শনিবার সন্ধ্যায় বিএনপি-জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১০:৩১:৩০ পূর্বাহ্ণ, শনিবার, ২৪ মে ২০২৫
  • ৭০৮ বার পড়া হয়েছে

বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে শনিবার (২৪ মে) সন্ধায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে দেশের প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সন্ধায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে ড. ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর জামায়াতের প্রতিনিধিদের সঙ্গে তাঁর আরেকটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সাম্প্রতিক রাজনৈতিক টানাপড়েনের মধ্যে প্রধান উপদেষ্টা ইউনূস তাঁর পদত্যাগের ইচ্ছা উপদেষ্টা পরিষদে জানালে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এ খবরে রাজনৈতিক মহলে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

এরইমধ্যে জাতীয় সংহতি পরিষদ (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ড. ইউনূসের সঙ্গে দেখা করে রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতময় পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেন। অপরদিকে জামায়াত সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়ে রাজনৈতিক সমাধানে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করে।

বিএনপি স্পষ্ট করে জানিয়েছে, তারা প্রধান উপদেষ্টার পদত্যাগ চান না এবং বর্তমান সংকট উত্তরণে তাঁর নেতৃত্বে আস্থা রাখছে।

শনিবার সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠক শেষে উপদেষ্টা পরিষদের সদস্যরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি বিশেষ বৈঠক করবেন বলেও জানা গেছে।

বিশ্লেষকদের মতে, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ও জামায়াতের এই বৈঠক বর্তমান রাজনৈতিক অচলাবস্থার মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশেষ করে তাঁর পদত্যাগ ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা নিরসনের সম্ভাবনা রয়েছে এই বৈঠকগুলোতে।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শনিবার সন্ধ্যায় বিএনপি-জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

আপডেট সময় : ১০:৩১:৩০ পূর্বাহ্ণ, শনিবার, ২৪ মে ২০২৫

বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে শনিবার (২৪ মে) সন্ধায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে দেশের প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সন্ধায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে ড. ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর জামায়াতের প্রতিনিধিদের সঙ্গে তাঁর আরেকটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সাম্প্রতিক রাজনৈতিক টানাপড়েনের মধ্যে প্রধান উপদেষ্টা ইউনূস তাঁর পদত্যাগের ইচ্ছা উপদেষ্টা পরিষদে জানালে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এ খবরে রাজনৈতিক মহলে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

এরইমধ্যে জাতীয় সংহতি পরিষদ (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ড. ইউনূসের সঙ্গে দেখা করে রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতময় পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেন। অপরদিকে জামায়াত সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়ে রাজনৈতিক সমাধানে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করে।

বিএনপি স্পষ্ট করে জানিয়েছে, তারা প্রধান উপদেষ্টার পদত্যাগ চান না এবং বর্তমান সংকট উত্তরণে তাঁর নেতৃত্বে আস্থা রাখছে।

শনিবার সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠক শেষে উপদেষ্টা পরিষদের সদস্যরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি বিশেষ বৈঠক করবেন বলেও জানা গেছে।

বিশ্লেষকদের মতে, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ও জামায়াতের এই বৈঠক বর্তমান রাজনৈতিক অচলাবস্থার মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশেষ করে তাঁর পদত্যাগ ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা নিরসনের সম্ভাবনা রয়েছে এই বৈঠকগুলোতে।