বাজারে নিজস্ব মোবাইল ফোন আনতে চলেছেন সানি লিওন !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৩৩:২৩ অপরাহ্ণ, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭
  • ৭৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এবার নিজের পুরনো মোবাইল ফোনটি বিক্রি করে দিন। কারণ খুব শীঘ্রই সাবেক পর্ন তারকা সানি লিয়ন তার নিজস্ব মোবাইল ফোন আনতে চলেছে।
যা কিনতে ইচ্ছুক আট থেকে আশি বছর বয়সী সকলেই।

বিজ্ঞাপন জগতে সানি লিয়ন বেশ পরিচিত মুখ। সিনেমার পাশাপাশি সানি চুটিয়ে বিজ্ঞাপনের কাজও করে চলেছেন। নিজের মেকআপ ও পোশাকের ব্র‌্যান্ডিংয়ের পর সানি এবার প্রযুক্তিতে নিজের ব্র‌্যান্ড আনতে ইচ্ছুক। খুব শীঘ্রই সানি তার নিজস্ব মোবাইল ফোন মার্কেটে আনতে চলেছেন।

একটি চীনা সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে সানি লিয়ন এবং তার স্বামী ড্যানিয়েল ওয়েবার আগামী বছরের প্রথম দিকেই নতুন এই মোবাইল আনবেন বলে জানা গেছে। শুধু তাই নয়, ওয়েবসাইটে ফোন বিক্রির জন্য একটি ই-কর্মাসের সঙ্গে সানি গাঁটছড়াও বাধছেন।

সূত্রের খবর, সানির মতই স্লিম-ট্রিম, সেক্সি এবং হট হবে নতুন মোবাইল ফোনটি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরই হাতে পাওয়া যাবে সানির মোবাইল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাজারে নিজস্ব মোবাইল ফোন আনতে চলেছেন সানি লিওন !

আপডেট সময় : ০৬:৩৩:২৩ অপরাহ্ণ, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

এবার নিজের পুরনো মোবাইল ফোনটি বিক্রি করে দিন। কারণ খুব শীঘ্রই সাবেক পর্ন তারকা সানি লিয়ন তার নিজস্ব মোবাইল ফোন আনতে চলেছে।
যা কিনতে ইচ্ছুক আট থেকে আশি বছর বয়সী সকলেই।

বিজ্ঞাপন জগতে সানি লিয়ন বেশ পরিচিত মুখ। সিনেমার পাশাপাশি সানি চুটিয়ে বিজ্ঞাপনের কাজও করে চলেছেন। নিজের মেকআপ ও পোশাকের ব্র‌্যান্ডিংয়ের পর সানি এবার প্রযুক্তিতে নিজের ব্র‌্যান্ড আনতে ইচ্ছুক। খুব শীঘ্রই সানি তার নিজস্ব মোবাইল ফোন মার্কেটে আনতে চলেছেন।

একটি চীনা সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে সানি লিয়ন এবং তার স্বামী ড্যানিয়েল ওয়েবার আগামী বছরের প্রথম দিকেই নতুন এই মোবাইল আনবেন বলে জানা গেছে। শুধু তাই নয়, ওয়েবসাইটে ফোন বিক্রির জন্য একটি ই-কর্মাসের সঙ্গে সানি গাঁটছড়াও বাধছেন।

সূত্রের খবর, সানির মতই স্লিম-ট্রিম, সেক্সি এবং হট হবে নতুন মোবাইল ফোনটি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরই হাতে পাওয়া যাবে সানির মোবাইল।