ঝিনাইদহের গৃহায়ন ও গণপূর্ত প্রকৌশলীকে হাইকোর্টে তলব !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২০:৪৬ পূর্বাহ্ণ, সোমবার, ২৯ মে ২০১৭
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঝিনাইদহের মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মেমোরিয়াল ভবন সংস্কার ও যথাযথভাবে সংরক্ষণে কী কী প্রয়োজন, সে বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঝিনাইদহের গৃহায়ন ও গণপূর্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৫ জুন আদালতে হাজির হয়ে তাকে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

গতকাল রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
একই সঙ্গে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মেমোরিয়াল ভবন সংস্কার ও যথাযথভাবে সংরক্ষণের বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে এ প্র্রকৌশলীকে। আদালতে এ বিষয়ে শুনানি করেন এ বি এম আলতাফ হোসেন, শুভ্রজিৎ ব্যানার্জি এবং এ আর এম কামরুজ্জামান কাকন।

পরে আইনজীবী আলতাফ  হোসেন সাংবাদিকদের বলেন, ভবনটি কী অবস্থায় আছে এবং ভবন সংস্কারে কী কী প্রয়োজন- এসব বিষয় তদন্ত করে ২৩ মার্চের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছিলেন আদালত। পরবর্তীতে ভবন সংস্কারে অন্তর্বর্তীকালীন একটি আদেশও দেওয়া হয়। এসব আদেশের কোনোটিই প্রতিপালন না করায় আজ তা আদালতের নজরে আনা হয়।

এরপর আদালত ঝিনাইদহের গৃহায়ন ও গণপূর্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে তলব করেন। আগামী ৫ জুন স্বশরীরে হাজির হয়ে তাকে এর ব্যাখ্যা দিতে বলেছেন আদালত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহের গৃহায়ন ও গণপূর্ত প্রকৌশলীকে হাইকোর্টে তলব !

আপডেট সময় : ১১:২০:৪৬ পূর্বাহ্ণ, সোমবার, ২৯ মে ২০১৭

নিউজ ডেস্ক:

ঝিনাইদহের মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মেমোরিয়াল ভবন সংস্কার ও যথাযথভাবে সংরক্ষণে কী কী প্রয়োজন, সে বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঝিনাইদহের গৃহায়ন ও গণপূর্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৫ জুন আদালতে হাজির হয়ে তাকে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

গতকাল রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
একই সঙ্গে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মেমোরিয়াল ভবন সংস্কার ও যথাযথভাবে সংরক্ষণের বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে এ প্র্রকৌশলীকে। আদালতে এ বিষয়ে শুনানি করেন এ বি এম আলতাফ হোসেন, শুভ্রজিৎ ব্যানার্জি এবং এ আর এম কামরুজ্জামান কাকন।

পরে আইনজীবী আলতাফ  হোসেন সাংবাদিকদের বলেন, ভবনটি কী অবস্থায় আছে এবং ভবন সংস্কারে কী কী প্রয়োজন- এসব বিষয় তদন্ত করে ২৩ মার্চের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছিলেন আদালত। পরবর্তীতে ভবন সংস্কারে অন্তর্বর্তীকালীন একটি আদেশও দেওয়া হয়। এসব আদেশের কোনোটিই প্রতিপালন না করায় আজ তা আদালতের নজরে আনা হয়।

এরপর আদালত ঝিনাইদহের গৃহায়ন ও গণপূর্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে তলব করেন। আগামী ৫ জুন স্বশরীরে হাজির হয়ে তাকে এর ব্যাখ্যা দিতে বলেছেন আদালত।