নিউজ ডেস্ক:
৩০০ কেজি ওজনের অস্ত্র বহনে সক্ষম ও অতিদ্রুতগামী ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ব্রাহ্মস’-এর পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ করেছে ভারত। শনিবার দেশটির ওড়িষার চাঁদিপুরের কাছে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে থেকে একটি মোবাইল লঞ্চারে পরীক্ষামূলকভাবে এই ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। খবর এই সময়ের।
ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং প্রতিরক্ষা উন্নয়ন সংস্থা (ডিআরডিও)এর পক্ষ থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সফল বলে জানানো হয়েছে। এই প্রজেক্টের সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা জানিয়েছেন, বাতাসের চেয়েও দ্রুতগামী এই ক্রুজ ক্ষেপণাস্ত্রটি প্রায় ৩০০ কেজি ওজনের যুদ্ধাস্ত্র বহন করতে পারে। এছাড়া দ্বিস্তরীয় মিশাইল-সহ এই ক্ষেপণাস্ত্রটি নৌ সেনা ও সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালে কলকাতার আইএনএস থেকে ব্রাহ্মস মিসাইল উৎক্ষেপণের টেস্ট ট্রায়াল হয়। ২০১৫ সালে সেপ্টেম্বরের কোচি থেকেও এই ক্ষেপণাস্ত্রের টেস্ট ফায়ারিং হয়। নতুনভাবে ওড়িয়ার উপকূলে যে ক্ষেপণাস্ত্রটি এদিন পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়, সেটি পানির গভীর ও স্থলভাগে একইভাবে কাজ করবে বলে জানা গেছে।