ঘুমিয়েই ২ মাসে আয় করা যাবে ১১ লক্ষ টাকা! (ভিডিও)

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:১৬:০০ অপরাহ্ণ, সোমবার, ২১ আগস্ট ২০১৭
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যদি বাড়িতে ঘুমিয়ে মাসের শেষে বেতন হাতে চলে আসলে অনেক ভালো হত। হেয়ালি করে আমরা একথা অনেকেই কমবেশি বলেছি।

কিন্তু তা ‌যে হবারও নয়, সেটাও ভেবে দীর্ঘশ্বাস ফেলেছি।

কিন্তু আজ ‌যে কথা বলতে চলেছি, তা শুনলে আপনার মনবাসনা পূরণ হবে বলেই মনে হচ্ছে। আপনি কেবল ঘুমিয়েই দুই মাসে আয় করবেন এক বা দুই লক্ষ নয়, ১১ লক্ষ টাকা। আপনাকে এই সু‌যোগ করে দিচ্ছে ফ্রান্সের স্পেস মেডিক্যাল রিসার্চ ইন্সস্টিটিউট।

জানা গেছে, ফ্রান্সের স্পেস মেডিক্যাল রিসার্চ ইন্সটিটিউট এমন লোক খুঁজছে যিনি টানা দুমাস শুয়ে থাকতে পারবেন। উপযুক্ত ব্যক্তিদের বয়স হতে হবে ২০ থেকে ৪৫ বছরের মধ্যে, ধূমপান করা চলবে না। এই শুয়ে থাকা অবস্থাতেই দাঁত মাজা, গোসল করা, খাওয়া, টয়লেট করতে হবে

মূলত গবেষকরা এই মানুষের মস্তিষ্কের স্নাতকোত্তর সিস্টেমের উপর চাপ ও মহাকাশচারীদের উপর হাইড্রোস্ট্যাটিক চাপ কীভাবে পড়ে, তা নিয়ে এই মডেলদের উপর পরীক্ষা করতে চান। তবে ব্যাপারটা কেরকম হবে, তা জানতে নিচের লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখুন-

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঘুমিয়েই ২ মাসে আয় করা যাবে ১১ লক্ষ টাকা! (ভিডিও)

আপডেট সময় : ০৫:১৬:০০ অপরাহ্ণ, সোমবার, ২১ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

যদি বাড়িতে ঘুমিয়ে মাসের শেষে বেতন হাতে চলে আসলে অনেক ভালো হত। হেয়ালি করে আমরা একথা অনেকেই কমবেশি বলেছি।

কিন্তু তা ‌যে হবারও নয়, সেটাও ভেবে দীর্ঘশ্বাস ফেলেছি।

কিন্তু আজ ‌যে কথা বলতে চলেছি, তা শুনলে আপনার মনবাসনা পূরণ হবে বলেই মনে হচ্ছে। আপনি কেবল ঘুমিয়েই দুই মাসে আয় করবেন এক বা দুই লক্ষ নয়, ১১ লক্ষ টাকা। আপনাকে এই সু‌যোগ করে দিচ্ছে ফ্রান্সের স্পেস মেডিক্যাল রিসার্চ ইন্সস্টিটিউট।

জানা গেছে, ফ্রান্সের স্পেস মেডিক্যাল রিসার্চ ইন্সটিটিউট এমন লোক খুঁজছে যিনি টানা দুমাস শুয়ে থাকতে পারবেন। উপযুক্ত ব্যক্তিদের বয়স হতে হবে ২০ থেকে ৪৫ বছরের মধ্যে, ধূমপান করা চলবে না। এই শুয়ে থাকা অবস্থাতেই দাঁত মাজা, গোসল করা, খাওয়া, টয়লেট করতে হবে

মূলত গবেষকরা এই মানুষের মস্তিষ্কের স্নাতকোত্তর সিস্টেমের উপর চাপ ও মহাকাশচারীদের উপর হাইড্রোস্ট্যাটিক চাপ কীভাবে পড়ে, তা নিয়ে এই মডেলদের উপর পরীক্ষা করতে চান। তবে ব্যাপারটা কেরকম হবে, তা জানতে নিচের লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখুন-