শনিবার | ২৯ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা Logo টেকনাফে বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ একজন সন্ত্রাসী আটক Logo মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলা-বারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর আটক: Logo সাতক্ষীরা-০২ এ ধানের শীষের জয়ে নতুন অধ্যায়—বিএনপির একতাবদ্ধ ঘোষণা Logo বুটেক্স অ্যালামনাই ইউএসএ-এর আত্মপ্রকাশ: যুক্তরাষ্ট্রে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মিলনমেলা ও কমিটি গঠন Logo বুটেক্সের প্রথম সমাবর্তন আগামী ২৭ ডিসেম্বর Logo রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর Logo নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ Logo রাবি ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

আক্রান্ত দেশে ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:১৬:২৮ পূর্বাহ্ণ, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • ৭৬৭ বার পড়া হয়েছে

গেল ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। তাতে চলতি বছর মশাবাহিত এ রোগে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩০০ জনে। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল শুক্রবার বুলেটিনে জানিয়েছে, দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে এ বছর ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ১৯৯ জনে।

এদিকে চট্টগ্রামে গতকাল নতুন করে আরও ৪৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর গতকাল পর্যন্ত ২ হাজার ৯৭৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এরমধ্যে নগরীতে ১ হাজর ৯০২ এবং উপজেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৬ জন। অন্যদিকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৫ জনের। এছাড়া গত অক্টোবরে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩০ জন এবং মৃত্যু হয়েছে ৯ জনের। গতকাল চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৩ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৪ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৬ জন। চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ১ হাজার ৬২৪ জন পুরুষ, ৮২২ জন নারী এবং ৫৩২ জন শিশু রয়েছে। এছাড়া মোট মৃত্যুর হিসেবে নারী ১৩ জন, পুরুষ ৯ জন এবং ৩ জন শিশু রয়েছে।

উল্লেখ্য, গত বছর নগর ও বিভিন্ন উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি–বেসরকারি হাসপাতালগুলোতে মোট ভর্তি হয়েছিল ১৪ হাজার ৮৭ জন। এরমধ্যে মারা যায় ১০৭ জন। এছাড়া ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যায় ৪১ জন, ২০২১ সালে আক্রান্ত হয় ২৭১ জন এবং মারা যায় ৫ রোগী।

বিডিনিউজ জানায়, দেশে নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৭৬ জন, ঢাকা বিভাগে ৩৫ জন, ময়মনসিংহে ২৫ জন, চট্টগ্রামে ৬৩ জন, খুলনায় ৪৬ জন, রাজশাহী বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১২ জন এবং সিলেট বিভাগে ৫ জন ভর্তি হয়েছেন। রংপুর বিভাগে গেল ২৪ ঘণ্টায় কোনো ভর্তি নেই।

এ বছর ডেঙ্গু ভয়াবহ রূপ পেয়েছে বর্ষা মৌসুমের শেষে এসে। কেবল অক্টোবর মাসেই ৩০ হাজার ৮৭৯ জন এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যা সারা বছরের মোট ভর্তি রোগীর অর্ধেক। অক্টোবরে ডেঙ্গুতে প্রাণ গেছে ১৩৪ জনের, যা বছরের মোট মৃত্যুর ৪৪ শতাংশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

আক্রান্ত দেশে ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁল

আপডেট সময় : ১০:১৬:২৮ পূর্বাহ্ণ, শনিবার, ২ নভেম্বর ২০২৪

গেল ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। তাতে চলতি বছর মশাবাহিত এ রোগে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩০০ জনে। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল শুক্রবার বুলেটিনে জানিয়েছে, দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে এ বছর ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ১৯৯ জনে।

এদিকে চট্টগ্রামে গতকাল নতুন করে আরও ৪৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর গতকাল পর্যন্ত ২ হাজার ৯৭৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এরমধ্যে নগরীতে ১ হাজর ৯০২ এবং উপজেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৬ জন। অন্যদিকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৫ জনের। এছাড়া গত অক্টোবরে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩০ জন এবং মৃত্যু হয়েছে ৯ জনের। গতকাল চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৩ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৪ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৬ জন। চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ১ হাজার ৬২৪ জন পুরুষ, ৮২২ জন নারী এবং ৫৩২ জন শিশু রয়েছে। এছাড়া মোট মৃত্যুর হিসেবে নারী ১৩ জন, পুরুষ ৯ জন এবং ৩ জন শিশু রয়েছে।

উল্লেখ্য, গত বছর নগর ও বিভিন্ন উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি–বেসরকারি হাসপাতালগুলোতে মোট ভর্তি হয়েছিল ১৪ হাজার ৮৭ জন। এরমধ্যে মারা যায় ১০৭ জন। এছাড়া ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যায় ৪১ জন, ২০২১ সালে আক্রান্ত হয় ২৭১ জন এবং মারা যায় ৫ রোগী।

বিডিনিউজ জানায়, দেশে নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৭৬ জন, ঢাকা বিভাগে ৩৫ জন, ময়মনসিংহে ২৫ জন, চট্টগ্রামে ৬৩ জন, খুলনায় ৪৬ জন, রাজশাহী বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১২ জন এবং সিলেট বিভাগে ৫ জন ভর্তি হয়েছেন। রংপুর বিভাগে গেল ২৪ ঘণ্টায় কোনো ভর্তি নেই।

এ বছর ডেঙ্গু ভয়াবহ রূপ পেয়েছে বর্ষা মৌসুমের শেষে এসে। কেবল অক্টোবর মাসেই ৩০ হাজার ৮৭৯ জন এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যা সারা বছরের মোট ভর্তি রোগীর অর্ধেক। অক্টোবরে ডেঙ্গুতে প্রাণ গেছে ১৩৪ জনের, যা বছরের মোট মৃত্যুর ৪৪ শতাংশ।