সোমবার | ১৯ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম প্রত্যক্ষ করলেন উপ-উপাচার্য Logo আজ শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী Logo জিয়াউর রহমান : এক সত্যিকারের দেশপ্রেমিক ও জাতি গঠনের কারিগর Logo কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনে  বিএনপি জামায়াত ভোটের  হাড্ডাহাড্ডি লড়াই! আসন পুনরুদ্ধারে মরিয়া  জাপা Logo ‘বাঁধন’ মওলানা ভাসানী হল ইউনিটের ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা Logo পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা ‘প্রসেস’এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo আমরা বিএনপি পরিবার’উদ্যোগে সাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তা

সাভারে শ্রমিকদের কর্মবিরতি, ৫ কারখানা বন্ধ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:১৬:১৯ অপরাহ্ণ, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • ৭৮০ বার পড়া হয়েছে

সাভারে টিফিন বিল বৃদ্ধি, আয়রন ভাতা বৃদ্ধি, বিকাশ খরচ ও ঈদ বোনাসসহ বিভিন্ন দাবি আদায়ে কর্মবিরতি পালন করেছেন তৈরি পোশাক শ্রমিকরা। আজ সোমবার (২৮ অক্টোবর) সকাল থেকে সাভার পৌরসভার উলাইল কর্ণপাড়া ও গেন্ডা এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড স্টিচেস লিমিটেড কারখানার শ্রমিকরা এই কর্মবিরতি পালন করেন।

কর্মবিরতিতে অংশ নেয়া শ্রমিক ও শিল্প পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার সকালে স্ট্যান্ডার্ড স্টিচেস লিমিটেড কারখানার শ্রমিকরা ভেতরে প্রবেশের পর কাজ না করে কর্মবিরতি পালন শুরু করে। এসময় শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের টিফিন বিল ৫০ টাকা, অর্জিত ছুটির টাকা, আয়রন ভাতা বৃদ্ধি, বিকাশ খরচ, ৬ মাসে ঈদ বোনাসসহ বিভিন্ন দাবি কাছে তুলে ধরেন।

দুপুর পর্যন্ত মালিক পক্ষ শ্রমিকদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত না জানানোয় শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানাটি ছুটি ঘোষণা করা হয়।

অন্যদিকে, শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ার নরসিংহপুর এলাকার আঞ্জুমান গার্মেন্টস লিমিটেড কারখানাটি শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এছাড়া জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড, সিডকো গ্রুপ ও মাহমুদ ফ্যাশন লিমিটেড কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, সাভারে স্ট্যান্ডার্ড স্টিচেস লিমিটেড কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবি আদায়ে কারখানার ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেছে। বিষয়টি নিয়ে শ্রমিক প্রতিনিধি. শিল্প পুলিশ ও মালিক পক্ষের সঙ্গে আলোচনা চলছে।

এদিকে, আশুলিয়ার নরসিংহপুর ও জামগড়া এলাকার একটি কারখানা ১৩(১) ধারায় বন্ধ এবং তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলের অন্য সকল কারখানা চালু রয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম প্রত্যক্ষ করলেন উপ-উপাচার্য

সাভারে শ্রমিকদের কর্মবিরতি, ৫ কারখানা বন্ধ

আপডেট সময় : ০৮:১৬:১৯ অপরাহ্ণ, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

সাভারে টিফিন বিল বৃদ্ধি, আয়রন ভাতা বৃদ্ধি, বিকাশ খরচ ও ঈদ বোনাসসহ বিভিন্ন দাবি আদায়ে কর্মবিরতি পালন করেছেন তৈরি পোশাক শ্রমিকরা। আজ সোমবার (২৮ অক্টোবর) সকাল থেকে সাভার পৌরসভার উলাইল কর্ণপাড়া ও গেন্ডা এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড স্টিচেস লিমিটেড কারখানার শ্রমিকরা এই কর্মবিরতি পালন করেন।

কর্মবিরতিতে অংশ নেয়া শ্রমিক ও শিল্প পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার সকালে স্ট্যান্ডার্ড স্টিচেস লিমিটেড কারখানার শ্রমিকরা ভেতরে প্রবেশের পর কাজ না করে কর্মবিরতি পালন শুরু করে। এসময় শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের টিফিন বিল ৫০ টাকা, অর্জিত ছুটির টাকা, আয়রন ভাতা বৃদ্ধি, বিকাশ খরচ, ৬ মাসে ঈদ বোনাসসহ বিভিন্ন দাবি কাছে তুলে ধরেন।

দুপুর পর্যন্ত মালিক পক্ষ শ্রমিকদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত না জানানোয় শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানাটি ছুটি ঘোষণা করা হয়।

অন্যদিকে, শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ার নরসিংহপুর এলাকার আঞ্জুমান গার্মেন্টস লিমিটেড কারখানাটি শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এছাড়া জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড, সিডকো গ্রুপ ও মাহমুদ ফ্যাশন লিমিটেড কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, সাভারে স্ট্যান্ডার্ড স্টিচেস লিমিটেড কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবি আদায়ে কারখানার ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেছে। বিষয়টি নিয়ে শ্রমিক প্রতিনিধি. শিল্প পুলিশ ও মালিক পক্ষের সঙ্গে আলোচনা চলছে।

এদিকে, আশুলিয়ার নরসিংহপুর ও জামগড়া এলাকার একটি কারখানা ১৩(১) ধারায় বন্ধ এবং তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলের অন্য সকল কারখানা চালু রয়েছে বলেও জানান তিনি।