‘মিস্টার বিন’ অার নাই ! ভাইরাল নিউজ…..

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:২৫:২২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
  • ৭৫৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

‘মিস্টার বিন’ খ্যাত ব্রিটিশ অভিনেতা রোয়ান অ্যাটকিনসনের সড়ক দুর্ঘটনায় মারা গেছেন! না! ঘাবড়ে যাবে না। কারণ এটি ভুয়া খবর। গত ১৮ মার্ট একটি ভুয়া টুইটার অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়ে যায় খবরটি। যেখানে বলা হয়, ‘ব্রেকিং নিউজ। ৫৮ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন মিস্টার বিন। ’ প্রায় তিন লক্ষ শেয়ার হওয়ার পর জানা যায়, খবরটি সম্পূর্ণ ভুল। কিন্তু তার মধ্যেই অনুরাগীরা শোক প্রকাশ করে ফেলেন।

রোয়ানের বয়স ৬২। তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। এর উত্তরে রোয়ান নিজে স্মাইলি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এর আগে ২০১৬-তেও রোয়ানের ভুয়া মৃত্যুর খবর ছড়িয়েছিল। তখনও এ ভাবে হেসেই রিঅ্যাক্ট করেছিলেন রোয়ান। তার আগে ২০১২ সালে একবার সড়ক দুর্ঘটনায় পড়েছিলেন অভিনেতা।  সে সময়ও তার মৃত্যুর ভুয়া খবর ছড়ায়। সব মিলিয়ে ‘মিস্টার বিন’-এর সুস্থ থাকার খবর আপাতত স্বস্তি এনে দিয়েছে অনুরাগীদের। সূত্র: আনন্দবাজার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘মিস্টার বিন’ অার নাই ! ভাইরাল নিউজ…..

আপডেট সময় : ০৭:২৫:২২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

‘মিস্টার বিন’ খ্যাত ব্রিটিশ অভিনেতা রোয়ান অ্যাটকিনসনের সড়ক দুর্ঘটনায় মারা গেছেন! না! ঘাবড়ে যাবে না। কারণ এটি ভুয়া খবর। গত ১৮ মার্ট একটি ভুয়া টুইটার অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়ে যায় খবরটি। যেখানে বলা হয়, ‘ব্রেকিং নিউজ। ৫৮ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন মিস্টার বিন। ’ প্রায় তিন লক্ষ শেয়ার হওয়ার পর জানা যায়, খবরটি সম্পূর্ণ ভুল। কিন্তু তার মধ্যেই অনুরাগীরা শোক প্রকাশ করে ফেলেন।

রোয়ানের বয়স ৬২। তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। এর উত্তরে রোয়ান নিজে স্মাইলি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এর আগে ২০১৬-তেও রোয়ানের ভুয়া মৃত্যুর খবর ছড়িয়েছিল। তখনও এ ভাবে হেসেই রিঅ্যাক্ট করেছিলেন রোয়ান। তার আগে ২০১২ সালে একবার সড়ক দুর্ঘটনায় পড়েছিলেন অভিনেতা।  সে সময়ও তার মৃত্যুর ভুয়া খবর ছড়ায়। সব মিলিয়ে ‘মিস্টার বিন’-এর সুস্থ থাকার খবর আপাতত স্বস্তি এনে দিয়েছে অনুরাগীদের। সূত্র: আনন্দবাজার।