বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ট্রাক উল্টে পড়লো লেগুনা ও মোটরসাইকেলে, একজনের মৃত্যু

মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা দিয়ে উল্টে পড়া ট্রাক চাপা পড়েছে একটি মোটরসাইকেল ও লেগুনা। এতে মোটরসাইকেল আরোহী আক্তার হোসেন নিহত হয়েছেন। সে ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের মৃত রবিউল হোসেন রবির ছেলে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া লেগুনার চালক নুরুল মোস্তফা জানান, সকালে যাত্রীর জন্য রাস্তায় থামান লেগুনাটি এসময় মোটরসাইকেল আরোহী ব্যাক্তিটিও তার মোটরসাইকেল থামিয়ে সড়কের পাশে দোকান থেকে পন্য নিতে দরদাম করছিলেন। এমন সময় কয়লা বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিভাজকে তীব্র গতিতে ধাক্কা দিয়ে উল্টে পড়ে মোটরসাইকেল ও লেগুনান উপর। এতে ট্রাক চাপা পড়ে লেগুনা সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও তারা প্রাণে রক্ষা পান।তবে মোটরসাইকেল আরোহী পুরোপুরি ট্রাকের নিচে চাপা পড়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুমিরা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলম দূর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন।তিনি বলেন, “দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্থানীয় এক হোটেল ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হয়েছেন। খবর পেয়ে স্বজনরা এসে তার মরদেহ নিয়ে গেছেন।”

দূর্ঘটনার পর ট্রাক চালক ও সহকারী পালিয়ে গেলেও দূর্ঘটনা কবলিত ট্রাক ও লেগুনা পুলিশ হেফাজতে রয়েছে।তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের এই দায়িত্বশীল।

Similar Articles

Advertismentspot_img

Most Popular