শিরোনাম :
Logo মুমিনুল চান তিনশ’র লিড, দুইশ’তে আটকাতে চায় জিম্বাবুয়ে Logo স্বর্ণের দামে সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস Logo দুবাইয়ে বিগ টিকিট লটারি জিতে লাখপতি দুই বাংলাদেশি Logo বাবা হলেন যুক্তরাষ্ট্রে আটক খলিল, দেখতে পারলেন না সদ্যোজাত সন্তানের মুখ Logo এটিএম আজহার মুক্তি না পাওয়ায় আমরা ব্যথিত, তবে হতাশ নই Logo আপিল বিভাগের জ্যেষ্ঠ ৩ বিচারপতি থেকে প্রধান বিচারপতি নিয়োগের পক্ষে বিএনপি Logo ধর্ম নিরপেক্ষতা বিলুপ্তে ঐকমত্য কমিশনের সঙ্গে একমত বিএনপি Logo হঠাৎ বৃষ্টিতে চাঁদপুর শহরের মুসলিম কবরস্থান রোড এলাকা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী Logo ইনসাফের আকাঙ্ক্ষা থেকেই চব্বিশের লড়াই:ব্যারিস্টার ফুয়াদ Logo ইবিতে বিভাগের নাম পরিবর্তসহ দুই দফা দাবিতে প্রশাসন ভবন অবরোধ

ভ্যাট আইনে কমবে করের বোঝা, বাড়বে আওতা !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪১:৩৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭
  • ৭৩৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নতুন মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট)  আইন বাস্তবায়ন হলে করের বোঝা কমার পাশাপাশি করের আওতা বাড়বে বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক। গত মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ভ্যাট অনলাইন প্রকল্প কার্যালয়ে নতুন ‘মূল্য সংযোজন ও সম্পূরক শুল্ক আইন ২০১২’ বাস্তবায়ন বিষয়ক এক মতামত সভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এ  কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আসন্ন অর্থবছরে ৪ লাখ ২২ হাজার কোটি টাকার বাজেট দেওয়া হচ্ছে। এ টাকা কোথা থেকে আসবে? তাই কাঙ্ক্ষিত রাজস্বের লক্ষ্যে করের বোঝা না বাড়িয়ে করের আওতা বৃদ্ধির ওপরে জোর দিতে হবে।
আলোচনার মাধ্যমে আইনটি তৈরি করতে পাঁচ বছর লেগেছে উল্লেখ করে আনিসুল হক বলেন, ‘ব্যবসায়ীরা বলেছেন, এ আইন ভালো। এর ফলে আর উকিল লাগবে না। এটা ভালো ব্যাপার। এমনিতেই দেশে ২৮-৩০ লাখ মামলা অমীমাংসিত হয়ে আছে। ফলে নতুন ভ্যাট আইনে নতুন করে যেন কোনও মামলা না হয় সেজন্য এটা ইতিবাচক।

আইনমন্ত্রী বলেন, এ আইনের প্রয়োজন রয়েছে বলে ব্যবসায়ী থেকে শুরু করে সবাই বলেছে। সবাই এ আইনকে সাধুবাদও জানিয়েছেন। পুরনো ভ্যাট আইনও ভালো ছিল। সময়ের সঙ্গে সমস্যা দেখা দেওয়ায় এর পরিবর্তন প্রয়োজন হয়ে পড়ে। সেজন্য নতুন ভ্যাট আইন করা হয়েছে। করদাতাবান্ধব পরিবেশ সৃষ্টি, অনলাইনে ভ্যাট দেওয়া ও পুরনো আইনের পরিবর্তনের প্রয়োজনে নতুন ভ্যাট আইন করা হয়েছে।

এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, এনবিআর সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, রেজাউল হাসান বক্তব্য রাখেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মুমিনুল চান তিনশ’র লিড, দুইশ’তে আটকাতে চায় জিম্বাবুয়ে

ভ্যাট আইনে কমবে করের বোঝা, বাড়বে আওতা !

আপডেট সময় : ১১:৪১:৩৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

নতুন মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট)  আইন বাস্তবায়ন হলে করের বোঝা কমার পাশাপাশি করের আওতা বাড়বে বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক। গত মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ভ্যাট অনলাইন প্রকল্প কার্যালয়ে নতুন ‘মূল্য সংযোজন ও সম্পূরক শুল্ক আইন ২০১২’ বাস্তবায়ন বিষয়ক এক মতামত সভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এ  কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আসন্ন অর্থবছরে ৪ লাখ ২২ হাজার কোটি টাকার বাজেট দেওয়া হচ্ছে। এ টাকা কোথা থেকে আসবে? তাই কাঙ্ক্ষিত রাজস্বের লক্ষ্যে করের বোঝা না বাড়িয়ে করের আওতা বৃদ্ধির ওপরে জোর দিতে হবে।
আলোচনার মাধ্যমে আইনটি তৈরি করতে পাঁচ বছর লেগেছে উল্লেখ করে আনিসুল হক বলেন, ‘ব্যবসায়ীরা বলেছেন, এ আইন ভালো। এর ফলে আর উকিল লাগবে না। এটা ভালো ব্যাপার। এমনিতেই দেশে ২৮-৩০ লাখ মামলা অমীমাংসিত হয়ে আছে। ফলে নতুন ভ্যাট আইনে নতুন করে যেন কোনও মামলা না হয় সেজন্য এটা ইতিবাচক।

আইনমন্ত্রী বলেন, এ আইনের প্রয়োজন রয়েছে বলে ব্যবসায়ী থেকে শুরু করে সবাই বলেছে। সবাই এ আইনকে সাধুবাদও জানিয়েছেন। পুরনো ভ্যাট আইনও ভালো ছিল। সময়ের সঙ্গে সমস্যা দেখা দেওয়ায় এর পরিবর্তন প্রয়োজন হয়ে পড়ে। সেজন্য নতুন ভ্যাট আইন করা হয়েছে। করদাতাবান্ধব পরিবেশ সৃষ্টি, অনলাইনে ভ্যাট দেওয়া ও পুরনো আইনের পরিবর্তনের প্রয়োজনে নতুন ভ্যাট আইন করা হয়েছে।

এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, এনবিআর সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, রেজাউল হাসান বক্তব্য রাখেন।