শিরোনাম :
Logo বিএসএফের হাতে আটক বাংলাদেশী কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট হস্তান্তর Logo ব্যানসন গ্ৰুপের কোনো ঘরবাড়ি থাকবে না; রাবি ছাত্রদলের আহ্বায়ক রাহী Logo নতুন পোপ নির্বাচিত হবে যেভাবে Logo শুল্কযুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলো চীন Logo পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক Logo পারভেজ হত্যার বিচারের দাবিতে ইবি ছাত্রদলের মানববন্ধন Logo পঞ্চগড়ে ট্রাক মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেকানিক নিহত, আহত সহকারী Logo সড়ক অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চাঁদপুর সওজ বিভাগ Logo জাবিতে বটতলাসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ওয়াশরুম স্থাপনের দাবি লাল সবুজের Logo যবিপ্রবিতে সক্রিয় তেল চুরির সিন্ডিকেট, হাতেনাতে ধরা

দুষ্কৃতীর কামড়ে ছিড়ে গেল পুলিশ কুকুরের কান! (ভিডিও)

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৩:১৬ পূর্বাহ্ণ, সোমবার, ৭ আগস্ট ২০১৭
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

একটা সময় ছিল যখন কুকুরে কামড়ালে পেটে চৌদ্দটা ইনজেকশন দিতে হত। এখন অবশ্য সেই সংখ্যাটা অনেক কমে গিয়েছে।

সেই সঙ্গে কমেছে দুর্ভোগও। কিন্তু মানুষ যদি কুকুরকে কামড়ায়, সেক্ষেত্রে কি হবে তা মনে হয় আগে কেউ ভাবেনি। শুনতে অবাক লাগলেও এমনই অদ্ভুত ঘটনার একটি ভিডিও এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

পুলিশের তাড়া খেয়ে পালাচ্ছে এক কুখ্যাত আসামী। তার পিছু নিয়েছে একটি জার্মান শেফার্ড পুলিশ কুকুর। ক্ষিপ্রতায় এবং শিকারি হিসেবে যথেষ্ট সুনাম আছে এই জাতের কুকুরের। দুষ্কৃতীকে নাগালের মধ্যে পেয়ে ঝাঁপিয়ে পড়ে কুকুর। তারপর জখম অবস্থায় দুষ্কৃতীর কবল থেকে নিজেকে ছাড়াতে আপ্রাণ চেষ্টা করতে থাকে জার্মান শেফার্ডটি। কারণ তার কান সজোরে কামড়ে ধরে আছে ওই দুষ্কৃতী। তবে কয়েক মুহূর্তেই নিজেকে ছাড়িয়ে দুষ্কৃতীর কব্জি কামড়ে ধরে কুকুরটি।

ডেইলি মেল-এর খবর অনুযায়ী, গত সপ্তাহে ম্যানচেস্টারের টেমসাইডের এই ঘটনায় চমকে গিয়েছে ম্যানচেস্টার পুলিশও। সেই পুলিশ কুকুরটির নাম ম্যানপোল থিও। মিনিট সাতেকের এই লড়াই শেষমেশ জিতে যায় থিও। পুলিশ এসে সহজেই ধরে ফেলে ওই দুষ্কৃতীকে।

ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে, এই প্রথম নয়, ২০১৬ সালে পর পর দু’টি কুখ্যাত চোর ধরতেও থিওর মুখ্য ভূমিকা ছিল। জার্মান শেফার্ডটির ট্রেনার পিসি গ্যারেথ গ্রীভস জানান, এই সাত মিনিটের লড়াইয়ে গুরুতর জখম হয় থিও। আক্ষেপের সঙ্গে গ্রীভস আরও জানান, ঘটনার পর অন্তত দু’ তিন দিন থিও যন্ত্রনায় ঘুমাতে পর্যন্ত পারেনি। তবে ক্ষত সারিয়ে এখন পুরোপুরি সুস্থ তার প্রিয় থিও।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএসএফের হাতে আটক বাংলাদেশী কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট হস্তান্তর

দুষ্কৃতীর কামড়ে ছিড়ে গেল পুলিশ কুকুরের কান! (ভিডিও)

আপডেট সময় : ১১:৫৩:১৬ পূর্বাহ্ণ, সোমবার, ৭ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

একটা সময় ছিল যখন কুকুরে কামড়ালে পেটে চৌদ্দটা ইনজেকশন দিতে হত। এখন অবশ্য সেই সংখ্যাটা অনেক কমে গিয়েছে।

সেই সঙ্গে কমেছে দুর্ভোগও। কিন্তু মানুষ যদি কুকুরকে কামড়ায়, সেক্ষেত্রে কি হবে তা মনে হয় আগে কেউ ভাবেনি। শুনতে অবাক লাগলেও এমনই অদ্ভুত ঘটনার একটি ভিডিও এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

পুলিশের তাড়া খেয়ে পালাচ্ছে এক কুখ্যাত আসামী। তার পিছু নিয়েছে একটি জার্মান শেফার্ড পুলিশ কুকুর। ক্ষিপ্রতায় এবং শিকারি হিসেবে যথেষ্ট সুনাম আছে এই জাতের কুকুরের। দুষ্কৃতীকে নাগালের মধ্যে পেয়ে ঝাঁপিয়ে পড়ে কুকুর। তারপর জখম অবস্থায় দুষ্কৃতীর কবল থেকে নিজেকে ছাড়াতে আপ্রাণ চেষ্টা করতে থাকে জার্মান শেফার্ডটি। কারণ তার কান সজোরে কামড়ে ধরে আছে ওই দুষ্কৃতী। তবে কয়েক মুহূর্তেই নিজেকে ছাড়িয়ে দুষ্কৃতীর কব্জি কামড়ে ধরে কুকুরটি।

ডেইলি মেল-এর খবর অনুযায়ী, গত সপ্তাহে ম্যানচেস্টারের টেমসাইডের এই ঘটনায় চমকে গিয়েছে ম্যানচেস্টার পুলিশও। সেই পুলিশ কুকুরটির নাম ম্যানপোল থিও। মিনিট সাতেকের এই লড়াই শেষমেশ জিতে যায় থিও। পুলিশ এসে সহজেই ধরে ফেলে ওই দুষ্কৃতীকে।

ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে, এই প্রথম নয়, ২০১৬ সালে পর পর দু’টি কুখ্যাত চোর ধরতেও থিওর মুখ্য ভূমিকা ছিল। জার্মান শেফার্ডটির ট্রেনার পিসি গ্যারেথ গ্রীভস জানান, এই সাত মিনিটের লড়াইয়ে গুরুতর জখম হয় থিও। আক্ষেপের সঙ্গে গ্রীভস আরও জানান, ঘটনার পর অন্তত দু’ তিন দিন থিও যন্ত্রনায় ঘুমাতে পর্যন্ত পারেনি। তবে ক্ষত সারিয়ে এখন পুরোপুরি সুস্থ তার প্রিয় থিও।