শিরোনাম :
Logo আন্তর্জাতিক সেমিনারে যাচ্ছেন ইবি ভিসি Logo সিরাজগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত Logo কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত Logo শহীদ রুমি স্মৃতি পাঠাগারের সাময়িকী  ” মুক্তবাক” এর মোড়ক উন্মোচন Logo খুলনার কয়রায় প্রায় ১০৩ কেজি হরিণের মাংস, মাথা এবং হরিণ শিকারের ফাঁদসহ ১ জন হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড Logo জসিম সভাপতি, ফখরুল সম্পাদক দীর্ঘ ছয় বছর পর চাঁদপুর জেলা সমিতি ইউকের নির্বাচন সম্পন্ন Logo নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান Logo ইবি অভয়ারণ্যের শরৎ সম্ভাষণ: “গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া ও বায়োস্কোপের রঙিন আবেশ” Logo চাঁদপুর সদরের ১৪ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগে সেবা প্রার্থীদের হয়রানি ও ভোগান্তি কমেছে Logo চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের বদলী জনিত বিদায় সংবর্ধনা

চুয়াডাঙ্গায় শুরু হয়েছে তবলিগ জামাতের ইজতেমা।

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:২৭:৪৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • ৭৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

চুয়াডাঙ্গায় শুরু হয়েছে তবলিগ জামাতের ‘সাদ কান্ধলভী অনুসারী’ তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর চুয়াডাঙ্গা সার্কিট হাউজ মাঠে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা।

দেশের বিভিন্ন জেলা থেকে আসা আলেম ও দায়ীদের বয়ানের মাধ্যমে ইজতেমার মূল পর্ব শুরু হয়। এর আগে গত বুধবার থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা চুয়াডাঙ্গা সার্কিট হাউজ মাঠ ইজতেমা প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন।

শুক্রবার (২৫ অক্টোবর) ও পরদিন শনিবারসহ তিন দিনব্যাপী এই ইজতেমায় তাবলিগের মূল শিক্ষা, দাওয়াত ও তওবার গুরুত্ব নিয়ে আলোচনা করা হবে। জেলার বিভিন্ন উপজেলাসহ আশপাশের এলাকা থেকে আগত হাজার হাজার মুসল্লির জন্য নামাজ, ইবাদত ও কুরআন তিলাওয়াতের পাশাপাশি বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়েছে।

ইজতেমায় অংশ নেয়া মুসল্লি জালাল উদ্দিন বলেন, ‘ইজতেমায় আসা আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। ইসলামের বাণী ও দাওয়াত সম্পর্কে বিশদভাবে জানতে এবং আত্মশুদ্ধির জন্য আমরা ইজতেমায় অংশ নিয়েছি। এখানে আসতে পেরে আমি মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করছি।’

কুষ্টিয়া থেকে আগত মুসল্লি কাদির সুমন বলেন, ‘ইজতেমার পরিবেশ অনেক সুন্দর এবং ধর্মীয় শিক্ষা গ্রহণের জন্য অত্যন্ত উপযোগী। ফজরের নামাজের পর থেকে আলেমদের বয়ান এবং দাওয়াতের গুরুত্ব সম্পর্কে আলোচনা চলছে। এখান থেকে শিক্ষা নিয়ে আমার জীবনকে আরও সুন্দর করে তুলব।’

ইজতেমা আয়োজকরা জানান, এই আয়োজনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। মুসল্লিদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুবিধা নিশ্চিত করা হয়েছে। ইজতেমার দ্বিতীয় দিন শুক্রবার গুরুত্বপূর্ণ বয়ান ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। যেখানে হাজারো মুসল্লির অংশগ্রহণ আশা করা হচ্ছে। শনিবার ইজতেমার সমাপনী দিনে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমা শেষ হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক সেমিনারে যাচ্ছেন ইবি ভিসি

চুয়াডাঙ্গায় শুরু হয়েছে তবলিগ জামাতের ইজতেমা।

আপডেট সময় : ০১:২৭:৪৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

চুয়াডাঙ্গায় শুরু হয়েছে তবলিগ জামাতের ‘সাদ কান্ধলভী অনুসারী’ তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর চুয়াডাঙ্গা সার্কিট হাউজ মাঠে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা।

দেশের বিভিন্ন জেলা থেকে আসা আলেম ও দায়ীদের বয়ানের মাধ্যমে ইজতেমার মূল পর্ব শুরু হয়। এর আগে গত বুধবার থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা চুয়াডাঙ্গা সার্কিট হাউজ মাঠ ইজতেমা প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন।

শুক্রবার (২৫ অক্টোবর) ও পরদিন শনিবারসহ তিন দিনব্যাপী এই ইজতেমায় তাবলিগের মূল শিক্ষা, দাওয়াত ও তওবার গুরুত্ব নিয়ে আলোচনা করা হবে। জেলার বিভিন্ন উপজেলাসহ আশপাশের এলাকা থেকে আগত হাজার হাজার মুসল্লির জন্য নামাজ, ইবাদত ও কুরআন তিলাওয়াতের পাশাপাশি বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়েছে।

ইজতেমায় অংশ নেয়া মুসল্লি জালাল উদ্দিন বলেন, ‘ইজতেমায় আসা আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। ইসলামের বাণী ও দাওয়াত সম্পর্কে বিশদভাবে জানতে এবং আত্মশুদ্ধির জন্য আমরা ইজতেমায় অংশ নিয়েছি। এখানে আসতে পেরে আমি মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করছি।’

কুষ্টিয়া থেকে আগত মুসল্লি কাদির সুমন বলেন, ‘ইজতেমার পরিবেশ অনেক সুন্দর এবং ধর্মীয় শিক্ষা গ্রহণের জন্য অত্যন্ত উপযোগী। ফজরের নামাজের পর থেকে আলেমদের বয়ান এবং দাওয়াতের গুরুত্ব সম্পর্কে আলোচনা চলছে। এখান থেকে শিক্ষা নিয়ে আমার জীবনকে আরও সুন্দর করে তুলব।’

ইজতেমা আয়োজকরা জানান, এই আয়োজনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। মুসল্লিদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুবিধা নিশ্চিত করা হয়েছে। ইজতেমার দ্বিতীয় দিন শুক্রবার গুরুত্বপূর্ণ বয়ান ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। যেখানে হাজারো মুসল্লির অংশগ্রহণ আশা করা হচ্ছে। শনিবার ইজতেমার সমাপনী দিনে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমা শেষ হবে।