যে আশায় ১৫ বছরে ১০ সন্তানের জন্ম দিয়েছিলেন মা !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৮:৫৭ অপরাহ্ণ, বুধবার, ২৯ মার্চ ২০১৭
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারতের কর্নাটকের থুমাকুরু জেলার এক দম্পতি পুত্র সন্তান লাভের আশায় ১৫ বছরের মধ্যে ১০ সন্তানের জন্ম দিয়েছেন।   ২০০২ সালে বিয়ে হয়েছিল কুরিকেনাহালির রিষনা এলাকার রামাকসনা এবং ভাগ্যাম্মার। প্রথম থেকেই পুত্রসন্তানের ইচ্ছা ছিল তাঁদের।

২০০৩ সালে প্রথম সন্তানের জন্ম দেন ভাগ্যাম্মা। কিন্তু মেয়ে হওয়ায় মন থেকে মেনে নিতে পারেননি তিরা। পুত্রসন্তানের আশায় গত ১৫ বছরে নয় কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। সম্প্রতি কোদিগেনাহালির প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দশম সন্তানের জন্ম দিয়েছেন ভাগ্যাম্মা।

রামাকসনার কথায়, আমি এবং আমার স্ত্রী প্রথম থেকেই চেয়েছিলাম আমাদের ছেলে হোক। তাই নয়বার মেয়ে হলেও আমরা ভেঙে পড়িনি। অবশেষে ঈশ্বর আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যে আশায় ১৫ বছরে ১০ সন্তানের জন্ম দিয়েছিলেন মা !

আপডেট সময় : ০১:০৮:৫৭ অপরাহ্ণ, বুধবার, ২৯ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

ভারতের কর্নাটকের থুমাকুরু জেলার এক দম্পতি পুত্র সন্তান লাভের আশায় ১৫ বছরের মধ্যে ১০ সন্তানের জন্ম দিয়েছেন।   ২০০২ সালে বিয়ে হয়েছিল কুরিকেনাহালির রিষনা এলাকার রামাকসনা এবং ভাগ্যাম্মার। প্রথম থেকেই পুত্রসন্তানের ইচ্ছা ছিল তাঁদের।

২০০৩ সালে প্রথম সন্তানের জন্ম দেন ভাগ্যাম্মা। কিন্তু মেয়ে হওয়ায় মন থেকে মেনে নিতে পারেননি তিরা। পুত্রসন্তানের আশায় গত ১৫ বছরে নয় কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। সম্প্রতি কোদিগেনাহালির প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দশম সন্তানের জন্ম দিয়েছেন ভাগ্যাম্মা।

রামাকসনার কথায়, আমি এবং আমার স্ত্রী প্রথম থেকেই চেয়েছিলাম আমাদের ছেলে হোক। তাই নয়বার মেয়ে হলেও আমরা ভেঙে পড়িনি। অবশেষে ঈশ্বর আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন।