জাভা সুন্দরী হলেন ‘মিস ইন্টারন্যাশনাল’

  • আপডেট সময় : ১২:১৫:৫৬ অপরাহ্ণ, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

৬৮ জন প্রতিযোগীকে হারিয়ে ২০১৭ সালের মিস ইন্টারন্যাশনাল নির্বাচিত হয়েছেন ইন্দোনেশিয়ার সুন্দরী কেভিন লিলিয়ানা। মঙ্গলবার টোকিওতে প্রতিযোগিতার চূড়ান্তে পর্বে তার মাথায় মুকুট পরিয়ে দেন ২০১৬ সালের মিস ইন্টারন্যাশনাল ফিলিপাইনের কাইলি ভারসোজা।

জাকার্তা পোস্টের খবর, ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা দ্বীপের ২১ বছরের এই সুন্দরী একই সঙ্গে এবারের আসরের মিস বেস্ট ড্রেসারের পুরস্কারও জিতে নিয়েছেন।

এবারের আসরে প্রথম রানার-আপ হয়েছেন কারাকাওয়ের চ্যানেলি মারিয়া, দ্বিতীয় ভেনেজুয়েলা ডায়ানা গারশিয়া, তৃতীয় অস্ট্রেলিয়ার অ্যাম্বার দেউ এবং চতুর্থ রানার-আপ হয়েছেন মিস জাপান নাতসুকি সুতসুই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাভা সুন্দরী হলেন ‘মিস ইন্টারন্যাশনাল’

আপডেট সময় : ১২:১৫:৫৬ অপরাহ্ণ, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

৬৮ জন প্রতিযোগীকে হারিয়ে ২০১৭ সালের মিস ইন্টারন্যাশনাল নির্বাচিত হয়েছেন ইন্দোনেশিয়ার সুন্দরী কেভিন লিলিয়ানা। মঙ্গলবার টোকিওতে প্রতিযোগিতার চূড়ান্তে পর্বে তার মাথায় মুকুট পরিয়ে দেন ২০১৬ সালের মিস ইন্টারন্যাশনাল ফিলিপাইনের কাইলি ভারসোজা।

জাকার্তা পোস্টের খবর, ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা দ্বীপের ২১ বছরের এই সুন্দরী একই সঙ্গে এবারের আসরের মিস বেস্ট ড্রেসারের পুরস্কারও জিতে নিয়েছেন।

এবারের আসরে প্রথম রানার-আপ হয়েছেন কারাকাওয়ের চ্যানেলি মারিয়া, দ্বিতীয় ভেনেজুয়েলা ডায়ানা গারশিয়া, তৃতীয় অস্ট্রেলিয়ার অ্যাম্বার দেউ এবং চতুর্থ রানার-আপ হয়েছেন মিস জাপান নাতসুকি সুতসুই।