যুক্তরাষ্ট্রের সম্মানজনক পুরস্কার পাওয়ায় জুলাই কন্যাদের প্রধান উপদেষ্টার অভিনন্দন

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১০:০৬:০৩ পূর্বাহ্ণ, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • ৭১০ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মর্যাদাপূর্ণ ‘আন্তর্জাতিক সাহসী নারী’ পুরস্কার অর্জন করায় জুলাই কন্যাদের অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার (২৯ মার্চ) পাঠানো এক বার্তায় তিনি তাঁদের সাহসিকতার প্রতীক হিসেবে অভিহিত করেন।

অভিনন্দন বার্তায় অধ্যাপক ইউনূস বলেন, ‘তোমাদের এই অর্জন ২০২৪ সালের জুলাই-আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানে তোমাদের অসাধারণ সাহস, নেতৃত্ব এবং অটল সংকল্পের শক্তিশালী স্বীকৃতি। সেই সংকটময় সময়ে তোমাদের ভূমিকা সত্যিকারের সাহসিকতার উদাহরণ।’

তিনি আরও বলেন, ‘গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা শুধু প্রতিরোধের প্রতীক হয়ে ওঠোনি, বরং জাতিকে আশার আলো দেখিয়েছ। সহিংস দমন-পীড়নের মুখে তোমরা পুরুষ সহযোদ্ধাদের সামনে ঢাল হিসেবে দাঁড়িয়েছ এবং ন্যায়বিচারের জন্য সংগ্রাম চালিয়ে গেছ, এমনকি ইন্টারনেট বন্ধ থাকার মধ্যেও।’

অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, ‘তোমাদের দৃঢ়তা ও সংকল্প শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষের জন্য অনুপ্রেরণার উৎস। তোমরা বিশ্বকে দেখিয়েছ প্রকৃত নেতৃত্ব কেমন হয় এবং তোমাদের সাহসের মাধ্যমে বাংলাদেশের একটি ন্যায়সঙ্গত ভবিষ্যতের ভিত্তি গড়ে তুলেছ।’

জুলাই কন্যাদের অর্জনে দেশবাসী গর্বিত জানিয়ে তিনি বলেন, ‘এই পুরস্কার তোমাদের আত্মত্যাগ ও অটল স্পৃহার প্রতিফলন। অন্তর্বর্তীকালীন সরকার তোমাদের পাশে আছে, এবং আমরা একসঙ্গে গণতন্ত্র, ন্যায়বিচার ও স্বাধীনতার জন্য কাজ চালিয়ে যাব।’

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের সম্মানজনক পুরস্কার পাওয়ায় জুলাই কন্যাদের প্রধান উপদেষ্টার অভিনন্দন

আপডেট সময় : ১০:০৬:০৩ পূর্বাহ্ণ, রবিবার, ৩০ মার্চ ২০২৫
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মর্যাদাপূর্ণ ‘আন্তর্জাতিক সাহসী নারী’ পুরস্কার অর্জন করায় জুলাই কন্যাদের অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার (২৯ মার্চ) পাঠানো এক বার্তায় তিনি তাঁদের সাহসিকতার প্রতীক হিসেবে অভিহিত করেন।

অভিনন্দন বার্তায় অধ্যাপক ইউনূস বলেন, ‘তোমাদের এই অর্জন ২০২৪ সালের জুলাই-আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানে তোমাদের অসাধারণ সাহস, নেতৃত্ব এবং অটল সংকল্পের শক্তিশালী স্বীকৃতি। সেই সংকটময় সময়ে তোমাদের ভূমিকা সত্যিকারের সাহসিকতার উদাহরণ।’

তিনি আরও বলেন, ‘গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা শুধু প্রতিরোধের প্রতীক হয়ে ওঠোনি, বরং জাতিকে আশার আলো দেখিয়েছ। সহিংস দমন-পীড়নের মুখে তোমরা পুরুষ সহযোদ্ধাদের সামনে ঢাল হিসেবে দাঁড়িয়েছ এবং ন্যায়বিচারের জন্য সংগ্রাম চালিয়ে গেছ, এমনকি ইন্টারনেট বন্ধ থাকার মধ্যেও।’

অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, ‘তোমাদের দৃঢ়তা ও সংকল্প শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষের জন্য অনুপ্রেরণার উৎস। তোমরা বিশ্বকে দেখিয়েছ প্রকৃত নেতৃত্ব কেমন হয় এবং তোমাদের সাহসের মাধ্যমে বাংলাদেশের একটি ন্যায়সঙ্গত ভবিষ্যতের ভিত্তি গড়ে তুলেছ।’

জুলাই কন্যাদের অর্জনে দেশবাসী গর্বিত জানিয়ে তিনি বলেন, ‘এই পুরস্কার তোমাদের আত্মত্যাগ ও অটল স্পৃহার প্রতিফলন। অন্তর্বর্তীকালীন সরকার তোমাদের পাশে আছে, এবং আমরা একসঙ্গে গণতন্ত্র, ন্যায়বিচার ও স্বাধীনতার জন্য কাজ চালিয়ে যাব।’