মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুর সদর উপজেলার সাহেবপুর আইসি ক্যাম্প পুলিশ ৭ বছরে সাজাপ্রাপ্ত আসামি বিল্লাল হোসেনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গতকাল শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার বাড়ি হতে আটক করা হয়। আটক আসামি বিল্লাল হোসেন ওই গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।
সাহেবপুর আইসি ক্যাম্প ইনচার্জ মোঃ রাশেদুজ্জামান জানান, গোপন সংবাদ পেয়ে সংগীয় ফোর্স নিয়ে এদিন সকালে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি আরো জানান, আটক বিল্লাল হোসেন ২০০০সালে সাহেবপুর গ্রামের সিরাজুল ইসলামের ঘর পোড়ানো মামলার সাজাপ্রাপ্ত ও একই সালের সাহেবপুর গ্রামের কাইজার হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামি। মামলার পর সে বিদেশে পাড়ি জমায়। ২০০৬ সালের ১ মার্চ মেহেরপুর আদালত তাকে ৭ বছরের কারাদন্ড দেন। সম্প্রতি সে দেশে ফিরলে এদিন পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
শুক্রবার
২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ