হঠাৎ কেন কানাডায় গেলেন সানি লিওন?

  • আপডেট সময় : ০৩:২২:০৬ অপরাহ্ণ, বুধবার, ৮ নভেম্বর ২০১৭
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সানি লিওনকে নিয়ে জল্পনার শেষ নেই। তিনি যেন সর্বদাই খবরের শীর্ষে।
কিছু করুন বা না-ই করুন।

অভিনেত্রীর জন্ম কানাডার অন্টারিওতে। পারিবারিক নাম কর্ণজিত কউর বোহরা। বর্তমানে স্বামী ড্যানিয়েল ওয়েবার ও মেয়ে নিশাকে নিয়ে তিনি থাকেন মুম্বাইয়ে। যদিও তার পরিবারের অনেকেই এখনও রয়েছেন কানাডাতেই।

কাজের সূত্রেই মুম্বাইয়ে বসবাস শুরু করেন সানি লিওন। কিন্তু কয়েক দিন আগে হঠাৎই তিনি পাড়ি জমান নিজের জন্মস্থানের উদ্দেশ্যে। তাও আবার স্বামী ও মেয়েকে ভারতে রেখেই। কারণ, তার বোনের বিয়ে ছিল নভেম্বরের প্রথম সপ্তাহে।

সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সানি জানিয়েছেন, বোন জানতই না যে তিনি ঠিক সময়ে কানাডা পৌঁছে যাবেন। বোনকে ‘সারপ্রাইজ’ দেওয়ার মতলবেই তার বিয়েতে গিয়েছেন সানি।

অভিনেত্রী আরও বলেন, ছোট থেকেই তার কাকা ও খুড়তুতো বোনের সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো। তাই বোনের জীবনের এমন গুরুত্বপূর্ণ দিনটি তিনি কিছুতেই ‘মিস’ করতে চাননি।

ছোটবেলার দিনগুলো মনে করে খুবই আনন্দ করেন দুই বোন। এবং সেই সব মুহূর্তের ছবি সানি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।

ছবিতে সানি লিওনের পরিধানে ছিল ইন্ডিয়ান ও ওয়েস্টার্ন পোশাকের খুব সুন্দর এক মিশেল। ফ্যাশন ডিজাইনার অর্চনা কোচরের সৃষ্টিতে অভিনেত্রীকে আরও সুন্দর লাগছিল।

দুঃখ একটাই, বোনের বিয়েতে একাই যেতে হয়েছে সানিকে। মেয়ে নিশার দেখভালের জন্য, স্বামী ড্যানিয়েল মুম্বাইয়েই রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ কেন কানাডায় গেলেন সানি লিওন?

আপডেট সময় : ০৩:২২:০৬ অপরাহ্ণ, বুধবার, ৮ নভেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

সানি লিওনকে নিয়ে জল্পনার শেষ নেই। তিনি যেন সর্বদাই খবরের শীর্ষে।
কিছু করুন বা না-ই করুন।

অভিনেত্রীর জন্ম কানাডার অন্টারিওতে। পারিবারিক নাম কর্ণজিত কউর বোহরা। বর্তমানে স্বামী ড্যানিয়েল ওয়েবার ও মেয়ে নিশাকে নিয়ে তিনি থাকেন মুম্বাইয়ে। যদিও তার পরিবারের অনেকেই এখনও রয়েছেন কানাডাতেই।

কাজের সূত্রেই মুম্বাইয়ে বসবাস শুরু করেন সানি লিওন। কিন্তু কয়েক দিন আগে হঠাৎই তিনি পাড়ি জমান নিজের জন্মস্থানের উদ্দেশ্যে। তাও আবার স্বামী ও মেয়েকে ভারতে রেখেই। কারণ, তার বোনের বিয়ে ছিল নভেম্বরের প্রথম সপ্তাহে।

সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সানি জানিয়েছেন, বোন জানতই না যে তিনি ঠিক সময়ে কানাডা পৌঁছে যাবেন। বোনকে ‘সারপ্রাইজ’ দেওয়ার মতলবেই তার বিয়েতে গিয়েছেন সানি।

অভিনেত্রী আরও বলেন, ছোট থেকেই তার কাকা ও খুড়তুতো বোনের সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো। তাই বোনের জীবনের এমন গুরুত্বপূর্ণ দিনটি তিনি কিছুতেই ‘মিস’ করতে চাননি।

ছোটবেলার দিনগুলো মনে করে খুবই আনন্দ করেন দুই বোন। এবং সেই সব মুহূর্তের ছবি সানি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।

ছবিতে সানি লিওনের পরিধানে ছিল ইন্ডিয়ান ও ওয়েস্টার্ন পোশাকের খুব সুন্দর এক মিশেল। ফ্যাশন ডিজাইনার অর্চনা কোচরের সৃষ্টিতে অভিনেত্রীকে আরও সুন্দর লাগছিল।

দুঃখ একটাই, বোনের বিয়েতে একাই যেতে হয়েছে সানিকে। মেয়ে নিশার দেখভালের জন্য, স্বামী ড্যানিয়েল মুম্বাইয়েই রয়েছেন।