রাষ্ট্রদ্রোহ মামলায় আসলাম চৌধুরীর জামিন বহাল !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৫৫:০৭ পূর্বাহ্ণ, রবিবার, ২৮ মে ২০১৭
  • ৭৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। রোববার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আসলামের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সাকিব মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে গত ১৮ মে আসলাম চৌধুরীকে স্থায়ী জামিন দেন হাইকোর্ট। পরে সেই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

গত  বছরের ২৬ মে ইসরায়েলের ক্ষমতাসীন দলের এক সদস্যের সঙ্গে বাংলাদেশে সরকার উৎখাতের ষড়যন্ত্র করার অভিযোগে বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে  রাষ্ট্রদ্রোহ মামলা করে পুলিশ। গত বছরের ১৫ মে ঢাকা থেকে আসলামকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয় পুলিশ।বর্তমানে তিনি কারাগারে আছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রদ্রোহ মামলায় আসলাম চৌধুরীর জামিন বহাল !

আপডেট সময় : ১০:৫৫:০৭ পূর্বাহ্ণ, রবিবার, ২৮ মে ২০১৭

নিউজ ডেস্ক:

রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। রোববার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আসলামের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সাকিব মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে গত ১৮ মে আসলাম চৌধুরীকে স্থায়ী জামিন দেন হাইকোর্ট। পরে সেই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

গত  বছরের ২৬ মে ইসরায়েলের ক্ষমতাসীন দলের এক সদস্যের সঙ্গে বাংলাদেশে সরকার উৎখাতের ষড়যন্ত্র করার অভিযোগে বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে  রাষ্ট্রদ্রোহ মামলা করে পুলিশ। গত বছরের ১৫ মে ঢাকা থেকে আসলামকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয় পুলিশ।বর্তমানে তিনি কারাগারে আছেন।