রাজধানীর গুলশানে সেনাবাহিনীর এক মেজর পদমর্যাদার কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডা ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) মো. সোহেল রানাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে তাকে গুলশান থানা থেকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করার আদেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান।
সোমবার রাতে গুলশান এলাকায় সেনাবাহিনীর ওই কর্মকর্তার সঙ্গে বিতণ্ডায় জড়ান এসি সোহেল রানা ও তার অধীনস্থ কয়েকজন পুলিশ সদস্য। এ ঘটনার বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, বিতর্কের একপর্যায়ে পুলিশ সদস্যরা মেজর পরিচয় দেওয়া ওই কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরিচয় দেওয়ার পরও এসি সোহেলের নির্দেশে তাকে গুলশান থানায় নিয়ে যাওয়া হয়। ওই সময় মেজরের সঙ্গে তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
এক পুলিশ সদস্য জানান, সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা পরবর্তীতে থানায় গিয়ে ওই মেজরকে ছাড়িয়ে নিয়ে আসেন। এ সময় এসি সোহেল রানা তার কাছে ক্ষমা চান। একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার মধ্যেই উত্তেজিত আচরণের কারণে এসি সোহেল তাকে থানায় নিয়ে আসেন এবং শেষমেশ ওই সেনা কর্মকর্তার কাছে হাতজোড় করে এবং পা ধরে ক্ষমা চান।