শিরোনাম :
Logo মুমিনুল চান তিনশ’র লিড, দুইশ’তে আটকাতে চায় জিম্বাবুয়ে Logo স্বর্ণের দামে সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস Logo দুবাইয়ে বিগ টিকিট লটারি জিতে লাখপতি দুই বাংলাদেশি Logo বাবা হলেন যুক্তরাষ্ট্রে আটক খলিল, দেখতে পারলেন না সদ্যোজাত সন্তানের মুখ Logo এটিএম আজহার মুক্তি না পাওয়ায় আমরা ব্যথিত, তবে হতাশ নই Logo আপিল বিভাগের জ্যেষ্ঠ ৩ বিচারপতি থেকে প্রধান বিচারপতি নিয়োগের পক্ষে বিএনপি Logo ধর্ম নিরপেক্ষতা বিলুপ্তে ঐকমত্য কমিশনের সঙ্গে একমত বিএনপি Logo হঠাৎ বৃষ্টিতে চাঁদপুর শহরের মুসলিম কবরস্থান রোড এলাকা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী Logo ইনসাফের আকাঙ্ক্ষা থেকেই চব্বিশের লড়াই:ব্যারিস্টার ফুয়াদ Logo ইবিতে বিভাগের নাম পরিবর্তসহ দুই দফা দাবিতে প্রশাসন ভবন অবরোধ

জাগো ফাউন্ডেশনের ১০ বছর পূর্তি !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৩৬:১৪ অপরাহ্ণ, বুধবার, ১৭ মে ২০১৭
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সব শিশুর জন্য শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ২০০৭ সালে প্রতিষ্ঠিত হওয়া জাগো ফাউন্ডেশন সাফল্যের সঙ্গে পথ চলার এক দশক পূর্ণ করেছে। সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকে সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে শিক্ষাদান করার পাশাপাশি অনগ্রসর এলাকায় অবকাঠামো ও শিশুদের শিক্ষা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।

করভী রাখসান্দের হাত ধরে দেশে প্রতিষ্ঠিত হওয়া জাগো  ফাউন্ডেশনের অধীনে দুই হাজার ৫০০ সুবিধাবঞ্চিত শিশু দেশের প্রত্যন্ত অঞ্চলের ১৩টি স্কুলে পড়াশোনা করছে। টেকনাফ ও বান্দরবনসহ ১০টি অনলাইন স্কুলের মাধ্যমে দক্ষ শিক্ষকদের কাছ থেকে শিক্ষা পাচ্ছে শিশুরা।

এসব স্কুলে প্রতি ১৪ জন শিশুর জন্য একজন করে শিক্ষক আছেন। শিশুদের মধ্যে ৫১ শতাংশ মেয়ে শিশু। তাদের প্রতি মাসে স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টিকর খাবার ও পরিচ্ছন্নতার বিষয়টিতে নজর দেয় জাগো ফাউন্ডেশন।

বর্তমানে ৩২টি জেলায় ২৫ হাজার স্বেচ্ছাসেবক জাগো ফাউন্ডেশনের জন্য কাজ করছে।

জাগোর প্রতিষ্ঠাতা করভী রাকশান্দ বলেন, মানুষ একে দাতব্য কাজ বললেও আমি মনে করি এটা কর্তব্য।

জাগো ফাউন্ডেশনের ১০ বছর পূর্তি উপলক্ষে করভী বলেন, জাগোর ১০ বছর পূর্ণ হল। আমরা এখন আরও আত্মবিশ্বাসী, সুগঠিত ও উদ্যোগী। আমরা মনে করি, জাগো এমন জায়গায় আসতে পেরেছে যেখান থেকে প্রত্যন্ত অঞ্চলে টেকসই শিক্ষা দেওয়া সম্ভব।

এক দশকে জাগো ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনার সুযোগ তৈরির পাশাপাশি অভিভাবকদের মধ্যেও স্পন্সরশিপের দায়িত্ববোধ তৈরি করেছে। এক হাজার ৭০০ শিশুকে স্পন্সর করছেন অভিভাবকেরা। স্পন্সর করতে অভিভাবকদের মাসে দুই হাজার টাকা করে শিশুদের পড়াশোনার জন্য দিতে হয়। এছাড়া জাগোর ইয়ুথ ডেভেলপমেন্ট কর্মসূচির মাধ্যমে তরুণেরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মুমিনুল চান তিনশ’র লিড, দুইশ’তে আটকাতে চায় জিম্বাবুয়ে

জাগো ফাউন্ডেশনের ১০ বছর পূর্তি !

আপডেট সময় : ০২:৩৬:১৪ অপরাহ্ণ, বুধবার, ১৭ মে ২০১৭

নিউজ ডেস্ক:

সব শিশুর জন্য শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ২০০৭ সালে প্রতিষ্ঠিত হওয়া জাগো ফাউন্ডেশন সাফল্যের সঙ্গে পথ চলার এক দশক পূর্ণ করেছে। সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকে সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে শিক্ষাদান করার পাশাপাশি অনগ্রসর এলাকায় অবকাঠামো ও শিশুদের শিক্ষা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।

করভী রাখসান্দের হাত ধরে দেশে প্রতিষ্ঠিত হওয়া জাগো  ফাউন্ডেশনের অধীনে দুই হাজার ৫০০ সুবিধাবঞ্চিত শিশু দেশের প্রত্যন্ত অঞ্চলের ১৩টি স্কুলে পড়াশোনা করছে। টেকনাফ ও বান্দরবনসহ ১০টি অনলাইন স্কুলের মাধ্যমে দক্ষ শিক্ষকদের কাছ থেকে শিক্ষা পাচ্ছে শিশুরা।

এসব স্কুলে প্রতি ১৪ জন শিশুর জন্য একজন করে শিক্ষক আছেন। শিশুদের মধ্যে ৫১ শতাংশ মেয়ে শিশু। তাদের প্রতি মাসে স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টিকর খাবার ও পরিচ্ছন্নতার বিষয়টিতে নজর দেয় জাগো ফাউন্ডেশন।

বর্তমানে ৩২টি জেলায় ২৫ হাজার স্বেচ্ছাসেবক জাগো ফাউন্ডেশনের জন্য কাজ করছে।

জাগোর প্রতিষ্ঠাতা করভী রাকশান্দ বলেন, মানুষ একে দাতব্য কাজ বললেও আমি মনে করি এটা কর্তব্য।

জাগো ফাউন্ডেশনের ১০ বছর পূর্তি উপলক্ষে করভী বলেন, জাগোর ১০ বছর পূর্ণ হল। আমরা এখন আরও আত্মবিশ্বাসী, সুগঠিত ও উদ্যোগী। আমরা মনে করি, জাগো এমন জায়গায় আসতে পেরেছে যেখান থেকে প্রত্যন্ত অঞ্চলে টেকসই শিক্ষা দেওয়া সম্ভব।

এক দশকে জাগো ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনার সুযোগ তৈরির পাশাপাশি অভিভাবকদের মধ্যেও স্পন্সরশিপের দায়িত্ববোধ তৈরি করেছে। এক হাজার ৭০০ শিশুকে স্পন্সর করছেন অভিভাবকেরা। স্পন্সর করতে অভিভাবকদের মাসে দুই হাজার টাকা করে শিশুদের পড়াশোনার জন্য দিতে হয়। এছাড়া জাগোর ইয়ুথ ডেভেলপমেন্ট কর্মসূচির মাধ্যমে তরুণেরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন।