চুয়াডাঙ্গায় অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচারের অভিযোগে টিকটকার মাহফুজা আক্তারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন লেখক ও ইংরেজি প্রভাষক সাদিকুল ইসলাম।
আজ সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে চুয়াডাঙ্গা শহরের বিগ বাজারের বিপরীতে সাদিক ইংলিশ কেয়ারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে চুয়াডাঙ্গায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সাদিকুল ইসলাম বলেন, “একজন টিকটকারের মাধ্যমে জুয়ার মতো অবৈধ ও সমাজবিধ্বংসী বিজ্ঞাপন প্রচার গভীর উদ্বেগের বিষয়। আমরা দেখেছি, ওই টিকটকার নিজের টিকটক আইডিতে অনলাইন ক্যাসিনোর বিজ্ঞাপন প্রচার করেছেন, যা বাংলাদেশের প্রচলিত আইনের সরাসরি লঙ্ঘন।”
তিনি বলেন, “চুয়াডাঙ্গা একটি সীমান্তবর্তী এলাকা। এমনিতেই এই অঞ্চলের যুবসমাজ মাদকের ভয়াবহ ছোবলে জর্জরিত। এর মধ্যে যদি জুয়ার মতো নতুন সামাজিক ব্যাধির বিস্তার ঘটে, তাহলে বিশেষ করে তরুণ প্রজন্ম চরম হুমকির মুখে পড়বে। আমরা চাই না, মাদক ও জুয়া একত্রে এই সমাজকে ধ্বংস করে দিক।”
তিনি আরও বলেন, “এ বিষয়ে সচেতনতা সৃষ্টি ও আইনের আওতায় আনতে আমরা সাংবাদিকরা দায়িত্ব পালন করেছি। অথচ উল্টো আমাদের বিরুদ্ধেই সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও অযৌক্তিক।”
সাদিকুল ইসলাম বলেন, “আমরা মনে করি, জুয়াকে যারা প্রমোট করে, তারা সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া জরুরি। কোনোভাবেই অপরাধ ঢাকতে সাংবাদিকদের হয়রানি করা উচিত নয়।”
সংবাদ সম্মেলনের শেষ দিকে তিনি চুয়াডাঙ্গা জেলা পুলিশ প্রশাসনের প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, “আমরা চাই, দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।”