শিরোনাম :
Logo প্যাপিরাস পাঠাগারের নির্বাহী পরিষদের পরিচিতি সভা Logo সাংবাদিকতায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন সাইদ হোসেন অপু চৌধুরী চাঁদপুর প্রতিনিধি Logo সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে জাপান যাচ্ছেন খুবির ৭ কৃতী শিক্ষার্থী Logo বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় কয়রায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ Logo সিরাজগঞ্জে এইচএসসি ও আলিমে সাত প্রতিষ্ঠানের শিক্ষার্থী শতভাগ ফেল Logo পরিবারে ন্যায়বিচার ও সন্তানের অধিকার ইসলাম, সমাজ ও রাষ্ট্রীয় দায়িত্ব — তৌফিক সুলতান Logo শ্যামনগরে ৪৫ কেজি হরিণের মাংস ও ১২টি পা জব্দ করেছে কোস্ট গার্ড Logo খুবিতে জুলাই বিপ্লব বিরোধীদের তথ্য সংগ্রহে তদন্ত কমিটি গঠন Logo চাঁদপুরে ইসলামী আন্দোলনের বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত  পিআর নিয়ে কোনোপ্রকার টালবাহানা দেশের মানুষ বরদাশত করবে না -মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম Logo বাবুরহাটে গোলাপ ফুলের সমর্থনে জাকের পার্টির “জনসভা ও র‍্যালী”

সাভারে শ্রমিকদের কর্মবিরতি, ৫ কারখানা বন্ধ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:১৬:১৯ অপরাহ্ণ, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • ৭৬৩ বার পড়া হয়েছে

সাভারে টিফিন বিল বৃদ্ধি, আয়রন ভাতা বৃদ্ধি, বিকাশ খরচ ও ঈদ বোনাসসহ বিভিন্ন দাবি আদায়ে কর্মবিরতি পালন করেছেন তৈরি পোশাক শ্রমিকরা। আজ সোমবার (২৮ অক্টোবর) সকাল থেকে সাভার পৌরসভার উলাইল কর্ণপাড়া ও গেন্ডা এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড স্টিচেস লিমিটেড কারখানার শ্রমিকরা এই কর্মবিরতি পালন করেন।

কর্মবিরতিতে অংশ নেয়া শ্রমিক ও শিল্প পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার সকালে স্ট্যান্ডার্ড স্টিচেস লিমিটেড কারখানার শ্রমিকরা ভেতরে প্রবেশের পর কাজ না করে কর্মবিরতি পালন শুরু করে। এসময় শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের টিফিন বিল ৫০ টাকা, অর্জিত ছুটির টাকা, আয়রন ভাতা বৃদ্ধি, বিকাশ খরচ, ৬ মাসে ঈদ বোনাসসহ বিভিন্ন দাবি কাছে তুলে ধরেন।

দুপুর পর্যন্ত মালিক পক্ষ শ্রমিকদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত না জানানোয় শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানাটি ছুটি ঘোষণা করা হয়।

অন্যদিকে, শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ার নরসিংহপুর এলাকার আঞ্জুমান গার্মেন্টস লিমিটেড কারখানাটি শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এছাড়া জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড, সিডকো গ্রুপ ও মাহমুদ ফ্যাশন লিমিটেড কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, সাভারে স্ট্যান্ডার্ড স্টিচেস লিমিটেড কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবি আদায়ে কারখানার ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেছে। বিষয়টি নিয়ে শ্রমিক প্রতিনিধি. শিল্প পুলিশ ও মালিক পক্ষের সঙ্গে আলোচনা চলছে।

এদিকে, আশুলিয়ার নরসিংহপুর ও জামগড়া এলাকার একটি কারখানা ১৩(১) ধারায় বন্ধ এবং তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলের অন্য সকল কারখানা চালু রয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্যাপিরাস পাঠাগারের নির্বাহী পরিষদের পরিচিতি সভা

সাভারে শ্রমিকদের কর্মবিরতি, ৫ কারখানা বন্ধ

আপডেট সময় : ০৮:১৬:১৯ অপরাহ্ণ, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

সাভারে টিফিন বিল বৃদ্ধি, আয়রন ভাতা বৃদ্ধি, বিকাশ খরচ ও ঈদ বোনাসসহ বিভিন্ন দাবি আদায়ে কর্মবিরতি পালন করেছেন তৈরি পোশাক শ্রমিকরা। আজ সোমবার (২৮ অক্টোবর) সকাল থেকে সাভার পৌরসভার উলাইল কর্ণপাড়া ও গেন্ডা এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড স্টিচেস লিমিটেড কারখানার শ্রমিকরা এই কর্মবিরতি পালন করেন।

কর্মবিরতিতে অংশ নেয়া শ্রমিক ও শিল্প পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার সকালে স্ট্যান্ডার্ড স্টিচেস লিমিটেড কারখানার শ্রমিকরা ভেতরে প্রবেশের পর কাজ না করে কর্মবিরতি পালন শুরু করে। এসময় শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের টিফিন বিল ৫০ টাকা, অর্জিত ছুটির টাকা, আয়রন ভাতা বৃদ্ধি, বিকাশ খরচ, ৬ মাসে ঈদ বোনাসসহ বিভিন্ন দাবি কাছে তুলে ধরেন।

দুপুর পর্যন্ত মালিক পক্ষ শ্রমিকদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত না জানানোয় শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানাটি ছুটি ঘোষণা করা হয়।

অন্যদিকে, শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ার নরসিংহপুর এলাকার আঞ্জুমান গার্মেন্টস লিমিটেড কারখানাটি শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এছাড়া জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড, সিডকো গ্রুপ ও মাহমুদ ফ্যাশন লিমিটেড কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, সাভারে স্ট্যান্ডার্ড স্টিচেস লিমিটেড কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবি আদায়ে কারখানার ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেছে। বিষয়টি নিয়ে শ্রমিক প্রতিনিধি. শিল্প পুলিশ ও মালিক পক্ষের সঙ্গে আলোচনা চলছে।

এদিকে, আশুলিয়ার নরসিংহপুর ও জামগড়া এলাকার একটি কারখানা ১৩(১) ধারায় বন্ধ এবং তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলের অন্য সকল কারখানা চালু রয়েছে বলেও জানান তিনি।