বিগত কয়েকদিনের মতো আজও (সোমবার) রাজধানীর আগারগাঁসহ বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। তারা উচ্চ আদালতের নির্দেশে ব্যাটারিচালিত রিকশার চলাচল বন্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।
ট্রাফিক-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইয়াসিনা ফেরদৌস জানান, ‘আজও আগারগাঁও এলাকায় রিকশাচালকরা রাস্তা অবরোধ করেছেন। এর ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা মিরপুর ১০ নম্বর থেকে যানবাহন অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছি।’
এদিকে, রাষ্ট্রপক্ষ আজ উচ্চ আদালতের এই নির্দেশনার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছে। রিকশাচালকদের দাবি মেনে নেয়ার জন্য তারা আদালতে আবেদন জানায়।
আন্দোলনের পাশাপাশি, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে বৈঠক করতে রিকশাচালকদের একটি প্রতিনিধি দল ডিএমপি সদর দপ্তরে পৌঁছেছে। সূত্রে জানা গেছে, পূর্বনির্ধারিত এই বৈঠকে তারা তাদের দাবির বিষয় নিয়ে আলোচনা করছেন।