।

চলমান ট্রেন্ডের ফ্লোরাল কাজ এবং গ্রীষ্মের নানান রঙ ফুটে ওঠা কটন, সিল্ক ও মসলিনের শাড়িও পাওয়া যাচ্ছে আড়ংয়ের শো-রুমগুলোতে। পাশাপাশি এইওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে নতুন এ কালেকশন।