শিরোনাম :
Logo হাসিনার গণহত্যা মামলার প্রতিবেদন জমা; মিলেছে অপরাধের প্রমাণ Logo কচুয়ায় টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ১০ শিশু-কিশোর Logo চট্টগ্রামের লোহাগাড়ার দুর্ঘটনায় নিহত বেড়ে ১০ Logo দেশে জঙ্গিবাদ উত্থানের মতো কিছুই ঘটেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo কচুয়ায় নিরাপদ সড়ক চাই উদ্যোগে ডা. আমিনুল ইসলামকে ফুলেল সংবর্ধনা Logo আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক সম্রজ্ঞী মিনি বেগম মাদক বিক্রয়কালে হাতেনাতে গ্রেফতার Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঈদের আয়োজন Logo নির্বাচন ডিসেম্বরের মধ্যে না হলে দেশ অস্থিতিশীল হতে পারে, রয়টার্সকে মঈন খান Logo কলকাতাকে উড়িয়ে মুম্বাইয়ের প্রথম জয় Logo অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে চমক, তালিকায় ২ টেস্ট খেলা ব্যাটার

এক টুকরো কেকের দাম ৮০০ ডলার!

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:০৭:৪৭ অপরাহ্ণ, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭
  • ৭৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সম্প্রতি নিলামে উঠেছে এক টুকরো ফ্রুট কেক। তাও আবার কেকটি যদি ৩৭ বছর আগের কেক এটি।
আর নিলামে এই কেকের চড়েছে ৮০০ ডলার!

তবে এর কারণটাও কিন্তু যথার্থই। এটি আমেরিকায় যুবরানি ডায়না এবং যুবরাজ চার্লসের বিয়ের কেক। সেটা ১৯৮১ সালের ঘটনা। রাজা-রানির বিয়েকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল চোখ ধাঁধানো বহুতল ফ্রুটকেক। সেই কেকেরই এক টুকরো রাজ পরিবারের কোনও সদস্য সংরক্ষণ করে রেখে দিয়েছিলেন। সম্প্রতি রাজা-রানির ঘর পরিষ্কার করতে গিয়ে কর্মীদের নজরে পড়ে কেকের বাক্সটি।

ওই কেক টুকরো ডায়না ও চালর্সের বিয়েরই কেকের একাংশ নিশ্চিত হওয়ার ব্যাপারে কর্মীরা জানাচ্ছেন, সংরক্ষিত বাক্সটির ওপরে লেখা রয়েছে- ‘সিডি, বাকিংহাম প্যালেস, ২৯ জুলাই, ১৯৮১’। এরপরই রাজ পরিবারের প্রবীণ কর্মীরা তথ্য ঘেঁটে জানতে পারেন, ১৯৮১ সালের ২৯ জুলাই সিডি-র বাকিংহাম প্যালেসে চার হাত এক হয়েছিল রাজা-রানির।

সংরক্ষিত ওই বাক্সে কেকের সঙ্গেই ছিল ওয়েলসের রাজা ও রানির একটি শুভেচ্ছা কার্ডও।
যা থেকে সকলেই নিশ্চিত হন-কেকটি চালর্স-ডায়নার বিয়েরই। এরপরই কেকটি নিলামে চড়ে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, আপাতত এক টুকরো ওই ফ্রুট কেক নিলামে ৮০০ ডলার পর্যন্ত চড়েছে। নিলাম সংস্থা ‘আর আর অকসন’ এর দাবি, এই কেকটি তৈরি করেছিলেন রয়্যাল নেভাল কুকিং স্কুলের প্রধান ডেভিড আভেরি। আপাতত এক টুকরো ফ্রুট কেককে কেন্দ্র করেই ইতিহাসের স্বাদ আস্বাদনে ফুটছে আমেরিকা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাসিনার গণহত্যা মামলার প্রতিবেদন জমা; মিলেছে অপরাধের প্রমাণ

এক টুকরো কেকের দাম ৮০০ ডলার!

আপডেট সময় : ০৫:০৭:৪৭ অপরাহ্ণ, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

সম্প্রতি নিলামে উঠেছে এক টুকরো ফ্রুট কেক। তাও আবার কেকটি যদি ৩৭ বছর আগের কেক এটি।
আর নিলামে এই কেকের চড়েছে ৮০০ ডলার!

তবে এর কারণটাও কিন্তু যথার্থই। এটি আমেরিকায় যুবরানি ডায়না এবং যুবরাজ চার্লসের বিয়ের কেক। সেটা ১৯৮১ সালের ঘটনা। রাজা-রানির বিয়েকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল চোখ ধাঁধানো বহুতল ফ্রুটকেক। সেই কেকেরই এক টুকরো রাজ পরিবারের কোনও সদস্য সংরক্ষণ করে রেখে দিয়েছিলেন। সম্প্রতি রাজা-রানির ঘর পরিষ্কার করতে গিয়ে কর্মীদের নজরে পড়ে কেকের বাক্সটি।

ওই কেক টুকরো ডায়না ও চালর্সের বিয়েরই কেকের একাংশ নিশ্চিত হওয়ার ব্যাপারে কর্মীরা জানাচ্ছেন, সংরক্ষিত বাক্সটির ওপরে লেখা রয়েছে- ‘সিডি, বাকিংহাম প্যালেস, ২৯ জুলাই, ১৯৮১’। এরপরই রাজ পরিবারের প্রবীণ কর্মীরা তথ্য ঘেঁটে জানতে পারেন, ১৯৮১ সালের ২৯ জুলাই সিডি-র বাকিংহাম প্যালেসে চার হাত এক হয়েছিল রাজা-রানির।

সংরক্ষিত ওই বাক্সে কেকের সঙ্গেই ছিল ওয়েলসের রাজা ও রানির একটি শুভেচ্ছা কার্ডও।
যা থেকে সকলেই নিশ্চিত হন-কেকটি চালর্স-ডায়নার বিয়েরই। এরপরই কেকটি নিলামে চড়ে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, আপাতত এক টুকরো ওই ফ্রুট কেক নিলামে ৮০০ ডলার পর্যন্ত চড়েছে। নিলাম সংস্থা ‘আর আর অকসন’ এর দাবি, এই কেকটি তৈরি করেছিলেন রয়্যাল নেভাল কুকিং স্কুলের প্রধান ডেভিড আভেরি। আপাতত এক টুকরো ফ্রুট কেককে কেন্দ্র করেই ইতিহাসের স্বাদ আস্বাদনে ফুটছে আমেরিকা।