সংসারের বড় সন্তান ছিলেন ডা: সজীব। ১৮ জুলাই ঘাতকের বুলেট কেড়ে নেয় তার জীবন। মা ঝর্না বেগম দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের জটিলতাসহ (ক্রনিক টাইপ টু রেসপাইরেটরি ফেইলিউর উইথ সিওপিডি) অন্যান্য রোগে আক্রান্ত। বড় সন্তান ও ডাক্তার হিসেবে মায়ের দেখভাল তিনি করতেন।
প্রতিদিন অক্সিজেন প্রয়োজন হয় তার। প্রয়োজন অক্সিজেন কনসেন্ট্রেটর। সেই অক্সিজেন কনসেন্ট্রেটরও নষ্ট হয়ে যায়।
এই ঘটনা জানতে পেরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ শনিবার (২৯ মার্চ) কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকসহ বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ছুটে যান তাদের নরসিংদীর বাড়িতে। অসুস্থ মা’র স্বাস্থ্যের সার্বিক খোঁজ খবর নেন তিনি। মায়ের হাতে তুলে দেন একটি অক্সিজেন কনসেন্ট্রেটর ও অন্যান্য উপহার সামগ্রী।