শিরোনাম :
Logo সবচেয়ে টেকসই টেলিকম কোম্পানির স্বীকৃতি পেল গ্রামীণফোন Logo বর্ষায় মসলা সংরক্ষণের ৫ উপায় Logo ৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুরে মিলল শিক্ষার্থীর মরদেহ Logo সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ Logo অর্থের বিনিময়ে পলাশবাড়ীর খাদ্যবান্ধব ডিলার নিয়োগ দিয়ে লাপাত্তা টিসিএফ Logo ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিক্ষার্থীর মৃত্যু; শিক্ষার্থীরা রাবি মেডিকেলের নাম দিল নাপা সেন্টার Logo জাতির উন্নতির জন্য জাতীয় ঐক্য প্রয়োজন – মির্জা গালিব Logo গোপালগঞ্জে চলমান কারফিউ’র মেয়াদ বাড়লো Logo লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী সচেতনতামূলক সভা মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয় ………….সাখাওয়াত জামিল সৈকত

সাভারে শ্রমিকদের কর্মবিরতি, ৫ কারখানা বন্ধ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:১৬:১৯ অপরাহ্ণ, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • ৭৪৭ বার পড়া হয়েছে

সাভারে টিফিন বিল বৃদ্ধি, আয়রন ভাতা বৃদ্ধি, বিকাশ খরচ ও ঈদ বোনাসসহ বিভিন্ন দাবি আদায়ে কর্মবিরতি পালন করেছেন তৈরি পোশাক শ্রমিকরা। আজ সোমবার (২৮ অক্টোবর) সকাল থেকে সাভার পৌরসভার উলাইল কর্ণপাড়া ও গেন্ডা এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড স্টিচেস লিমিটেড কারখানার শ্রমিকরা এই কর্মবিরতি পালন করেন।

কর্মবিরতিতে অংশ নেয়া শ্রমিক ও শিল্প পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার সকালে স্ট্যান্ডার্ড স্টিচেস লিমিটেড কারখানার শ্রমিকরা ভেতরে প্রবেশের পর কাজ না করে কর্মবিরতি পালন শুরু করে। এসময় শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের টিফিন বিল ৫০ টাকা, অর্জিত ছুটির টাকা, আয়রন ভাতা বৃদ্ধি, বিকাশ খরচ, ৬ মাসে ঈদ বোনাসসহ বিভিন্ন দাবি কাছে তুলে ধরেন।

দুপুর পর্যন্ত মালিক পক্ষ শ্রমিকদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত না জানানোয় শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানাটি ছুটি ঘোষণা করা হয়।

অন্যদিকে, শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ার নরসিংহপুর এলাকার আঞ্জুমান গার্মেন্টস লিমিটেড কারখানাটি শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এছাড়া জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড, সিডকো গ্রুপ ও মাহমুদ ফ্যাশন লিমিটেড কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, সাভারে স্ট্যান্ডার্ড স্টিচেস লিমিটেড কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবি আদায়ে কারখানার ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেছে। বিষয়টি নিয়ে শ্রমিক প্রতিনিধি. শিল্প পুলিশ ও মালিক পক্ষের সঙ্গে আলোচনা চলছে।

এদিকে, আশুলিয়ার নরসিংহপুর ও জামগড়া এলাকার একটি কারখানা ১৩(১) ধারায় বন্ধ এবং তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলের অন্য সকল কারখানা চালু রয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবচেয়ে টেকসই টেলিকম কোম্পানির স্বীকৃতি পেল গ্রামীণফোন

সাভারে শ্রমিকদের কর্মবিরতি, ৫ কারখানা বন্ধ

আপডেট সময় : ০৮:১৬:১৯ অপরাহ্ণ, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

সাভারে টিফিন বিল বৃদ্ধি, আয়রন ভাতা বৃদ্ধি, বিকাশ খরচ ও ঈদ বোনাসসহ বিভিন্ন দাবি আদায়ে কর্মবিরতি পালন করেছেন তৈরি পোশাক শ্রমিকরা। আজ সোমবার (২৮ অক্টোবর) সকাল থেকে সাভার পৌরসভার উলাইল কর্ণপাড়া ও গেন্ডা এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড স্টিচেস লিমিটেড কারখানার শ্রমিকরা এই কর্মবিরতি পালন করেন।

কর্মবিরতিতে অংশ নেয়া শ্রমিক ও শিল্প পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার সকালে স্ট্যান্ডার্ড স্টিচেস লিমিটেড কারখানার শ্রমিকরা ভেতরে প্রবেশের পর কাজ না করে কর্মবিরতি পালন শুরু করে। এসময় শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের টিফিন বিল ৫০ টাকা, অর্জিত ছুটির টাকা, আয়রন ভাতা বৃদ্ধি, বিকাশ খরচ, ৬ মাসে ঈদ বোনাসসহ বিভিন্ন দাবি কাছে তুলে ধরেন।

দুপুর পর্যন্ত মালিক পক্ষ শ্রমিকদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত না জানানোয় শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানাটি ছুটি ঘোষণা করা হয়।

অন্যদিকে, শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ার নরসিংহপুর এলাকার আঞ্জুমান গার্মেন্টস লিমিটেড কারখানাটি শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এছাড়া জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড, সিডকো গ্রুপ ও মাহমুদ ফ্যাশন লিমিটেড কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, সাভারে স্ট্যান্ডার্ড স্টিচেস লিমিটেড কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবি আদায়ে কারখানার ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেছে। বিষয়টি নিয়ে শ্রমিক প্রতিনিধি. শিল্প পুলিশ ও মালিক পক্ষের সঙ্গে আলোচনা চলছে।

এদিকে, আশুলিয়ার নরসিংহপুর ও জামগড়া এলাকার একটি কারখানা ১৩(১) ধারায় বন্ধ এবং তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলের অন্য সকল কারখানা চালু রয়েছে বলেও জানান তিনি।