শিরোনাম :
Logo ‎জবিতে ফিন্যান্স বিভাগের উদ্যোগে মানসিক স্বাস্থ্য কর্মশালা অনুষ্ঠিত Logo খুবি সাংবাদিক সমিতির সভাপতি রমিন, সাধারণ সম্পাদক মিরাজ Logo পঞ্চগড়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন। Logo বিজয়ীর উদ্যোগে হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত প্রতিবন্ধী Logo জাবি সাংবাদিককে হুমকি ও চাপ প্রয়োগের ঘটনায় ইবিসাসের নিন্দা ও প্রতিবাদ Logo চুয়াডাঙ্গায় টিকটকারের জুয়ার প্রচারণার বিরুদ্ধে সাদিকুল ইসলামের সংবাদ সম্মেলন Logo যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই Logo যুদ্ধ হলে ভারতের রাজ্য পাঞ্জাবই দাঁড়াবে পাকিস্তানের পাশে, মোদিকে কঠোর হুঁশিয়ারি Logo কাশ্মীর নিয়ে ‘আগুনে ঘি’ ঢালল বিবিসি, উত্তপ্ত বার্তা ভারতের Logo প্রত্যেক ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত

৬৯তম অ্যামি অ্যাওয়ার্ডে বিজয়ী হলেন যারা !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫১:৩৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে গত ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেল অ্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসর। এবারের অ্যামিতেও বিশ্ব তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মার্কিন কৌতুকাভিনেতা ও টেলিভিশন উপস্থাপক স্টেফেন কোলবার্ট এবারের উৎসবটি উপস্থাপনা করেন। অনুষ্ঠানটি ১৭ সেপ্টেম্বর সিবিএস চ্যানেলে প্রচার হয়।

‘দ্য হ্যান্ডমেইডস টেল’ অ্যামির এবারের আসরে গুরুত্বপূর্ণ চারটি শাখায় পুরস্কার জিতেছে। সেরা ড্রামা, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী ও সেরা পার্শ্ব অভিনেত্রী শাখায় পুরস্কার জিতেছে এ টিভি সিরিজটি।

সিনেমা শাখায় ‘দ্য নাইট অব’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার হাতে তুলেছেন ব্রিটিশ অভিনেতা রিজ আহমেদ। এছাড়া সবচেয়ে বেশি পুরস্কার জেতা সিরিজের মধ্যে রয়েছে এইচবিও’র ‘বিগ লিটল লাইস’।

লিমিটেড সিরিজ শাখায় সেরা অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা পরিচালক ও সেরা লিমিটেড সিরিজের পুরস্কার জিতেছে এটি।

ড্রামা সিরিজ : দ্য হ্যান্ডমেইডস টেল (হুলু) সেরা কমেটি সিরিজ বিজয়ী হয়েছে ‘ভিপ’। এইচবিও চ্যানেলে প্রচার হয়েছে এটি।
দ্য হ্যান্ডমেইডস টেল সিরিজের জন্য সেরা ড্রামা অভিনেত্রী ভায়োলা এলিজাবেথ মস, দিস ইজ আস’র জন্য ড্রামা অভিনেতা হিসেবে সেরা অভিনেতার খেতাব জিতেছেন স্টার্লিং কে ব্রাউন, কমেডি অভিনেতায় সেরা হয়েছেন ডোনাল্ড গ্লোভার। অ্যাটলান্টা সিরিজের জন্য এ খেতাব এসেছে তার।

ভিপে অভিনয় করে সেরা কমেডি অভিনেত্রী হয়েছেন জুলিয়া লুইস-ড্রেফাস। এ ছাড়াও লিমিটেড সিরিজের সেরা অভিনেতা রিজ আহমেদ (দ্য নাইট অব), একই শাখায় সেরা অভিনেত্রী নিকোল কিডম্যান (বিগ লিটল লাইস)।

কমেডি সিরিজের সেরা পরিচালক ডোনাল্ড গ্লোভার (অ্যাটলান্টা), ড্রামা সিরজের সেরা পরিচালক রিড মোরানো (দ্য হ্যান্ডমেইডস টেল এবং লিমিটেড সিরিজ, সিনেমা অথবা ড্রাম্যাটিক স্পেশাল পরিচালক হিসেবে জয়ী হয়েছেন জেন মার্ক ভ্যালে (বিগ লিটল লাইস)।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‎জবিতে ফিন্যান্স বিভাগের উদ্যোগে মানসিক স্বাস্থ্য কর্মশালা অনুষ্ঠিত

৬৯তম অ্যামি অ্যাওয়ার্ডে বিজয়ী হলেন যারা !

আপডেট সময় : ১১:৫১:৩৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে গত ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেল অ্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসর। এবারের অ্যামিতেও বিশ্ব তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মার্কিন কৌতুকাভিনেতা ও টেলিভিশন উপস্থাপক স্টেফেন কোলবার্ট এবারের উৎসবটি উপস্থাপনা করেন। অনুষ্ঠানটি ১৭ সেপ্টেম্বর সিবিএস চ্যানেলে প্রচার হয়।

‘দ্য হ্যান্ডমেইডস টেল’ অ্যামির এবারের আসরে গুরুত্বপূর্ণ চারটি শাখায় পুরস্কার জিতেছে। সেরা ড্রামা, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী ও সেরা পার্শ্ব অভিনেত্রী শাখায় পুরস্কার জিতেছে এ টিভি সিরিজটি।

সিনেমা শাখায় ‘দ্য নাইট অব’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার হাতে তুলেছেন ব্রিটিশ অভিনেতা রিজ আহমেদ। এছাড়া সবচেয়ে বেশি পুরস্কার জেতা সিরিজের মধ্যে রয়েছে এইচবিও’র ‘বিগ লিটল লাইস’।

লিমিটেড সিরিজ শাখায় সেরা অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা পরিচালক ও সেরা লিমিটেড সিরিজের পুরস্কার জিতেছে এটি।

ড্রামা সিরিজ : দ্য হ্যান্ডমেইডস টেল (হুলু) সেরা কমেটি সিরিজ বিজয়ী হয়েছে ‘ভিপ’। এইচবিও চ্যানেলে প্রচার হয়েছে এটি।
দ্য হ্যান্ডমেইডস টেল সিরিজের জন্য সেরা ড্রামা অভিনেত্রী ভায়োলা এলিজাবেথ মস, দিস ইজ আস’র জন্য ড্রামা অভিনেতা হিসেবে সেরা অভিনেতার খেতাব জিতেছেন স্টার্লিং কে ব্রাউন, কমেডি অভিনেতায় সেরা হয়েছেন ডোনাল্ড গ্লোভার। অ্যাটলান্টা সিরিজের জন্য এ খেতাব এসেছে তার।

ভিপে অভিনয় করে সেরা কমেডি অভিনেত্রী হয়েছেন জুলিয়া লুইস-ড্রেফাস। এ ছাড়াও লিমিটেড সিরিজের সেরা অভিনেতা রিজ আহমেদ (দ্য নাইট অব), একই শাখায় সেরা অভিনেত্রী নিকোল কিডম্যান (বিগ লিটল লাইস)।

কমেডি সিরিজের সেরা পরিচালক ডোনাল্ড গ্লোভার (অ্যাটলান্টা), ড্রামা সিরজের সেরা পরিচালক রিড মোরানো (দ্য হ্যান্ডমেইডস টেল এবং লিমিটেড সিরিজ, সিনেমা অথবা ড্রাম্যাটিক স্পেশাল পরিচালক হিসেবে জয়ী হয়েছেন জেন মার্ক ভ্যালে (বিগ লিটল লাইস)।