এবার নেট দুনিয়ায় উত্তাপ ছড়াচ্ছেন এই নারী পাইলট !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫৩:২২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭
  • ৭৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আজব জায়গা এই নেটদুনিয়া। প্রতিদিনই এখানে কেউ না কেউ, কোনও না কোনও আজব কারণে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন।

এই যেমন মাত্র ৩১ বছরের নারী পাইলট ইভা ক্লেয়ার।

বিমানের ককপিটে তাঁর দিনযাপনের ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে উঠেছেন। সুন্দরী, অ্যাডভেঞ্চার-প্রিয়, সাহসী এই নারী পাইলটের ফলোয়ার্স প্রায় ৬৭ হাজার।

নেদারল্যান্ডের বাসিন্দা ক্লেয়ার বোয়িং ৩৭৩ চালান। বিমান ওড়ানোর সুবাদে তাঁকে পৃথিবীর নানা প্রান্তে যেতে হয়। ককপিটে বসে সেই সব দুর্দান্ত জায়গার ছবি তুলে নিয়মিত পোস্ট করেন সোশ্যাল সাইটে।

আর এতেই সম্প্রতি ভ্রমণপিপাসুদের নয়নের মণি হয়ে উঠেছেন তিনি। সাহারা থেকে শুরু করে আল্পস- কোথায় যাননি ক্লেয়ার। নিজের মুখেই বলছেন, ‘প্রথমে ফেসবুকে এইসব ছবি দিতাম, তারপর ভাবলাম, আমার ছবি যদি আবার কাউকে বিরক্ত করে! তাই ফেসবুক ছেড়ে ইনস্টাগ্রামে শেয়ার করি এখন। ’

তাঁর যুক্তি, প্রত্যেক মানুষের উচিত বুকের মধ্যে তাঁর স্বপ্নকে সত্যি করার সাহস রাখা। তাঁর ছবি অন্যদের অনুপ্রাণিত করুক পাইলট হতে, বিশেষত মেয়েদের, এমনটাই চান ক্লেয়ার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এবার নেট দুনিয়ায় উত্তাপ ছড়াচ্ছেন এই নারী পাইলট !

আপডেট সময় : ১২:৫৩:২২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

আজব জায়গা এই নেটদুনিয়া। প্রতিদিনই এখানে কেউ না কেউ, কোনও না কোনও আজব কারণে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন।

এই যেমন মাত্র ৩১ বছরের নারী পাইলট ইভা ক্লেয়ার।

বিমানের ককপিটে তাঁর দিনযাপনের ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে উঠেছেন। সুন্দরী, অ্যাডভেঞ্চার-প্রিয়, সাহসী এই নারী পাইলটের ফলোয়ার্স প্রায় ৬৭ হাজার।

নেদারল্যান্ডের বাসিন্দা ক্লেয়ার বোয়িং ৩৭৩ চালান। বিমান ওড়ানোর সুবাদে তাঁকে পৃথিবীর নানা প্রান্তে যেতে হয়। ককপিটে বসে সেই সব দুর্দান্ত জায়গার ছবি তুলে নিয়মিত পোস্ট করেন সোশ্যাল সাইটে।

আর এতেই সম্প্রতি ভ্রমণপিপাসুদের নয়নের মণি হয়ে উঠেছেন তিনি। সাহারা থেকে শুরু করে আল্পস- কোথায় যাননি ক্লেয়ার। নিজের মুখেই বলছেন, ‘প্রথমে ফেসবুকে এইসব ছবি দিতাম, তারপর ভাবলাম, আমার ছবি যদি আবার কাউকে বিরক্ত করে! তাই ফেসবুক ছেড়ে ইনস্টাগ্রামে শেয়ার করি এখন। ’

তাঁর যুক্তি, প্রত্যেক মানুষের উচিত বুকের মধ্যে তাঁর স্বপ্নকে সত্যি করার সাহস রাখা। তাঁর ছবি অন্যদের অনুপ্রাণিত করুক পাইলট হতে, বিশেষত মেয়েদের, এমনটাই চান ক্লেয়ার।