শিরোনাম :
Logo ইবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে সিওয়াইবির তদারকি Logo ফ্যাসিবাদের পুনর্বাসন হলে আবার জ্বলে উঠবে আগ্নেগিরির মতো তরুণ প্রজন্ম- পঞ্চগড়ে ছাত্র শিবির সভাপতি Logo চুয়াডাঙ্গায় শিকারি পাখি সহ ধরা, মোবাইল কোর্টে জরিমানা Logo তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কচুয়ায় কৃষকদের চলচ্চিত্র প্রদর্শনী Logo ভারতের সঙ্গে আকাশ ও স্থল সীমান্ত বন্ধের ঘোষণা পাকিস্তানের Logo পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত Logo অসুস্থ শ্রমিককে হুইল চেয়ার উপহার দিলো ইয়ুথ ফোরাম ও চর্যাপদ একাডেমি Logo পাকিস্তান জঙ্গিরাষ্ট্র, পাক সেনাপ্রধান লাদেনের মতোই সন্ত্রাসবাদী, বিস্ফোরক প্রাক্তন মার্কিন সেনাকর্তা Logo ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন বিষয়ক ক্যাম্পেইন’ – ল অ্যাওয়ারনেস এন্ড এনালাইটেন্ড সোসাইটি Logo শিক্ষার্থীদের ভাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ

কার বাজবে বিদায় ঘণ্টা দ. আফ্রিকা না ভারতের ?

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০৯:৫৭ পূর্বাহ্ণ, রবিবার, ১১ জুন ২০১৭
  • ৭৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মরা-বাঁচার ম্যাচে আজ মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। রবিবার যে জিতবে তারাই পৌঁছে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে। হারলে নিশ্চিত বিদায়। গ্রুপ ‘বি’র বাকি দুই দল শ্রীলঙ্কা-পাকিস্তান সোমবার পরস্পরের বিরুদ্ধে খেলবে। দুই দলেরই পয়েন্ট-২।

পিছনে তাকানোর উপায় আর নেই। শ্রীলঙ্কা ম্যাচের ভুলত্রুটি সামলে নামতে হবে ভারতকে। ফিল্ডিং নিয়ে থাকছে বড় প্রশ্ন চিহ্ন। প্রথম দুটো ম্যাচে অন্তত তিনটে সহজ ক্যাচ ফেলেছেন ভারতীয়রা। রবিবার এরকম ফিল্ডিং করলে তো হয়েছে।

অপরদিকে দক্ষিণ আফ্রিকা আচমকাই পাকিস্তানের কাছে হেরে কিছুটা চাপে। একদিনের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দল এভাবে হেরে বসবে তা অনেকেই ভাবেননি। তাই ভারত ম্যাচের আগে স্মিথ এবিডিদের ড্রেসিংরুমে গিয়ে ক্রিকেটারদের উদ্ধুদ্ধ করে এসেছেন। মরনি মরকেল, কাগিসো রাবাডারা ভারতকে হারাতে মরিয়া।

দুই দলই ওভালে শনিবার চুটিয়ে অনুশীলন করল। ভারতীয়দের নেটে প্রথমে ব্যাট করতে ঢোকেন ধাওয়ান ও কোহলি। তখনই কানাঘুষো শুরু হয়ে যায় যে রোহিত কী রবিবারের ম্যাচ খেলবেন না?‌ শ্রীলঙ্কা ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে রোহিতের।

রবিবারের ম্যাচে রোহিতকে নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। রোহিত নিজে কিন্তু খেলার জন্য মরিয়া। টুর্নামেন্টে দুটো ম্যাচেই রোহিত-ধাওয়ান জুটি ওপেনিং জুটিতে ১০০ এর উপর রান তুলেছেন। প্রোটিয়াদের বিরুদ্ধে রোহিত খেলতে না পারলে ভারতীয়দের কাছে তা হবে ধাক্কা। তবে রোহিত না পারলে দীনেশ কার্তিককে তৈরি রাখা হয়েছে। প্রস্তুতি ম্যাচে রান পেয়েছিলেন কার্তিক।

দক্ষিণ আফ্রিকা শিবিরে উঁকি মারলে দেখা যাচ্ছে তারা ‘‌চোকার্স’‌ বদনাম ঘোচানোর জন্য মরিয়া। বরাবরই নকআউটে ছিটকে যায় প্রোটিয়ারা। অন্তত একবার ধারা পাল্টাতে চান ডি’‌ককরা। ভারত ম্যাচে বড় রান করার জন্য মুখিয়ে আছেন অধিনায়ক ডিভিলিয়ার্স। শিবির জানে ভারতকে হারাতে গেলে এবিডিকে রান করতেই হবে।

ওভালের উইকেটে রান আছে। ৩০০ প্লাস রান রবিরারও ওঠা উচিত। সেক্ষেত্রে আগে বা পরে ব্যাট ফ্যাক্টর নয়। বৃষ্টি নামলে অন্য কথা। নাহলে সময়মত শুধু ব্যাটিং গিয়ারটা বদলাতে হবে কোহলি–ধাওয়ানদের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে সিওয়াইবির তদারকি

কার বাজবে বিদায় ঘণ্টা দ. আফ্রিকা না ভারতের ?

আপডেট সময় : ১১:০৯:৫৭ পূর্বাহ্ণ, রবিবার, ১১ জুন ২০১৭

নিউজ ডেস্ক:

মরা-বাঁচার ম্যাচে আজ মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। রবিবার যে জিতবে তারাই পৌঁছে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে। হারলে নিশ্চিত বিদায়। গ্রুপ ‘বি’র বাকি দুই দল শ্রীলঙ্কা-পাকিস্তান সোমবার পরস্পরের বিরুদ্ধে খেলবে। দুই দলেরই পয়েন্ট-২।

পিছনে তাকানোর উপায় আর নেই। শ্রীলঙ্কা ম্যাচের ভুলত্রুটি সামলে নামতে হবে ভারতকে। ফিল্ডিং নিয়ে থাকছে বড় প্রশ্ন চিহ্ন। প্রথম দুটো ম্যাচে অন্তত তিনটে সহজ ক্যাচ ফেলেছেন ভারতীয়রা। রবিবার এরকম ফিল্ডিং করলে তো হয়েছে।

অপরদিকে দক্ষিণ আফ্রিকা আচমকাই পাকিস্তানের কাছে হেরে কিছুটা চাপে। একদিনের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দল এভাবে হেরে বসবে তা অনেকেই ভাবেননি। তাই ভারত ম্যাচের আগে স্মিথ এবিডিদের ড্রেসিংরুমে গিয়ে ক্রিকেটারদের উদ্ধুদ্ধ করে এসেছেন। মরনি মরকেল, কাগিসো রাবাডারা ভারতকে হারাতে মরিয়া।

দুই দলই ওভালে শনিবার চুটিয়ে অনুশীলন করল। ভারতীয়দের নেটে প্রথমে ব্যাট করতে ঢোকেন ধাওয়ান ও কোহলি। তখনই কানাঘুষো শুরু হয়ে যায় যে রোহিত কী রবিবারের ম্যাচ খেলবেন না?‌ শ্রীলঙ্কা ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে রোহিতের।

রবিবারের ম্যাচে রোহিতকে নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। রোহিত নিজে কিন্তু খেলার জন্য মরিয়া। টুর্নামেন্টে দুটো ম্যাচেই রোহিত-ধাওয়ান জুটি ওপেনিং জুটিতে ১০০ এর উপর রান তুলেছেন। প্রোটিয়াদের বিরুদ্ধে রোহিত খেলতে না পারলে ভারতীয়দের কাছে তা হবে ধাক্কা। তবে রোহিত না পারলে দীনেশ কার্তিককে তৈরি রাখা হয়েছে। প্রস্তুতি ম্যাচে রান পেয়েছিলেন কার্তিক।

দক্ষিণ আফ্রিকা শিবিরে উঁকি মারলে দেখা যাচ্ছে তারা ‘‌চোকার্স’‌ বদনাম ঘোচানোর জন্য মরিয়া। বরাবরই নকআউটে ছিটকে যায় প্রোটিয়ারা। অন্তত একবার ধারা পাল্টাতে চান ডি’‌ককরা। ভারত ম্যাচে বড় রান করার জন্য মুখিয়ে আছেন অধিনায়ক ডিভিলিয়ার্স। শিবির জানে ভারতকে হারাতে গেলে এবিডিকে রান করতেই হবে।

ওভালের উইকেটে রান আছে। ৩০০ প্লাস রান রবিরারও ওঠা উচিত। সেক্ষেত্রে আগে বা পরে ব্যাট ফ্যাক্টর নয়। বৃষ্টি নামলে অন্য কথা। নাহলে সময়মত শুধু ব্যাটিং গিয়ারটা বদলাতে হবে কোহলি–ধাওয়ানদের।