নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধান উপদেষ্টা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:৪৮:৫৬ অপরাহ্ণ, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ৭২৬ বার পড়া হয়েছে

নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূস।

সম্প্রতি নারীদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের বিপরীত বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৮ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে নারীরা ছিল সামনের সারিতে। তবে নারীর প্রতি সহিংসতা রোধ করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি বলেন, দেশে নৈরাজ্য তৈরি করতে পতিত স্বৈরাচার বিপুল অংকের অর্থ খরচ করছে। সবাইকে যুদ্ধকালীন পরিস্থিতির মতো সজাগ থাকতে হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। বলেন,আমরা যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি তা নারীদের অংশগ্রহণ ছাড়া সম্ভব না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ১২:৪৮:৫৬ অপরাহ্ণ, শনিবার, ৮ মার্চ ২০২৫

সম্প্রতি নারীদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের বিপরীত বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৮ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে নারীরা ছিল সামনের সারিতে। তবে নারীর প্রতি সহিংসতা রোধ করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি বলেন, দেশে নৈরাজ্য তৈরি করতে পতিত স্বৈরাচার বিপুল অংকের অর্থ খরচ করছে। সবাইকে যুদ্ধকালীন পরিস্থিতির মতো সজাগ থাকতে হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। বলেন,আমরা যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি তা নারীদের অংশগ্রহণ ছাড়া সম্ভব না।