জমি থেকে গাজরের সাথে বেরিয়ে এলো ১৩ বছর আগে হারানো হীরার আংটি !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৫৩:৩৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২২ আগস্ট ২০১৭
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

২০০৪ সালে পারিবারিক খামারে আগাছা পরিষ্কার করার সময় হীরার একটি আংটি হারিয়ে ফেলেছিলেন ম্যারি গ্রামস (৮৪)। আংটিটি হারিয়ে সে সময় তিনি চরমভাবে বিমর্ষ হয়ে পড়েছিলেন কানাডার এই নারী।

তবে ১৩ বছর পর হারিয়ে যাওয়া সেই আংটিটি খুঁজে পেয়েছেন ম্যারি।

জানা গেছে, গত সোমবার (১৪ আগস্ট) তার পুত্রবধু জমি থেকে গাজর তোলার সময় গাজরের দেহের সাথে আটকানো একটি ডায়মন্ডের আংটি দেখেন। গাজরটি আংটির ভিতর দিয়ে সোজা মাটি ফুঁড়ে ওঠে গিয়েছিল। অনেক বছর ধরে ধুলো ময়লার মধ্যে পড়ে থাকতে থাকতে মাটির নিচে চলে গিয়েছিল আংটিটি।

ম্যারি লজ্জায় আংটি হারানোর কথা স্বামীকে না জানালেও একটা সময় পুত্রকে জানিয়েছিলেন। পুত্রবধু এ আংটিটি পাওয়ার সাথে সাথে তার স্বামীকে জানালে সে তখন বুঝতে পারে এটি তার মায়ের হারিয়ে যাওয়া আংটি।

এ ব্যাপারে ম্যারি জানিয়েছেন, কোন কিছু হারানোর বিষয়ে এখন থেকে তিনি আরও সাবধানে থাকবেন।

সূত্র: বিবিসি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জমি থেকে গাজরের সাথে বেরিয়ে এলো ১৩ বছর আগে হারানো হীরার আংটি !

আপডেট সময় : ০১:৫৩:৩৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২২ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

২০০৪ সালে পারিবারিক খামারে আগাছা পরিষ্কার করার সময় হীরার একটি আংটি হারিয়ে ফেলেছিলেন ম্যারি গ্রামস (৮৪)। আংটিটি হারিয়ে সে সময় তিনি চরমভাবে বিমর্ষ হয়ে পড়েছিলেন কানাডার এই নারী।

তবে ১৩ বছর পর হারিয়ে যাওয়া সেই আংটিটি খুঁজে পেয়েছেন ম্যারি।

জানা গেছে, গত সোমবার (১৪ আগস্ট) তার পুত্রবধু জমি থেকে গাজর তোলার সময় গাজরের দেহের সাথে আটকানো একটি ডায়মন্ডের আংটি দেখেন। গাজরটি আংটির ভিতর দিয়ে সোজা মাটি ফুঁড়ে ওঠে গিয়েছিল। অনেক বছর ধরে ধুলো ময়লার মধ্যে পড়ে থাকতে থাকতে মাটির নিচে চলে গিয়েছিল আংটিটি।

ম্যারি লজ্জায় আংটি হারানোর কথা স্বামীকে না জানালেও একটা সময় পুত্রকে জানিয়েছিলেন। পুত্রবধু এ আংটিটি পাওয়ার সাথে সাথে তার স্বামীকে জানালে সে তখন বুঝতে পারে এটি তার মায়ের হারিয়ে যাওয়া আংটি।

এ ব্যাপারে ম্যারি জানিয়েছেন, কোন কিছু হারানোর বিষয়ে এখন থেকে তিনি আরও সাবধানে থাকবেন।

সূত্র: বিবিসি