ভারতের তাঁবেদারি আর নিজেদের স্বার্থ রক্ষায় রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
আজ বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
অনুষ্ঠানে মিয়া গোলাম পরওয়ার বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করেই নির্বাচন দিতে হবে। অন্যথায় পূর্বের মতো বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহায়তা করতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদের মতো করেই কথা বলছেন ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে অংশ নেয়াদের কেউ কেউ। জামায়াত সঙ্গে থাকলে সঙ্গী, আর না থাকলে জঙ্গি বলে আখ্যা দেয়া হয়।
জামায়াতের সেক্রেটারি আরও বলেন, মীমাংসিত বিষয়গুলো সামনে এনে বারবার জামায়াতকে বিতর্কিত করা হয়। এসবের মধ্য দিয়ে জাতিকে বিভক্ত করা হচ্ছে—এগুলো আওয়ামী চরিত্র। ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে অংশ নেয়া সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এদিকে সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে ঐক্যের নামে ভাঙনের রাজনীতি করেছে। আওয়ামী পুনর্বাসনকে নাকচ করে তারা বলেন, অসংখ্য প্রাণের বিনিময়ে পাওয়া স্বাধীন এই দেশে আর কখনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না।
আশু ভবিষ্যতে জামায়াতে ইসলামীর নেতৃত্বে শাসকশ্রেণি পালন করবে সেবকের দায়িত্ব, আর জনগণ দেশের প্রকৃত মালিকানা ফিরে পাবে বলেও আশ্বাস ব্যক্ত করেন তারা।