কোটা সংস্কার ও বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনের সময় ভাঙচুর-হামলায় বন্ধ হয়ে যাওয়া মেট্রো রেলের মিরপুর-১০ নম্বর স্টেশন আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) চালু হয়েছে। মিরপুর ১০ নম্বর মেট্রো স্টেশন চালু করতে সময় লেগেছে দুই মাস ১৭ দিন। আর চালু করতে ব্যয় হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা। এছাড়া সর্বমোট কাজীপাড়া এবং মিরপুর ১০ স্টেশনে সর্বমোট ব্যয় হবে ১৮ কোটি ৮৬ লাখ টাকার।
সকালে মিরপুর ১০ নম্বর স্টেশন চালু হওয়ার পর পরিদর্শন করেন যোগাযোগ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। পরিদর্শন শেষে তিনি বলেন, মেট্রো রেলের চলমান প্রকল্প গুলোর ব্যয় কমাতে অবশ্যই তার সংশোধন করা হবে।
এসময় তিনি আরও বলেন, মেট্রোরেলে যাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে সঙ্গে সঙ্গে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
সিসিটিভি ফুটেজ আছে এই ভাঙচুর শিক্ষার্থীরা করেনি দুষ্কৃতিকারীরা করেছে বলেও জানান তিনি।