ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকায় গিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক করে এসেছেন। তার পরেও বাণিজ্যনীতির চেহারা বদলায়নি। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে আবার শুল্ক নিয়ে ভারতকে কটাক্ষ করলেন ট্রাম্প। জানালেন, তিনি এসে ভারতের এত দিনের ‘কীর্তি’ ফাঁস করে দিয়েছেন। এবার নয়াদিল্লি শুল্ক কমাতে বাধ্য হবে।
ট্রাম্প জানিয়েছেন, আমেরিকার পণ্যে শুল্কের পরিমাণ হ্রাস করতে এখন রাজি হয়েছে ভারত। তিনি বলেন, ‘ভারত আমাদের থেকে বিপুল পরিমাণ কর নেয়। আমরা তো ভারতে কিছু বিক্রিই করতে পারি না। তবে ওরা এখন শুল্ক কমাতে রাজি হয়েছে। কারণ, এত দিন ধরে ওরা যা করে এসেছে, সেই কীর্তি এখন কেউ ফাঁস করে দিয়েছি।’
শুধু ভারত নয়, শুল্কের প্রশ্নে একাধিক দেশের বিরুদ্ধেই তোপ দেগেছেন ট্রাম্প। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে চিন, ব্রাজ়িল কিংবা আমেরিকার প্রতিবেশী মেক্সিকো এবং কানাডা মার্কিন পণ্য থেকে বিপুল পরিমাণ শুল্ক আদায় করে। ভারতে শুল্কের পরিমাণ ১০০ শতাংশেরও বেশি। কোনও কোনও পণ্যের ক্ষেত্রে ২০০ শতাংশের কাছাকাছি শুল্ক নেয় নয়াদিল্লি। এই নীতিকে ‘অন্যায়’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। আমেরিকার প্রতি বিভিন্ন দেশের এই শুল্কনীতির পাল্টা ‘পারস্পরিক শুল্ক’ আরোপের কথা জানিয়েছেন তিনি। অর্থাৎ, যে যে দেশ আমেরিকার পণ্যে বেশি শুল্ক নেয়, সেই দেশগুলির উপর পাল্টা শুল্ক চাপাবে আমেরিকাও। এই ‘টিট ফর ট্যাট’ নীতি আগামী ২ এপ্রিল থেকে চালু করা হতে পারে। ভারতের উপরেও বাড়তি শুল্ক চাপাতে পারে আমেরিকা।