১১ এপ্রিল স্বাধীনতা কনসার্ট রাজধানীসহ ৩ বিভাগীয় শহরে

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০২:৪২:৪১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • ৭১৩ বার পড়া হয়েছে

আগামী ১১ এপ্রিল কনসার্ট করবে বিএনপি। সবার আগে বাংলাদেশ ব্যানারে এ কনসার্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর গুলশানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এসময় এ্যানি আরও বলেন, দেশের ৪টি মহানগর ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং বগুড়ায় একই দিনে বিকেল ৩টা থেকে শুরু হবে কনসার্ট।

তিনি জানান, রমজানের কারণে ঈদের পরে কনসার্ট অনুষ্ঠিত হবে। এ্যানী জানান, ‘দেশব্যাপী এ আয়োজনের মূল লক্ষ্য দেশের কৃষ্টি ও সংস্কৃতিতে ভারতীয় এবং পাকিস্তানি সংগীতের আগ্রাসন রুখে দিয়ে দেশীয় সমৃদ্ধ কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরা।’

তিনি আরও বলেন, ঢাকার বাইরে চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়াম, খুলনায় স্টেডিয়ামে কনসার্ট অনুষ্ঠিত হবে। বগুড়ার ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। সবার আগে বাংলাদেশ শুধু সাংস্কৃতিক ক্ষেত্রে কাজ করবে এমনটি নয়, দেশের যেখানে মানুষের সহায়তায় দরকার হবে সেখানেই এই সংগঠন কাজ করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১১ এপ্রিল স্বাধীনতা কনসার্ট রাজধানীসহ ৩ বিভাগীয় শহরে

আপডেট সময় : ০২:৪২:৪১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

আগামী ১১ এপ্রিল কনসার্ট করবে বিএনপি। সবার আগে বাংলাদেশ ব্যানারে এ কনসার্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর গুলশানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এসময় এ্যানি আরও বলেন, দেশের ৪টি মহানগর ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং বগুড়ায় একই দিনে বিকেল ৩টা থেকে শুরু হবে কনসার্ট।

তিনি জানান, রমজানের কারণে ঈদের পরে কনসার্ট অনুষ্ঠিত হবে। এ্যানী জানান, ‘দেশব্যাপী এ আয়োজনের মূল লক্ষ্য দেশের কৃষ্টি ও সংস্কৃতিতে ভারতীয় এবং পাকিস্তানি সংগীতের আগ্রাসন রুখে দিয়ে দেশীয় সমৃদ্ধ কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরা।’

তিনি আরও বলেন, ঢাকার বাইরে চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়াম, খুলনায় স্টেডিয়ামে কনসার্ট অনুষ্ঠিত হবে। বগুড়ার ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। সবার আগে বাংলাদেশ শুধু সাংস্কৃতিক ক্ষেত্রে কাজ করবে এমনটি নয়, দেশের যেখানে মানুষের সহায়তায় দরকার হবে সেখানেই এই সংগঠন কাজ করবে।