শিরোনাম :
Logo তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কচুয়ায় কৃষকদের চলচ্চিত্র প্রদর্শনী Logo ভারতের সঙ্গে আকাশ ও স্থল সীমান্ত বন্ধের ঘোষণা পাকিস্তানের Logo পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত Logo অসুস্থ শ্রমিককে হুইল চেয়ার উপহার দিলো ইয়ুথ ফোরাম ও চর্যাপদ একাডেমি Logo পাকিস্তান জঙ্গিরাষ্ট্র, পাক সেনাপ্রধান লাদেনের মতোই সন্ত্রাসবাদী, বিস্ফোরক প্রাক্তন মার্কিন সেনাকর্তা Logo ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন বিষয়ক ক্যাম্পেইন’ – ল অ্যাওয়ারনেস এন্ড এনালাইটেন্ড সোসাইটি Logo শিক্ষার্থীদের ভাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ Logo জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী অ্যালামনাসদের রুয়া’র নির্বাচন বর্জন Logo মুখোমুখি অবস্থানে ভারত-পাকিস্তান, ভারতীয় নৌবাহিনীর মিসাইল ধ্বংসের পরীক্ষা Logo কাশ্মীরে হামলার পর তুমুল উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা পাকিস্তানের

পেপারলেস ট্রেডে সক্ষমতা অর্জনের বিকল্প নেই : বাণিজ্য সচিব !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৭:১০ অপরাহ্ণ, বুধবার, ১৯ জুলাই ২০১৭
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাণিজ্য সচিব শুভাশীষ বসু বলেছেন, বিশ্ব বাণিজ্য প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পেপারলেস ট্রেডের সক্ষমতা অর্জন করতে হবে। বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যেতে চায়।

গতকাল মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) আয়োজিত ‘ক্রস বর্ডার পেপারলেস ট্রেড ফেসিলিটেশন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শুভাশীষ বসু বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর আমাদের দেশের জন্য স্বপ্ন নয়, বাস্তব। আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রম পরিচালনার জন্য বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে জয়েন্ট স্টক কোম্পানি অফিস, জিএসপি ইস্যুর জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরোর কার্যক্রম এবং আমদানি-রপ্তানি অফিসের কার্যক্রম অটোমেশন করা হয়েছে। অবশিষ্ট অফিসগুলোতে পর্যায়ক্রমে অটোমেশন পদ্ধতি চালু করা হবে।

তিনি বলেন, সরকারের এসব ডিজিটাল সুবিধা গ্রহণের জন্য ব্যবসায়ীদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে। এজন্য অবশ্য তথ্যপ্রযুক্তির জ্ঞান অর্জনের বিকল্প নেই। এতে করে সেবা প্রদান ও সেবা গ্রহণ সহজ হবে।

ভবিষ্যতে ব্যবসাসংক্রান্ত সব কাজ অনলাইনে সম্পাদন করতে হবে। পেপারলেস ট্রেড এখন সময়ের দাবি বলেও মনে করেন তিনি।

ডিজিটাল পদ্ধতিতে বাণিজ্য পরিচালনার সক্ষমতা অর্জন ও বাণিজ্য সহজীকরণের জন্য বিশ্ব বাণিজ্য সংস্থার সঙ্গে ট্রেড ফেসিলিটেশন অ্যাগ্রিমেন্ট মোতাবেক ক্রস বর্ডার পেপারলেস ট্রেড ফেসিলিটেশন কার্যকর করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে বাণিজ্য সচিব বলেন, প্রতিযোগিতামূলক বিশ্ব বাণিজ্যে টিকে থাকার জন্য প্রযুক্তিগত দক্ষতা অর্জন ও সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই। প্রকৃতপক্ষে দুর্নীতি রোধ এবং আমদানি-রপ্তানির ক্ষেত্রে সময় ও খরচ বাঁচাতে পেপারলেস ট্রেড একটি আধুনিক ও গ্রহণযোগ্য কার্যকর পদ্ধতি। উন্নত বিশ্ব এখন পেপারলেস ট্রেডের সুবিধা ভোগ করছে।

তিনি বলেন, এ পদ্ধতি কার্যকর করতে সরকারের চলমান আইন, বিধি ও নীতির পরিবর্তন প্রয়োজন হবে। পেপারলেস ট্রেড পদ্ধতি কার্যকর করার আগে সেবা প্রদান ও গ্রহণকারীদের মানসিকভাবে প্রস্তুত হতে হবে। একই সঙ্গে প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে হবে।

বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রাক্তন বাণিজ্য সচিব সোহেল আহমেদ, বিআইএসএসের চেয়ারম্যান অ্যাম্বাসেডর মুন্সী ফয়েজ আহমেদ,  আমদানি-রপ্তানির প্রধান নিয়ন্ত্রক আফরোজা খানম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টচার্য্য, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(এফটিএ) মো. শফিকুল ইসলাম, কারিগরের ম্যানেজিং পার্টনার তানিয়া ওয়াহাব, আইবিআই ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ড. খায়রুজ্জামান মজুমদার, এনবিআরের সদস্য ফিরোজ শাহ আলম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কচুয়ায় কৃষকদের চলচ্চিত্র প্রদর্শনী

পেপারলেস ট্রেডে সক্ষমতা অর্জনের বিকল্প নেই : বাণিজ্য সচিব !

আপডেট সময় : ১২:০৭:১০ অপরাহ্ণ, বুধবার, ১৯ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

বাণিজ্য সচিব শুভাশীষ বসু বলেছেন, বিশ্ব বাণিজ্য প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পেপারলেস ট্রেডের সক্ষমতা অর্জন করতে হবে। বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যেতে চায়।

গতকাল মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) আয়োজিত ‘ক্রস বর্ডার পেপারলেস ট্রেড ফেসিলিটেশন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শুভাশীষ বসু বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর আমাদের দেশের জন্য স্বপ্ন নয়, বাস্তব। আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রম পরিচালনার জন্য বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে জয়েন্ট স্টক কোম্পানি অফিস, জিএসপি ইস্যুর জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরোর কার্যক্রম এবং আমদানি-রপ্তানি অফিসের কার্যক্রম অটোমেশন করা হয়েছে। অবশিষ্ট অফিসগুলোতে পর্যায়ক্রমে অটোমেশন পদ্ধতি চালু করা হবে।

তিনি বলেন, সরকারের এসব ডিজিটাল সুবিধা গ্রহণের জন্য ব্যবসায়ীদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে। এজন্য অবশ্য তথ্যপ্রযুক্তির জ্ঞান অর্জনের বিকল্প নেই। এতে করে সেবা প্রদান ও সেবা গ্রহণ সহজ হবে।

ভবিষ্যতে ব্যবসাসংক্রান্ত সব কাজ অনলাইনে সম্পাদন করতে হবে। পেপারলেস ট্রেড এখন সময়ের দাবি বলেও মনে করেন তিনি।

ডিজিটাল পদ্ধতিতে বাণিজ্য পরিচালনার সক্ষমতা অর্জন ও বাণিজ্য সহজীকরণের জন্য বিশ্ব বাণিজ্য সংস্থার সঙ্গে ট্রেড ফেসিলিটেশন অ্যাগ্রিমেন্ট মোতাবেক ক্রস বর্ডার পেপারলেস ট্রেড ফেসিলিটেশন কার্যকর করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে বাণিজ্য সচিব বলেন, প্রতিযোগিতামূলক বিশ্ব বাণিজ্যে টিকে থাকার জন্য প্রযুক্তিগত দক্ষতা অর্জন ও সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই। প্রকৃতপক্ষে দুর্নীতি রোধ এবং আমদানি-রপ্তানির ক্ষেত্রে সময় ও খরচ বাঁচাতে পেপারলেস ট্রেড একটি আধুনিক ও গ্রহণযোগ্য কার্যকর পদ্ধতি। উন্নত বিশ্ব এখন পেপারলেস ট্রেডের সুবিধা ভোগ করছে।

তিনি বলেন, এ পদ্ধতি কার্যকর করতে সরকারের চলমান আইন, বিধি ও নীতির পরিবর্তন প্রয়োজন হবে। পেপারলেস ট্রেড পদ্ধতি কার্যকর করার আগে সেবা প্রদান ও গ্রহণকারীদের মানসিকভাবে প্রস্তুত হতে হবে। একই সঙ্গে প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে হবে।

বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রাক্তন বাণিজ্য সচিব সোহেল আহমেদ, বিআইএসএসের চেয়ারম্যান অ্যাম্বাসেডর মুন্সী ফয়েজ আহমেদ,  আমদানি-রপ্তানির প্রধান নিয়ন্ত্রক আফরোজা খানম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টচার্য্য, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(এফটিএ) মো. শফিকুল ইসলাম, কারিগরের ম্যানেজিং পার্টনার তানিয়া ওয়াহাব, আইবিআই ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ড. খায়রুজ্জামান মজুমদার, এনবিআরের সদস্য ফিরোজ শাহ আলম।