শিরোনাম :
Logo ১২০০ আহতকে সেবা দিলেন বাংলাদেশের চিকিৎসকরা Logo নির্বাচনব্যবস্থা সংস্কারে কয়েকটি প্রস্তাব Logo সমালোচনা ও আত্মসমালোচনা Logo দীপ্ত টিভির সংবাদ বন্ধ করতে বলেনি সরকার, বললেন তথ্য উপদেষ্টা Logo মাওলানা রইস উদ্দিনের নির্মম হত্যার প্রতিবাদ ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানবববন্ধন Logo ইসির সঙ্গে বৈঠক শেষে নির্বাচন নিয়ে যা বললো জামায়াত Logo রাজনৈতিক চাপে জুলাই চার্টার দ্রুত করে নির্বাচনের দিকে যাচ্ছে সরকার Logo প্রবাসীদের জন্য সবচেয়ে সহজলভ্য ভোটাধিকার প্রস্তাব চায় বিএনপি Logo আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে কয়রায় মানববন্ধন Logo ‘নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথায় আস্থা রাখতে চায় জামায়াত’

বায়ার্নকে ৩-০ গোলে গুঁড়িয়ে দিল পিএসজি !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩১:১৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে উনাই এমেরির শিষ্যরা। আলভেজ, নেইমার, কাভানির গোলের রাতে দু’টিতে অবদান রেখে পিএসজির জয়ে ভূমিকা রেখেছেন কাইলিয়ান এমবাপেও।

বুধবার রাতে ঘরের মাঠ পার্ক ডে প্রিন্সেসে শুরুটা দুর্দান্ত হয় পিএসজির। দ্বিতীয় মিনিটেই নেইমার-আলভেজের মেলবন্ধনে গোল পায় স্বাগতিকরা। ডি-বক্সের ভেতর থেকে জটলা উপেক্ষা করে নেইমার বল ঠেলে দেন ডানপ্রান্তে থাকা আনমার্কিং আলভেজকে। আর সেটি থেকে অতিথি গোলরক্ষক উলরিখের পায়ের নিচ দিয়ে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন এই রাইটব্যাক।

তবে ছেড়ে কথা বলতে নারাজ বায়ার্নও। ধাক্কা কাটিয়ে আক্রমণাত্মক খেলা শুরু করে তারা। তারই ধারাবাহিকতায় ১২ মিনিটে জোসুয়া কিমিচের নেয়া কর্নার থেকে পাওয়া বলে পা ছুঁয়েও জালে জড়াতে ব্যর্থ হন থমাস মুলার। ১৮ মিনিটে ২৫ গজ দূর থেকে জাভি মার্টিনেজের জোড়াল শট কোনভাবে ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক আরেওলা।

এরপর ৩১ মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন এডিনসন কাভানি। ডি-বক্সের ভেতর দুই ডিফেন্ডারকে কাটিয়ে এমবাপের করা ব্যাকপাস থেকে বায়ার্ন গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে বল জড়ান তিনি।

স্বাগতিক দর্শকদের চোখ তখন কাভানি-নেইমারের দিকে। আর তাদেরকে হতাশও করেননি এই জুটি। কাভানির সঙ্গে নেইমারের উষ্ণ আলিঙ্গনই দর্শকদের কাছে পেনাল্টি, ফ্রি-কিক নিয়ে সমস্ত দ্বন্দ্ব ভুলে যাওয়ার বার্তা পৌঁছে দিয়েছে।

বিরতির পর গোল পান নেইমার। ম্যাচের ৬৩ মিনিটে পেনাল্টি বক্স থেকে এমবাপের শট বায়ার্ন ডিফেন্ডার ঠেকিয়ে দিলেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। সেখান থেকে আলতো টোকায় জালে বল জড়িয়ে বায়ার্নকে ৩-০তে পিছিয়ে দেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এরপর ম্যাচের ৬৭ মিনিটে অফসাইডের কারণে একটি গোল বাতিল হলে ফেরার আশাও শেষ হয়ে যায় বায়ার্নের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১২০০ আহতকে সেবা দিলেন বাংলাদেশের চিকিৎসকরা

বায়ার্নকে ৩-০ গোলে গুঁড়িয়ে দিল পিএসজি !

আপডেট সময় : ১২:৩১:১৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে উনাই এমেরির শিষ্যরা। আলভেজ, নেইমার, কাভানির গোলের রাতে দু’টিতে অবদান রেখে পিএসজির জয়ে ভূমিকা রেখেছেন কাইলিয়ান এমবাপেও।

বুধবার রাতে ঘরের মাঠ পার্ক ডে প্রিন্সেসে শুরুটা দুর্দান্ত হয় পিএসজির। দ্বিতীয় মিনিটেই নেইমার-আলভেজের মেলবন্ধনে গোল পায় স্বাগতিকরা। ডি-বক্সের ভেতর থেকে জটলা উপেক্ষা করে নেইমার বল ঠেলে দেন ডানপ্রান্তে থাকা আনমার্কিং আলভেজকে। আর সেটি থেকে অতিথি গোলরক্ষক উলরিখের পায়ের নিচ দিয়ে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন এই রাইটব্যাক।

তবে ছেড়ে কথা বলতে নারাজ বায়ার্নও। ধাক্কা কাটিয়ে আক্রমণাত্মক খেলা শুরু করে তারা। তারই ধারাবাহিকতায় ১২ মিনিটে জোসুয়া কিমিচের নেয়া কর্নার থেকে পাওয়া বলে পা ছুঁয়েও জালে জড়াতে ব্যর্থ হন থমাস মুলার। ১৮ মিনিটে ২৫ গজ দূর থেকে জাভি মার্টিনেজের জোড়াল শট কোনভাবে ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক আরেওলা।

এরপর ৩১ মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন এডিনসন কাভানি। ডি-বক্সের ভেতর দুই ডিফেন্ডারকে কাটিয়ে এমবাপের করা ব্যাকপাস থেকে বায়ার্ন গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে বল জড়ান তিনি।

স্বাগতিক দর্শকদের চোখ তখন কাভানি-নেইমারের দিকে। আর তাদেরকে হতাশও করেননি এই জুটি। কাভানির সঙ্গে নেইমারের উষ্ণ আলিঙ্গনই দর্শকদের কাছে পেনাল্টি, ফ্রি-কিক নিয়ে সমস্ত দ্বন্দ্ব ভুলে যাওয়ার বার্তা পৌঁছে দিয়েছে।

বিরতির পর গোল পান নেইমার। ম্যাচের ৬৩ মিনিটে পেনাল্টি বক্স থেকে এমবাপের শট বায়ার্ন ডিফেন্ডার ঠেকিয়ে দিলেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। সেখান থেকে আলতো টোকায় জালে বল জড়িয়ে বায়ার্নকে ৩-০তে পিছিয়ে দেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এরপর ম্যাচের ৬৭ মিনিটে অফসাইডের কারণে একটি গোল বাতিল হলে ফেরার আশাও শেষ হয়ে যায় বায়ার্নের।