দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় অন্তত ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬৯ জন। বিষয়টি নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অনেক মৃতদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে, যেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীদের পক্ষে।’
চলতি হামলার সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে ইসরায়েলি অভিযানে গাজায় এখন পর্যন্ত ১ হাজার ৬৩০ জন নিহত এবং ৪ হাজার ৩০২ জন আহত হয়েছেন।
অক্টোবর ২০২৩-এ যুদ্ধ শুরুর পর থেকে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৫১ হাজার জন এবং আহতের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৩৪৩ জন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
এছাড়া পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। জেরুজালেমের উত্তর-পূর্বে অবস্থিত অধিকৃত পশ্চিম তীরের আনাতা শহরে অভিযান চালিয়ে ফিলিস্তিনি নাগরিক আহমেদ মোহাম্মদ হাসান হালওয়া এবং তার দুই ছেলে সাঈদ ও খালিলকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনারা।
ফিলিস্তিনি বন্দি বিষয়ক গণমাধ্যম অফিস (এএসআরএ) এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেপ্তারের আগে সেনারা তাদের বাড়ি তল্লাশি চালায় এবং ব্যাপকভাবে ভাংচুর করে।