ইরানে চালানো ইসরায়েলের অতর্কিত হামলায় অংশ নেয় ২০০টি যুদ্ধবিমান। এ হামলায় জড়িত থাকার কথা যুক্তরাষ্ট্র অস্বীকার করলেও ইসরায়েলি সেনাবাহিনীর প্রকাশিত ছবি ও তথ্য বলছে ভিন্ন কথা।
শুক্রবার (১৩ জুন) ইসরায়েলি সেনাবাহিনীর প্রকাশিত ছবি ও তথ্য অনুযায়ী, ইরানের ওপর চালানো হামলায় যুক্তরাষ্ট্রে নির্মিত এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে। খবর সিএনএনের।
এই হামলায় অংশ নেয় প্রায় ২০০টি যুদ্ধবিমান, যা ইসরায়েলের মোট যুদ্ধক্ষম বিমানবহরের প্রায় ৬০ শতাংশ।
ইসরায়েল জানিয়েছে, তাদের এই ব্যাপক আক্রমণে ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও শীর্ষ সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে ৩৩০টি মিসাইল ও বোমা নিক্ষেপ করা হয়েছে।
আন্তর্জাতিক কৌশলবিষয়ক গবেষণা সংস্থার ‘মিলিটারি ব্যালান্স ২০২৫’ প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই ইসরায়েলের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ। এই হামলায় ব্যবহৃত যুদ্ধবিমানগুলোও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে বর্তমানে ব্যবহৃত হচ্ছ
সবচেয়ে আধুনিক ও স্টেলথ ক্ষমতাসম্পন্ন ৫ম প্রজন্মের এফ-৩৫ জেটের ৩৯টি ইসরায়েলের বহরে রয়েছে। এ ছাড়াও ইসরায়েল ৭৫টি বিভিন্ন মডেলের এফ-১৫ এবং প্রায় ২০০টি এফ-১৬ যুদ্ধবিমান পরিচালনা করে, যা মূলত যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন ও বোয়িং নির্মিত।
এই আক্রমণ ইঙ্গিত দেয়, ইসরায়েল শুধু প্রযুক্তিগত নয়, সামরিক সক্ষমতার দিক থেকেও যুক্তরাষ্ট্রের ওপর কতটা নির্ভরশীল।