মেহেরপুর সংবাদদাতা, মেহেরপুর, ২৯মে ॥ মেহেরপুর সদর উপজেলার রাইপুর গ্রামে ইলেকট্রিক সার্কিটযুক্ত ই.আই.ডি (ইমপ্রোভাইজ ইলেকট্রনিক্স ডিভাইস) যুক্ত একটি বোমা সাদৃশ্য বস্তু নিয়ে আতংক বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে। গতকাল মধ্যরাত থেকে ঐ স্থানটি ঘিরে রেখেছে পুলিশ। নিরাপত্তাজনিত কারনে সড়কটিতে সাধারণ মানুষের চলাচল নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। ইতোমধ্যে খুলনা থেকে র্যাব-৬ এর একটি বোমা নিষ্ক্রিয় দল ঘটনাস্থলে পৌচেছে। গতকল বেলা সাড়ে ১১ টার দিকে একটি বাঁশ বাগানের পাশে বোমাটি নিষ্ক্রিয় করলে বিকট শব্দে এলাকা প্রকম্পিত হয়।
দুপুরে রাইপুর গ্রামের মাঠের মধ্যে ওই বোমাটি নিয়ে যায় খুলনা থেকে আসা র্যাবের বোমার নিষ্ক্রিয় দলটি। সেখানে গর্ত করে বোমাটি রাখা হয়। এর উপরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে বোমাটি নিষ্ক্রিয় করে র্যাব। তবে নিষ্ক্রিয়কালে বোমার বিকট শব্দে এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। বোমাটি খুবই শক্তিশালী ও ধ্বংসাত্মক ছিল বলে মনে করছেন র্যাব কর্মকর্তারা।
র্যাব-৬ ঝিনাইদহ কোম্পানী কমান্ডার মেজর মনির আহমেদ বলেন, সম্প্রতি ঝিনাইদহের জঙ্গি আস্তানা থেকে উদ্ধার হওয়া বোমার সঙ্গে এ বোমার উপরের অংশের বিভিন্ন মিল রয়েছে। তবে একই গ্রুপের বোমা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
শনিবার রাতে সদর উপজেলার রাইপুর গ্রামের সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় লালটেপ দিয়ে মোড়ানো ইলেকট্রনিক্স সার্কিটযুক্ত বোমাটির সন্ধান পায় পুলিশ। উদ্ধারের জন্য র্যাবের বোমা নিষ্ক্রিয় দলের সহযোগিতা চাওয়া হয়। রোববার র্যাবের দলটি ঘটনাস্থল বোমা সদশ্য বস্তুটি পর্যবেক্ষণ করে। এর ছবি তুলের উচ্চ পর্যায়ের বোমা বিশেষজ্ঞদের কাছে প্রেরণ করেছে। তাদের পরামর্শমত বোমাটি নিষ্ক্রিয় করতে সক্ষম হয় র্যাব।
শুক্রবার
২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ